ETV Bharat / entertainment

বিয়ের পরপরই সুখবর দিলেন সন্দীপ্তা, শেয়ার করলেন ছবিও - সন্দীপ্তা সেন

Sandipta Sen: বিয়ের পর দুই মাস এখনও পূরণ হয়নি ৷ এর মধ্যেই বড় একটা সুখবর দিলেন সন্দীপ্তা সেন ৷ একইসঙ্গে তিনি শেয়ার করেছেন কিছু ছবিও ৷ কী জানিয়েছেন তিনি, দেখে নিন ৷

ETv BHARAT
ETv BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 8:07 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: বিয়ে হয়েছে এখনও দু'মাস হয়নি ৷ ডিসেম্বরের শুরুতে প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ৷ তবে কাজের চাপে দম ফেলার ফুরসৎ নেই ৷ কোনওরকমে ছোট করে পাহাড়ে একটা হানিমুন সেরে এসেছেন ৷ আর ফিরেই লেগে পড়েছেন কাজে ৷ বৃহস্পতিবার সুখবরটা দিলেন সন্দীপ্তা ৷ জানালেন, খুব শিগগিরই বড় পর্দায় আসতে চলেছেন তিনি ৷ তাঁর দ্বিতীয় ছবি 'আপিস' শুটিং সবে শেষ হয়েছে ৷ ছবির কুশীলবদের সঙ্গে তাঁর নানা ভালো লাগার মুহূর্ত নিজের সোশাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷

ইনস্টাগ্রামের পাতায় সন্দীপ্তা সেন জানিয়েছেন যে, তিনি সম্প্রতি তাঁর দ্বিতীয় ছবির শুটিংয়ের কাজ শেষ করেছেন । সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর পরিচালনাতে তিনি অভিনয় করছেন 'আপিস' ছবিতে । বাণী বসুর কাহিনি অবলম্বনে এই ছবি । সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । দুই নারীর গল্প নিয়েই এই ছবির নির্মাণ । দুই নারী চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী এবং সন্দীপ্তা সেনকে । ছবিতে সন্দীপ্তা সেনের চরিত্রের নাম জয়িতা সান্যাল । এই ছবিতে সন্দীপ্তা সেনের স্বামীর চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দকে ।

Sandipta Sen
সুদীপ্তা ও সন্দীপ্তা

সন্দীপ্তা নিজের সামাজিক মাধ্যমে এই ছবির কুশীলবদের নিয়ে তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ আর ক্যাপশনে লিখেছেন, "আমি হীরালাল দেখার পর থেকেই কিঞ্জলের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলাম । সত্যিই কী ভালো অভিনয় করে । এই ছবিতে আমার তিন বছরের একটা পুচকি মেয়ে আছে । যাকে অলরেডি আমি খুব মিস করছি । হেমা মুন্সি দি'র সঙ্গেও কত বছর পর কাজ হল । দারুণ একজন মানুষ হেমাদি ।"

Sandipta Sen
আসছে দ্বিতীয় ছবি

সন্দীপ্তা আরও লিখেছেন, "রানাদা আর সুদেষ্ণাদি'র সঙ্গে আমার দ্বিতীয় কাজ এটা । কী যে ভালো লাগে তোমাদের সঙ্গে কাজ করতে । কত সহজে কাজ হয়ে যায় ।..."

সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কাজ করেও বেশ আনন্দিত সন্দীপ্তা ৷ তিনি লিখেছেন, "ফাইনালি একসঙ্গে কাজ করলাম সুদীপ্তাদি'র সঙ্গে । খুব এক্সাইটেড ছিলাম সুদীপ্তাদি'র সঙ্গে কাজ নিয়ে । কত কিছু শিখতে পারলাম ।"

উল্লেখ্য, সন্দিপ্তা সেনের বড় পর্দা প্রথম ছবি 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'৷ এ ছাড়াও নানা ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে ৷ দিনকয়েক আগেই তাঁর ওয়েব সিরিজ বোধন 2 নজর কেড়েছে দর্শকদের ৷

আরও পড়ুন:

  1. মনের মানুষ সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা
  2. বিয়ের বাকি একসপ্তাহ, মনপসন্দ জিনিস এখনও কেনা হয়নি সন্দীপ্তার
  3. Durga Puja 2023: পুজোয় অনেক বছর পর সন্দীপ্তা এবার কলকাতাতে, কী প্ল্যানিং ?

