ETV Bharat / entertainment

সলমন খানের ইদি! অ্যাটলীর সঙ্গে জুটি বাঁধছেন ভাইজান? উচ্ছ্বসিত অনুরাগীরা - Salman Khan With Atlee - SALMAN KHAN WITH ATLEE

Salman Khan and director Atlee: বলিউড সুপারস্টার সলমন খান অনুরাগীদের জানালেন ঈদের শুভেচ্ছা ৷ পাশাপাশি বান্দ্রার ব্যালকনিতে বসে শেয়ার করলেন নতুন একটি ছবি ৷ জল্পনা, অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে পারেন বলিউডের ভাইজান ৷

Salman Khan and director Atlee Kumar
অ্যাটলীর সঙ্গে জুটি বাঁধছেন ভাইজান? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 17, 2024, 7:01 PM IST

হায়দরাবাদ, 17 জুন: ঈদের দিন পরিবারের সঙ্গে নিজস্ব সময় কাটাতে ব্যস্ত সলমন খান ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল নেটদুনিয়ায় ৷ সেই ছবির মধ্য দিয়েই সকল অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান ৷ পাশাপাশি, অ্যাটলীর সঙ্গে সলমনের পরবর্তী ছবি নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷

সলমন খানের বহু প্রতীক্ষীত ছবি 'সিকন্দর'-এর শুটিং শুরু হতে চলেছে 18 জুন থেকে ৷ এআর মুরুগাদোসের সঙ্গে জুটি বেঁধেছেন ভাইজান ৷ এই ছবির পাশাপাশি 'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলীর সঙ্গেও জুটি বাঁধবেন বলে খবর ছড়িয়েছে নেটপাড়ায় ৷ সূত্রের খবর, জওয়ান ছবির হাত ধরে বলিউডে ব্যাপক ছাপ ফেলেছেন অ্যাটলী ৷ শোনা যাচ্ছে, অ্যাটলীর পরবর্তী ছবি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে হওয়ার কথা থাকলেও এই মুহূর্তে তা পিছিয়ে গিয়েছে ৷

অন্যদিকে, শাহরুখ খানের পর বলিউডের আর এক খান সলমন খানের সঙ্গে অ্যাকশনধর্মী ছবি করতে প্রস্তুত অ্যাটলী ৷ আল্লু অর্জুনের সঙ্গে কাজ পিছিয়ে যাওয়ার কারণ জানা যায়নি ৷ তবে অনুরাগীদের অনুমান, পুষ্পা 2 নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন আল্লু ৷ এখনও পর্যন্ত শেষ হয়নি ছবির শুটিং ৷ পিছিয়ে গিয়েছে 'পুষ্পা 2' মুক্তির তারিখও ৷ ফলে শুটিং ও প্রোমোশন নিয়ে আগামী বেশ কিছু সময় ব্যস্ত থাকবেন দক্ষিণী তারকা ৷

সান পিকচার্স প্রযোজনা সংস্থার তরফে সলমন খান ও অ্যাটলীর ছবি নিয়ে কানাঘুষো শোনা গেলেও, সেই খবরের সত্যতা কতটা, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তবে এই খবরে খুশি অনুরাগীরা ৷ তাঁরা ইতিমধ্যেই নতুন একটি পোস্টার সামনে এনেও ফেলেছেন ৷ এখন দেখার, এই গুজব কতটা সত্যি হয় ৷

হায়দরাবাদ, 17 জুন: ঈদের দিন পরিবারের সঙ্গে নিজস্ব সময় কাটাতে ব্যস্ত সলমন খান ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করেছেন, যা ভাইরাল নেটদুনিয়ায় ৷ সেই ছবির মধ্য দিয়েই সকল অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান ৷ পাশাপাশি, অ্যাটলীর সঙ্গে সলমনের পরবর্তী ছবি নিয়েও শুরু হয়েছে জল্পনা ৷

সলমন খানের বহু প্রতীক্ষীত ছবি 'সিকন্দর'-এর শুটিং শুরু হতে চলেছে 18 জুন থেকে ৷ এআর মুরুগাদোসের সঙ্গে জুটি বেঁধেছেন ভাইজান ৷ এই ছবির পাশাপাশি 'জওয়ান' খ্যাত পরিচালক অ্যাটলীর সঙ্গেও জুটি বাঁধবেন বলে খবর ছড়িয়েছে নেটপাড়ায় ৷ সূত্রের খবর, জওয়ান ছবির হাত ধরে বলিউডে ব্যাপক ছাপ ফেলেছেন অ্যাটলী ৷ শোনা যাচ্ছে, অ্যাটলীর পরবর্তী ছবি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে হওয়ার কথা থাকলেও এই মুহূর্তে তা পিছিয়ে গিয়েছে ৷

অন্যদিকে, শাহরুখ খানের পর বলিউডের আর এক খান সলমন খানের সঙ্গে অ্যাকশনধর্মী ছবি করতে প্রস্তুত অ্যাটলী ৷ আল্লু অর্জুনের সঙ্গে কাজ পিছিয়ে যাওয়ার কারণ জানা যায়নি ৷ তবে অনুরাগীদের অনুমান, পুষ্পা 2 নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন আল্লু ৷ এখনও পর্যন্ত শেষ হয়নি ছবির শুটিং ৷ পিছিয়ে গিয়েছে 'পুষ্পা 2' মুক্তির তারিখও ৷ ফলে শুটিং ও প্রোমোশন নিয়ে আগামী বেশ কিছু সময় ব্যস্ত থাকবেন দক্ষিণী তারকা ৷

সান পিকচার্স প্রযোজনা সংস্থার তরফে সলমন খান ও অ্যাটলীর ছবি নিয়ে কানাঘুষো শোনা গেলেও, সেই খবরের সত্যতা কতটা, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷ তবে এই খবরে খুশি অনুরাগীরা ৷ তাঁরা ইতিমধ্যেই নতুন একটি পোস্টার সামনে এনেও ফেলেছেন ৷ এখন দেখার, এই গুজব কতটা সত্যি হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.