ETV Bharat / entertainment

প্রিয় পরিচালকের জন্মদিন! কালো চশমাতে পার্টিতে হাজির 'পাঠান' অভিনেতা শাহরুখ - Shah Rukh Khan - SHAH RUKH KHAN

SRK Attends Siddharth Anand’s Birthday Bash: শাহরুখ খান নাকি চোখে অস্ত্রোপচারের জন্য বিদেশে গিয়েছেন ৷ এমন খবর ছেয়ে যায় সোশাল মিডিয়ায় ৷ তারপরেই মুম্বইয়ে পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টিতে খোশ মেজাজে দেখা গেল 'জওয়ান' তারকাকে ৷ কেসটা কী?

SRK Attends Siddharth Anand’s Birthday Bash
পরিচালকের জন্মদিনের পার্টিতে'পাঠান' অভিনেতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 2:48 PM IST

হায়দরাবাদ, 1 অগস্ট: বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, চোখের সমস্যার জন্য অস্ত্রোপচার করাচ্ছেন শাহরুখ খান৷ তিনি নাকি সেই কারণে আমেরিকাতে পাড়ি জমিয়েছেন ৷ এমন খবরে যখন সোশাল মিডিয়া ছয়লাপ, সেই সময়ে বুধবার রাতে মুম্বইয়ে জন্মদিনের পার্টিতে দেখা গেল 'জওয়ান' অভিনেতাকে ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন কিং খান ৷ চোখে ছিল কালো রঙের চশমা ৷ যা দেখে অনুরাগীদের মনে জেগেছে কৌতুহল ৷ তাহলে কি বাদশার চোখে অস্ত্রোপচার হয়েছে নাকি পুরোটাই গুজব? সোশাল মিডিয়ায় ভাইরাল বাদশার সেই ভিডিয়ো ৷

পার্টিতে হাজির 'পাঠান' অভিনেতা শাহরুখ (ইটিভি ভারত)

এদিন অভিনেতাকে দেখা যায় শহরের এক রেস্টুরেন্টে ৷ যেখানে আয়োজন করা হয় 'ফাইটার', 'ওয়ার', 'পাঠান' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের সেলিব্রেশন পার্টি ৷ 'পাঠান' অভিনেতাকে এদিন দেখা যায় খোশ মেজাজে ৷ পরনে ছিল কালো রঙের টি-শার্ট ৷ চোখে সানগ্লাস ৷ শুধু তাই নয়, এদিন রেস্টুরেন্টের পিছনের গেট দিয়ে প্রবেশ করেন এসআরকে ৷ তবে তিনি পাপারাৎজিদের চোখে ধুলো দিতে পারেননি ৷ ঠিক সময়ে পাপারাৎজিরা হাজির হতেই ফ্রেমবন্দি হন বাদশা ৷

পুরো ভিডিয়োতে দেখা গিয়েছে, বডিগার্ডরা ঘিরে রেখেছিলেন শাহরুখকে ৷ অন্য সময় অভিনেতা ক্যামেরার সামনে পোজ দেন ৷ তবে এদিন তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, 'ডাঙ্কি' অভিনেতা চোখে অস্ত্রোপচারের জন্য বিদেশে যাচ্ছেন ৷ তবে সেই খবরের সত্যতা জানা যায়নি ৷ কাজের দিকে নজর দিলে দেখা যায়, সুজয় ঘোষ পরিচালিত 'দ্য কিং' ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান ৷ সেই ছবিতে দেখা যাবে কন্যা সুহানা খান ও অভিষেক বচ্চনকেও ৷ যদিও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি ৷ তবে বিগবি অমিতাভ বচ্চন ইতিমধ্যেই ছেলে অভিষেককে এই বিষয়ে অভিনন্দন জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

হায়দরাবাদ, 1 অগস্ট: বিগত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, চোখের সমস্যার জন্য অস্ত্রোপচার করাচ্ছেন শাহরুখ খান৷ তিনি নাকি সেই কারণে আমেরিকাতে পাড়ি জমিয়েছেন ৷ এমন খবরে যখন সোশাল মিডিয়া ছয়লাপ, সেই সময়ে বুধবার রাতে মুম্বইয়ে জন্মদিনের পার্টিতে দেখা গেল 'জওয়ান' অভিনেতাকে ৷ পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন কিং খান ৷ চোখে ছিল কালো রঙের চশমা ৷ যা দেখে অনুরাগীদের মনে জেগেছে কৌতুহল ৷ তাহলে কি বাদশার চোখে অস্ত্রোপচার হয়েছে নাকি পুরোটাই গুজব? সোশাল মিডিয়ায় ভাইরাল বাদশার সেই ভিডিয়ো ৷

পার্টিতে হাজির 'পাঠান' অভিনেতা শাহরুখ (ইটিভি ভারত)

এদিন অভিনেতাকে দেখা যায় শহরের এক রেস্টুরেন্টে ৷ যেখানে আয়োজন করা হয় 'ফাইটার', 'ওয়ার', 'পাঠান' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের জন্মদিনের সেলিব্রেশন পার্টি ৷ 'পাঠান' অভিনেতাকে এদিন দেখা যায় খোশ মেজাজে ৷ পরনে ছিল কালো রঙের টি-শার্ট ৷ চোখে সানগ্লাস ৷ শুধু তাই নয়, এদিন রেস্টুরেন্টের পিছনের গেট দিয়ে প্রবেশ করেন এসআরকে ৷ তবে তিনি পাপারাৎজিদের চোখে ধুলো দিতে পারেননি ৷ ঠিক সময়ে পাপারাৎজিরা হাজির হতেই ফ্রেমবন্দি হন বাদশা ৷

পুরো ভিডিয়োতে দেখা গিয়েছে, বডিগার্ডরা ঘিরে রেখেছিলেন শাহরুখকে ৷ অন্য সময় অভিনেতা ক্যামেরার সামনে পোজ দেন ৷ তবে এদিন তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই শোনা গিয়েছিল, 'ডাঙ্কি' অভিনেতা চোখে অস্ত্রোপচারের জন্য বিদেশে যাচ্ছেন ৷ তবে সেই খবরের সত্যতা জানা যায়নি ৷ কাজের দিকে নজর দিলে দেখা যায়, সুজয় ঘোষ পরিচালিত 'দ্য কিং' ছবির শুটিং শুরু করবেন শাহরুখ খান ৷ সেই ছবিতে দেখা যাবে কন্যা সুহানা খান ও অভিষেক বচ্চনকেও ৷ যদিও অফিসিয়াল ঘোষণা সামনে আসেনি ৷ তবে বিগবি অমিতাভ বচ্চন ইতিমধ্যেই ছেলে অভিষেককে এই বিষয়ে অভিনন্দন জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.