ETV Bharat / entertainment

ভালোবাসার টানে 20 বছর পর ফিরছে 'বীর-জারা' - Veer Zaara Rerelease

Veer Zaara Re-release in Theatres: বীর প্রতাপ সিং-জারা হায়াত খানের প্রেমকাহিনী মনে রয়েছে ৷ মন রয়েছে কীভাবে সীমান্তের বেড়াজাল থাকা সত্ত্বেও প্রেম-ভালোবাসা মিলিয়ে ছিল দুই মনকে ৷ ভালোবাসার পাঠ নিয়ে প্রেক্ষাগৃহে আবারও ফিরছে শাহরুখ খান ও প্রীতি জিন্টা অভিনীত 'বীর জারা' ৷

Veer Zaara Re-release in Theatres
সিলভারস্ক্রিনে আসছে 'বীর-জারা' (YRF সোশাল হ্যান্ডেল)
author img

By PTI

Published : Sep 6, 2024, 5:12 PM IST

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পেতে চলেছে শাহরুখ খান-প্রীতি জিন্টা অভিনীত 'বীর-জারা' ৷ 13 সেপ্টেম্বর দেশজুড়ে পুনরায় এই ছবি মুক্তি পাচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে পুরনো নানা ছবি ফিরিয়ে আনা হচ্ছে রূপোলি পর্দায় ৷ যে ছবি প্রথম মুক্তির সময় ব্যবসা করতে পারেনি তা এখন মুক্তির পর ভালো ব্যবসা ঘরে তুলছে ৷ উদাহরণস্বরূপ বলা যায়, লায়লা মজনু ছবি ৷ আবার এমন অনেক ছবি আছে যা বারবার সেলুলয়েডের পর্দায় দেখলেও পুরনো হয় না ৷ সেই তালিকায় অবশ্যই নাম নেওয়া যায় যশ চোপড়া পরিচালিত ক্লাসিক ছবি 'বীর-জারা' ৷

শুক্রবার সোশাল মিডিয়ায় যশ রাজ ফিল্মসের সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানানো হয়েছে এমনটাই ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "রোমান্সের সেই যুগ ফিরে আসছে ৷ দেখুন বীর জারা শুক্রবার অর্থাৎ 13 সেপ্টেম্বর আপনার কাছের পিভিআর-আইনক্স,সিনেপলিসে ৷"

এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ ভালোবাসা ও শুভেচ্ছা বেড়ে চলেছে কমেন্ট সেকশনে ৷ এক অনুরাগী লিখেছেন, "বীর-জারা ছবির প্রতি নিজের ভালোবাসা শব্দ দিয়ে প্রকাশ করতে পারব না ৷ রোমান্টিক সাগা আমার সবসময় প্রিয় ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "বীর জারা আগামী 200 বছর দর্শকরা মনে রাখবেন ৷" শুধু তাই নয়, অনেক অনুরাগী আবার শাহরুখ খান অভিনীত ওম শান্তি ওম ও ডর ছবিও পুনরায় মুক্তির অনুরোধ করেছেন কমেন্টবক্সে ৷

ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে মিষ্টি একটা ভালোবাসার গল্প দর্শকদের পরিচালক যশ চোপড়া উপহার দিয়েছিলেন 2004 সালে ৷ সীমান্তের কাঁটাতার পেড়িয়ে যে ভালোবাসা ছুঁয়েছিল দর্শকদেরও মন ৷ 20 বছর পর সেই ছবি আবারও আসছে দর্শকদের সামনে ৷ শাহরুখ খান-প্রীতি জিন্টা ছাড়াও অনবদ্য ছিল রানি মুখোপাধ্যায়ের অভিনয় ৷ চিত্রনাট্য লেখেন আদিত্য চোপড়া ৷

