ETV Bharat / entertainment

সাহিত্যের সেরা সময়ে এবার আসছে 'বউচুরি', নতুন মেগার শো-টাইম কখন ? - Bengali Serial Bouchuri

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 2:17 PM IST

Prabhatkumar Mukhopadhyay Novel: প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস 'বউচুরি' এবার ছোটপর্দায় ৷ বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাজর্ষি মুখোপাধ্যায় (বিধু), বহ্নি চক্রবর্তী (মধু), অয়ন্যা চট্টোপাধ্যায় (মন্দাকিনী), রিয়াজ লস্কর (অনাথ)-সহ অন্যান্যরা ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

কলকাতা, 3 অগস্ট: চারদিকে যখন বিয়ে ভাঙার খবর, তখন নিজের বউকে নিয়েই পালিয়ে গেল 'বউচুরি' গল্পের নায়ক 'অনাথ' থুড়ি রিয়াজ লস্কর। গ্লপটা যাঁরা পড়েছেন তাঁরা জানেন। তবে, ছোটপর্দায় এবার দেখে নেওয়ার পালা।

গল্পের দিকে তাকালে দেখা যায়, জমিদার বিধূভূষণের বাড়িতে খবর এসেছে তাঁর ছোট ছেলে অনাথ কলকাতায় পড়তে গিয়ে ব্রাহ্মদের খপ্পড়ে পড়েছে। ছেলেকে বশ করতে বাড়ির লোক তাঁকে মিথ্যে অছিলায় ডেকে এনে বিয়ে দেয় পিতৃবন্ধুর ভাইজি মন্দাকিনীর সঙ্গে। এদিকে অনাথের বিশ্বাস, সে ভালোবাসে ব্রাহ্ম ঘরের মেয়ে ইন্দুবালাকে। মন্দাকিনীর সঙ্গে বিয়ে হলেও ইন্দুবালার দাদা হেমন্তের কথায়, অনাথ বিশ্বাস করে যে ভালোবাসা ছাড়া এই বিয়ের একটাই অর্থ, মন্দাকিনী তার বোন।

Prabhatkumar Mukhopadhyay Novel
নতুন মেগার শো-টাইম কখন ? (ইটিভি ভারত)

আর এই 'বিশেষ ভগিনী'টিকে একবার কলকাতায় নিয়ে গিয়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত করে অন্য পাত্রস্থ করতে পারলেই তার জীবন ইন্দুময়। বাড়ির লোককে রাজি করতে না-পেরে শেষে অনাথ নিজের ঘরেই চুরি করে। যাকে বলে বউচুরি। কী ঘটে এরপরে? জানা যাবে 'সাহিত্যের সেরা সময়ে'।

  • 'বউচুরি'র পরিচালনা করছেন বিজয় জানা।
  • চিত্রনাট্য লিখছেন মৌমিতা করগুপ্ত , সংলাপে শাঁওলি ৷
  • বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাজর্ষি মুখোপাধ্যায় (বিধু), বহ্নি চক্রবর্তী (মধু), অয়ন্যা চট্টোপাধ্যায় (মন্দাকিনী), রিয়াজ লস্কর (অনাথ), তানিশকা তিওয়ারি (নগেন্দ্রবালা), দীপঞ্জালি মুখার্জি (হরিমতি), কেশব ভট্টাচার্য (আলোক)-সহ আরও অনেকে ৷
    Prabhatkumar Mukhopadhyay Novel
    বউচুরি (ইটিভি ভারত)
  • বাংলা টেলিভিশনের সাহিত্যপ্রেমী দর্শকের কাছে 'সাহিত্যের সেরা সময়' সর্বকালের সেরা একটি বিনোদন।
  • কালজয়ী উপন্যাসের চরিত্রগুলিকে চাক্ষুষ করার অন্যতম মাধ্যম এই সাহিত্যের সেরা সময়।
  • 5 অগস্ট থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে 7 টায় দেখুন (বউচুরি) ৷

কলকাতা, 3 অগস্ট: চারদিকে যখন বিয়ে ভাঙার খবর, তখন নিজের বউকে নিয়েই পালিয়ে গেল 'বউচুরি' গল্পের নায়ক 'অনাথ' থুড়ি রিয়াজ লস্কর। গ্লপটা যাঁরা পড়েছেন তাঁরা জানেন। তবে, ছোটপর্দায় এবার দেখে নেওয়ার পালা।

গল্পের দিকে তাকালে দেখা যায়, জমিদার বিধূভূষণের বাড়িতে খবর এসেছে তাঁর ছোট ছেলে অনাথ কলকাতায় পড়তে গিয়ে ব্রাহ্মদের খপ্পড়ে পড়েছে। ছেলেকে বশ করতে বাড়ির লোক তাঁকে মিথ্যে অছিলায় ডেকে এনে বিয়ে দেয় পিতৃবন্ধুর ভাইজি মন্দাকিনীর সঙ্গে। এদিকে অনাথের বিশ্বাস, সে ভালোবাসে ব্রাহ্ম ঘরের মেয়ে ইন্দুবালাকে। মন্দাকিনীর সঙ্গে বিয়ে হলেও ইন্দুবালার দাদা হেমন্তের কথায়, অনাথ বিশ্বাস করে যে ভালোবাসা ছাড়া এই বিয়ের একটাই অর্থ, মন্দাকিনী তার বোন।

Prabhatkumar Mukhopadhyay Novel
নতুন মেগার শো-টাইম কখন ? (ইটিভি ভারত)

আর এই 'বিশেষ ভগিনী'টিকে একবার কলকাতায় নিয়ে গিয়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত করে অন্য পাত্রস্থ করতে পারলেই তার জীবন ইন্দুময়। বাড়ির লোককে রাজি করতে না-পেরে শেষে অনাথ নিজের ঘরেই চুরি করে। যাকে বলে বউচুরি। কী ঘটে এরপরে? জানা যাবে 'সাহিত্যের সেরা সময়ে'।

  • 'বউচুরি'র পরিচালনা করছেন বিজয় জানা।
  • চিত্রনাট্য লিখছেন মৌমিতা করগুপ্ত , সংলাপে শাঁওলি ৷
  • বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাজর্ষি মুখোপাধ্যায় (বিধু), বহ্নি চক্রবর্তী (মধু), অয়ন্যা চট্টোপাধ্যায় (মন্দাকিনী), রিয়াজ লস্কর (অনাথ), তানিশকা তিওয়ারি (নগেন্দ্রবালা), দীপঞ্জালি মুখার্জি (হরিমতি), কেশব ভট্টাচার্য (আলোক)-সহ আরও অনেকে ৷
    Prabhatkumar Mukhopadhyay Novel
    বউচুরি (ইটিভি ভারত)
  • বাংলা টেলিভিশনের সাহিত্যপ্রেমী দর্শকের কাছে 'সাহিত্যের সেরা সময়' সর্বকালের সেরা একটি বিনোদন।
  • কালজয়ী উপন্যাসের চরিত্রগুলিকে চাক্ষুষ করার অন্যতম মাধ্যম এই সাহিত্যের সেরা সময়।
  • 5 অগস্ট থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে 7 টায় দেখুন (বউচুরি) ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.