ETV Bharat / entertainment

পরিচারককে জুতো মেরে 'সাফাই' বিখ্যাত গায়কের, ভিডিয়ো ভাইরাল - রাহাত ফতেহ আলি খান

Rahat Fateh Ali Khan: প্রথমে বকাবকি, তারপরেই গায়ে হাত ৷ এরপর সরাসরি জুতো দিয়ে পরিচারককে সবার সামনে বেধড়ক মারলেন পাকিস্তানের বিখ্য়াত গায়ক রাহাত ফতেহ আলি খান ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দার ঝড় সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
পরিচারককে জুতো মেরে সাফাই রাহাত ফতেহ আলি খানের
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 9:36 AM IST

Updated : Jan 28, 2024, 12:59 PM IST

ইসলামাবাদ, 28 জানুয়ারি: যাঁর গানের কদর বিশ্বজুড়ে এবার সেই সদাহাস্য গায়কের নিন্দাজনক ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ বাড়ির পরিচারককে কার্যত জুতোপেটা করলেন পাকিস্তানের বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলি খান ৷ ভিডিয়োটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তা দেখেই গায়কের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

তবে এই ঘটনার পর আত্মপক্ষ সমর্থনে ময়দানে নেমে সাফাই দিতে দেখা গিয়েছে খোদ গায়ককেই ৷ সেই পরিচারক ও তার বাবাকে সঙ্গে নিয়ে ভিডিয়ো বার্তায় রাহাত বলেছেন, "যেমন ভালোবাসি তেমন শাস্তিও দিই ৷ এটিকে বড় করে দেখানোর চেষ্টা চলছে ৷ ভালোবাসার সম্পর্কে এই ধরনের বিষয় ঘটেই , ভিডিয়োটি আমারই, ওকে আমি শিষ্যের মতোই দেখি ৷"

এখানেই শেষ নয়, পরিচারককেও এই বিষয়ে বলতে বলেন রাহাত ৷ যেখানে সেই পরিচারক বলেন, "বিষয়টিকে এতটা গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই ৷" একই কথা শোনা যায় পরিচারকের বাবার মুখেও ৷ গোটা বিষয়টি পাকিস্তানের সামা টিভিতে সম্প্রচারিত হয় ৷ তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ যেখানে গায়কের ব্যবহারের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে ৷ সোশাল মিডিয়াতেও নিন্দার মুখে রাহাত ৷ অনেকেই বিষয়টিকে 'টাকার অহঙ্কার' বলেও ব্যক্ত করেছেন ৷

রাহাত ফতেহ আলি খান বরাবরই এক বিতর্কিত ব্যক্তি ৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ উঠেছে ৷ তবে এই বার পাকিস্তানের সামা টিভির সম্প্রচারিত এই খবরে কার্যত হতবাক রাহাত ভক্তরা ৷ বিশ্বজুড়ে যাঁর গান সমাদৃত, যাঁর মনোমুগ্ধকর ব্যবহার মন জয় করে ভক্তদের, সেখানে প্রিয় গায়কের এই 'অমানবিক' ব্যবহারে হতভম্ব সকলে ৷

এই দুর্ব্যবহারের পরও যেভাবে রাহাত সাফাই দিয়েছেন তাতেও প্রশ্ন উঠেছে ৷ মারধর করার পর কোন যুক্তিতে তিনি সাফাই দিয়েছেন সেই প্রশ্নই বারবার উঠছে ।

আরও পড়ুন :

  1. রাম উৎসবের মাইক খুলতে এলে পুলিশের প্যান্ট খুলে নিন, নিদান দিলীপের
  2. বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের বিতর্কিত মন্তব্যে, প্রতিবাদে পথে নামছে তৃণমূল
  3. বাড়ি দেবেন মোদি, নিশ্চিন্তে একাধিক সন্তান নেওয়ার পরামর্শ রাজস্থানের মন্ত্রীর

ইসলামাবাদ, 28 জানুয়ারি: যাঁর গানের কদর বিশ্বজুড়ে এবার সেই সদাহাস্য গায়কের নিন্দাজনক ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ বাড়ির পরিচারককে কার্যত জুতোপেটা করলেন পাকিস্তানের বিখ্যাত গায়ক রাহাত ফতেহ আলি খান ৷ ভিডিয়োটি ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ তা দেখেই গায়কের বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

তবে এই ঘটনার পর আত্মপক্ষ সমর্থনে ময়দানে নেমে সাফাই দিতে দেখা গিয়েছে খোদ গায়ককেই ৷ সেই পরিচারক ও তার বাবাকে সঙ্গে নিয়ে ভিডিয়ো বার্তায় রাহাত বলেছেন, "যেমন ভালোবাসি তেমন শাস্তিও দিই ৷ এটিকে বড় করে দেখানোর চেষ্টা চলছে ৷ ভালোবাসার সম্পর্কে এই ধরনের বিষয় ঘটেই , ভিডিয়োটি আমারই, ওকে আমি শিষ্যের মতোই দেখি ৷"

এখানেই শেষ নয়, পরিচারককেও এই বিষয়ে বলতে বলেন রাহাত ৷ যেখানে সেই পরিচারক বলেন, "বিষয়টিকে এতটা গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজনীয়তা নেই ৷" একই কথা শোনা যায় পরিচারকের বাবার মুখেও ৷ গোটা বিষয়টি পাকিস্তানের সামা টিভিতে সম্প্রচারিত হয় ৷ তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ যেখানে গায়কের ব্যবহারের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে ৷ সোশাল মিডিয়াতেও নিন্দার মুখে রাহাত ৷ অনেকেই বিষয়টিকে 'টাকার অহঙ্কার' বলেও ব্যক্ত করেছেন ৷

রাহাত ফতেহ আলি খান বরাবরই এক বিতর্কিত ব্যক্তি ৷ তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগ উঠেছে ৷ তবে এই বার পাকিস্তানের সামা টিভির সম্প্রচারিত এই খবরে কার্যত হতবাক রাহাত ভক্তরা ৷ বিশ্বজুড়ে যাঁর গান সমাদৃত, যাঁর মনোমুগ্ধকর ব্যবহার মন জয় করে ভক্তদের, সেখানে প্রিয় গায়কের এই 'অমানবিক' ব্যবহারে হতভম্ব সকলে ৷

এই দুর্ব্যবহারের পরও যেভাবে রাহাত সাফাই দিয়েছেন তাতেও প্রশ্ন উঠেছে ৷ মারধর করার পর কোন যুক্তিতে তিনি সাফাই দিয়েছেন সেই প্রশ্নই বারবার উঠছে ।

আরও পড়ুন :

  1. রাম উৎসবের মাইক খুলতে এলে পুলিশের প্যান্ট খুলে নিন, নিদান দিলীপের
  2. বিবেকানন্দের বাণী নিয়ে সুকান্তের বিতর্কিত মন্তব্যে, প্রতিবাদে পথে নামছে তৃণমূল
  3. বাড়ি দেবেন মোদি, নিশ্চিন্তে একাধিক সন্তান নেওয়ার পরামর্শ রাজস্থানের মন্ত্রীর
Last Updated : Jan 28, 2024, 12:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.