কলকাতা, 1 ফেব্রুয়ারি: বিয়ে হয়েছে এখনও দু'মাস হয়নি ৷ ডিসেম্বরের শুরুতে প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ৷ তবে কাজের চাপে দম ফেলার ফুরসৎ নেই ৷ কোনওরকমে ছোট করে পাহাড়ে একটা হানিমুন সেরে এসেছেন ৷ আর ফিরেই লেগে পড়েছেন কাজে ৷ বৃহস্পতিবার সুখবরটা দিলেন সন্দীপ্তা ৷ জানালেন, খুব শিগগিরই বড় পর্দায় আসতে চলেছেন তিনি ৷ তাঁর দ্বিতীয় ছবি 'আপিস' শুটিং সবে শেষ হয়েছে ৷ ছবির কুশীলবদের সঙ্গে তাঁর নানা ভালো লাগার মুহূর্ত নিজের সোশাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী ৷

ইনস্টাগ্রামের পাতায় সন্দীপ্তা সেন জানিয়েছেন যে, তিনি সম্প্রতি তাঁর দ্বিতীয় ছবির শুটিংয়ের কাজ শেষ করেছেন । সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহর পরিচালনাতে তিনি অভিনয় করছেন 'আপিস' ছবিতে । বাণী বসুর কাহিনি অবলম্বনে এই ছবি । সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত । দুই নারীর গল্প নিয়েই এই ছবির নির্মাণ । দুই নারী চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তী এবং সন্দীপ্তা সেনকে । ছবিতে সন্দীপ্তা সেনের চরিত্রের নাম জয়িতা সান্যাল । এই ছবিতে সন্দীপ্তা সেনের স্বামীর চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দকে ।

Sandipta Sen
সুদীপ্তা ও সন্দীপ্তা

সন্দীপ্তা নিজের সামাজিক মাধ্যমে এই ছবির কুশীলবদের নিয়ে তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ৷ আর ক্যাপশনে লিখেছেন, "আমি হীরালাল দেখার পর থেকেই কিঞ্জলের সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলাম । সত্যিই কী ভালো অভিনয় করে । এই ছবিতে আমার তিন বছরের একটা পুচকি মেয়ে আছে । যাকে অলরেডি আমি খুব মিস করছি । হেমা মুন্সি দি'র সঙ্গেও কত বছর পর কাজ হল । দারুণ একজন মানুষ হেমাদি ।"

Sandipta Sen
আসছে দ্বিতীয় ছবি

সন্দীপ্তা আরও লিখেছেন, "রানাদা আর সুদেষ্ণাদি'র সঙ্গে আমার দ্বিতীয় কাজ এটা । কী যে ভালো লাগে তোমাদের সঙ্গে কাজ করতে । কত সহজে কাজ হয়ে যায় ।..."

সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে কাজ করেও বেশ আনন্দিত সন্দীপ্তা ৷ তিনি লিখেছেন, "ফাইনালি একসঙ্গে কাজ করলাম সুদীপ্তাদি'র সঙ্গে । খুব এক্সাইটেড ছিলাম সুদীপ্তাদি'র সঙ্গে কাজ নিয়ে । কত কিছু শিখতে পারলাম ।"

উল্লেখ্য, সন্দিপ্তা সেনের বড় পর্দা প্রথম ছবি 'দ্য একেন: রুদ্ধশ্বাস রাজস্থান'৷ এ ছাড়াও নানা ওয়েব সিরিজে তাঁর অভিনয় দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে ৷ দিনকয়েক আগেই তাঁর ওয়েব সিরিজ বোধন 2 নজর কেড়েছে দর্শকদের ৷

আরও পড়ুন:

  1. মনের মানুষ সৌম্যর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন সন্দীপ্তা
  2. বিয়ের বাকি একসপ্তাহ, মনপসন্দ জিনিস এখনও কেনা হয়নি সন্দীপ্তার
  3. Durga Puja 2023: পুজোয় অনেক বছর পর সন্দীপ্তা এবার কলকাতাতে, কী প্ল্যানিং ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.