ETV Bharat / entertainment

অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ মাতাতে জামনগরে টিম রিহানা - Anant Radhika pre wedding

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Event: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবের আয়োজন প্রায় শেষ পর্যায়ে ৷ ইতিমধ্যেই জামনগরে পৌঁছতে শুরু করেছে সেলেবরা ৷ বুধবার পৌঁছে গিয়েছে গায়িকা রিহানার দল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 8:05 PM IST

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব ৷ চলবে 3 মার্চ পর্যন্ত । এই তিন দিন ধরে সেখানে তারকার মেলা বসছে ৷ পাঁচটি জমকালো অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ৷ তার মধ্যে একটিতে পারফর্ম করবেন পপ গায়িকা রিহানা ৷ এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই গুজরাতের জামনগরে পৌঁছেছে রিহানার দল ।

ইনস্টাগ্রামে এক পাপারাৎজির অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিয়োতে রিহানার দলকে জামনগর বিমানবন্দরে দেখা গিয়েছে । সেই দলে একজনকে দেখে মনে হয়েছে তিনি আয়া, তাঁকে একটি শিশুর স্ট্রলারের সঙ্গে দেখা গিয়েছে ৷ তাঁকে চারপাশে ঘিরে রেখেছিলেন অন্যান্যরা ৷ রিহানা ছাড়াও অভিষেক বচ্চন, অগস্ত্য নন্দা, মানুশি চিল্লার এবং অন্যান্য আরও অনেক সেলেব বুধবার জামনগরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে ৷

আজ সকালের দিকে অভিষেক বচ্চনকে তাঁর ভাগ্নে অগস্ত্য নন্দার সঙ্গে গুজরাত যাওয়ার পথে কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছে । জিন্সের সঙ্গে একটি গোলাপি জ্যাকেটে বেশ মানিয়েছিল অভিষেককে ৷ অন্যদিকে, অগস্ত্যকে একটি বেইজ জ্যাকেট, জিন্সের সঙ্গে একটি কালো টুপি পরতে দেখা গিয়েছে । কালো একটি পোশাকে মোহময়ী রূপে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লরকেও ৷

প্রি-ওয়েডিং সেলিব্রেশনের প্রতিটি রাতে একটি আলাদা থিম থাকবে । প্রথম রাতের থিম হল 'অ্যান ইভনিং ইন এভারল্যান্ড'৷ এ দিন অতিথিদের মার্জিত ককটেল পোশাক পরার আহ্বান জানানো হয়েছে । পরের দিনের জন্য থিম হল 'আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড'৷ সে দিনের ড্রেস কোড 'জঙ্গল ফিভার'৷ শহরে আম্বানিদের পশু উদ্ধার কেন্দ্রের মধ্যে তার সেট করা হয়েছে ।

উত্সবে তার পরের দিনের থিম 'মেলা রুজ'৷ সেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় ক্রিয়াকলাপ প্রদর্শন করবেন ৷ এখানে অংশগ্রহণকারীরা তাঁদের পছন্দের পোশাক পরতে পারবেন ৷ আর ফাইনালের দিন দুটি ইভেন্ট হবে- 'টাসকার ট্রেইল' ও 'হস্তাক্ষর'। প্রথমটি আউটডোরে অনুষ্ঠিত হবে, যা অতিথিদের জামনগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেবে ৷ আর শেষ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পরতে হবে 'ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক'৷

আরও পড়ুন:

  1. খাবারে 2500 পদ, অম্বানির ছোট ছেলের প্রি-ওয়েডিংয়ের মেনু হরেক রকম
  2. দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে তাপসী, পাত্র কে?
  3. মেয়ে ভামিকার সঙ্গে ফুড ডেটে কোহলি, ভাইরাল ছবি

হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: সামনের মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসব ৷ চলবে 3 মার্চ পর্যন্ত । এই তিন দিন ধরে সেখানে তারকার মেলা বসছে ৷ পাঁচটি জমকালো অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ৷ তার মধ্যে একটিতে পারফর্ম করবেন পপ গায়িকা রিহানা ৷ এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই গুজরাতের জামনগরে পৌঁছেছে রিহানার দল ।

ইনস্টাগ্রামে এক পাপারাৎজির অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিয়োতে রিহানার দলকে জামনগর বিমানবন্দরে দেখা গিয়েছে । সেই দলে একজনকে দেখে মনে হয়েছে তিনি আয়া, তাঁকে একটি শিশুর স্ট্রলারের সঙ্গে দেখা গিয়েছে ৷ তাঁকে চারপাশে ঘিরে রেখেছিলেন অন্যান্যরা ৷ রিহানা ছাড়াও অভিষেক বচ্চন, অগস্ত্য নন্দা, মানুশি চিল্লার এবং অন্যান্য আরও অনেক সেলেব বুধবার জামনগরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে ৷

আজ সকালের দিকে অভিষেক বচ্চনকে তাঁর ভাগ্নে অগস্ত্য নন্দার সঙ্গে গুজরাত যাওয়ার পথে কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছে । জিন্সের সঙ্গে একটি গোলাপি জ্যাকেটে বেশ মানিয়েছিল অভিষেককে ৷ অন্যদিকে, অগস্ত্যকে একটি বেইজ জ্যাকেট, জিন্সের সঙ্গে একটি কালো টুপি পরতে দেখা গিয়েছে । কালো একটি পোশাকে মোহময়ী রূপে দেখা গিয়েছে প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লরকেও ৷

প্রি-ওয়েডিং সেলিব্রেশনের প্রতিটি রাতে একটি আলাদা থিম থাকবে । প্রথম রাতের থিম হল 'অ্যান ইভনিং ইন এভারল্যান্ড'৷ এ দিন অতিথিদের মার্জিত ককটেল পোশাক পরার আহ্বান জানানো হয়েছে । পরের দিনের জন্য থিম হল 'আ ওয়াক অন দ্য ওয়াইল্ডসাইড'৷ সে দিনের ড্রেস কোড 'জঙ্গল ফিভার'৷ শহরে আম্বানিদের পশু উদ্ধার কেন্দ্রের মধ্যে তার সেট করা হয়েছে ।

উত্সবে তার পরের দিনের থিম 'মেলা রুজ'৷ সেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী দক্ষিণ এশীয় ক্রিয়াকলাপ প্রদর্শন করবেন ৷ এখানে অংশগ্রহণকারীরা তাঁদের পছন্দের পোশাক পরতে পারবেন ৷ আর ফাইনালের দিন দুটি ইভেন্ট হবে- 'টাসকার ট্রেইল' ও 'হস্তাক্ষর'। প্রথমটি আউটডোরে অনুষ্ঠিত হবে, যা অতিথিদের জামনগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেবে ৷ আর শেষ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে পরতে হবে 'ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক'৷

আরও পড়ুন:

  1. খাবারে 2500 পদ, অম্বানির ছোট ছেলের প্রি-ওয়েডিংয়ের মেনু হরেক রকম
  2. দীর্ঘদিনের সম্পর্কে সিলমোহর দিয়ে বিয়ের পিঁড়িতে তাপসী, পাত্র কে?
  3. মেয়ে ভামিকার সঙ্গে ফুড ডেটে কোহলি, ভাইরাল ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.