কাহিনীর পাশাপাশি ছবির প্রতিটা গান আজও গুনগুন করে ওঠেন শ্রোতারা ৷ জাভেদ আখতারের লেখনীতে ও প্রয়াত সুরকার মদনমোহনের সৃষ্টিতে উঠে আসে 'তেরে লিয়ে', 'মেঁ ইয়া হু', 'দো পল', 'কিঁউ হাওয়া'-র মতো স্মরণীয় কিছু গান ৷ 13 সেপ্টেম্বর সেই নস্ট্যালজিয়া ফিরে পেতে ও বীর প্রতাপ সিং-জারা হায়াত খানের প্রেম কাহিনীর সাক্ষী থাকতে ঢুঁ মারতে পারেন প্রেক্ষাগৃহে ৷

নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পেতে চলেছে শাহরুখ খান-প্রীতি জিন্টা অভিনীত 'বীর-জারা' ৷ 13 সেপ্টেম্বর দেশজুড়ে পুনরায় এই ছবি মুক্তি পাচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে পুরনো নানা ছবি ফিরিয়ে আনা হচ্ছে রূপোলি পর্দায় ৷ যে ছবি প্রথম মুক্তির সময় ব্যবসা করতে পারেনি তা এখন মুক্তির পর ভালো ব্যবসা ঘরে তুলছে ৷ উদাহরণস্বরূপ বলা যায়, লায়লা মজনু ছবি ৷ আবার এমন অনেক ছবি আছে যা বারবার সেলুলয়েডের পর্দায় দেখলেও পুরনো হয় না ৷ সেই তালিকায় অবশ্যই নাম নেওয়া যায় যশ চোপড়া পরিচালিত ক্লাসিক ছবি 'বীর-জারা' ৷

শুক্রবার সোশাল মিডিয়ায় যশ রাজ ফিল্মসের সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানানো হয়েছে এমনটাই ৷ ক্যাপশনে লেখা হয়েছে, "রোমান্সের সেই যুগ ফিরে আসছে ৷ দেখুন বীর জারা শুক্রবার অর্থাৎ 13 সেপ্টেম্বর আপনার কাছের পিভিআর-আইনক্স,সিনেপলিসে ৷"

এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ ভালোবাসা ও শুভেচ্ছা বেড়ে চলেছে কমেন্ট সেকশনে ৷ এক অনুরাগী লিখেছেন, "বীর-জারা ছবির প্রতি নিজের ভালোবাসা শব্দ দিয়ে প্রকাশ করতে পারব না ৷ রোমান্টিক সাগা আমার সবসময় প্রিয় ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "বীর জারা আগামী 200 বছর দর্শকরা মনে রাখবেন ৷" শুধু তাই নয়, অনেক অনুরাগী আবার শাহরুখ খান অভিনীত ওম শান্তি ওম ও ডর ছবিও পুনরায় মুক্তির অনুরোধ করেছেন কমেন্টবক্সে ৷

ভারত-পাকিস্তান সম্পর্কের প্রেক্ষাপটে মিষ্টি একটা ভালোবাসার গল্প দর্শকদের পরিচালক যশ চোপড়া উপহার দিয়েছিলেন 2004 সালে ৷ সীমান্তের কাঁটাতার পেড়িয়ে যে ভালোবাসা ছুঁয়েছিল দর্শকদেরও মন ৷ 20 বছর পর সেই ছবি আবারও আসছে দর্শকদের সামনে ৷ শাহরুখ খান-প্রীতি জিন্টা ছাড়াও অনবদ্য ছিল রানি মুখোপাধ্যায়ের অভিনয় ৷ চিত্রনাট্য লেখেন আদিত্য চোপড়া ৷

কাহিনীর পাশাপাশি ছবির প্রতিটা গান আজও গুনগুন করে ওঠেন শ্রোতারা ৷ জাভেদ আখতারের লেখনীতে ও প্রয়াত সুরকার মদনমোহনের সৃষ্টিতে উঠে আসে 'তেরে লিয়ে', 'মেঁ ইয়া হু', 'দো পল', 'কিঁউ হাওয়া'-র মতো স্মরণীয় কিছু গান ৷ 13 সেপ্টেম্বর সেই নস্ট্যালজিয়া ফিরে পেতে ও বীর প্রতাপ সিং-জারা হায়াত খানের প্রেম কাহিনীর সাক্ষী থাকতে ঢুঁ মারতে পারেন প্রেক্ষাগৃহে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.