হায়দরাবাদ, 12 ডিসেম্বর: ক্লাউড নাইনে রয়েছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ৷ ফাঁকা মাঠে একের পর এক গোল করে চলেছে তাঁদের ছবি 'পুষ্পা 2: দ্য রুল ৷' মাত্র এক সপ্তাহে ছবির ঝুলিতে যে পরিমাণ অর্থবৃষ্টি হয়েছে তার রেকর্ড ভাঙা অসাধ্য সাধনের মতো হবে ৷
ভারতীয় বক্সঅফিসে পুষ্পা ম্যাজিক
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে লাগামহীন ঘোড়ার মতো দৌড়চ্ছে পুষ্পা 2 ৷ বুধবার ছবির কালেকশনে জমা পড়েছে 42 কোটি টাকা ৷ সব মিলিয়ে ভারতে মোট আয়ের পরিমাণ 687 কোটি টাকা ৷ এরমধ্যে ছবির প্রিমিয়ারের দিন আয় হয় 10.65 কোটি টাকা ৷ প্রথম দিন আয় হয় 164.25 কোটি টাকা ৷ প্রথম শুক্রবার আয় হয় 93.8 কোটি টাকা ৷ যদিও ছবি মুক্তির পর প্রথম সোমবার আয় কিছুটা কমে হয় 64.45 কোটি টাকা ৷ মঙ্গলবার আয় কমে হয় 51 কোটি টাকা ৷
দিন | ভারতে মোট কালেকশন |
প্রিমিয়ার | 10.65 কোটি টাকা |
প্রথম দিন | 164.25 কোটি টাকা |
দ্বিতীয় দিন | 93.8 কোটি টাকা |
তৃতীয় দিন | 119.25 কোটি টাকা |
চতুর্থ দিন | 141.5 কোটি টাকা |
পঞ্চম দিন | 64.45 কোটি টাকা |
ষষ্ঠ দিন | 51.55 কোটি টাকা |
সপ্তম দিন | 42 কোটি টাকা (সম্ভাব্য অনুমান) |
মোট | 687 কোটি টাকা |
বিশ্বব্যাপি পুষ্পা 2 ছবির কালেকশন
THE BIGGEST INDIAN FILM rewrites history at the box office 💥💥💥#Pushpa2TheRule becomes the FASTEST INDIAN FILM to cross 1000 CRORES GROSS WORLDWIDE in 6 days❤🔥#PUSHPA2HitsFastest1000Cr
— Mythri Movie Makers (@MythriOfficial) December 11, 2024
Sukumar redefines commercial cinema 🔥
Book your tickets now!
🎟️… pic.twitter.com/GLsTv9LeGO
ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম কোনও ছবি যা দ্রুত 1000 কোটির ঘরে প্রবেশ করেছে ৷ এই রেকর্ড আগে ছিল বাহুবলি 2 : দ্য কনক্লুশন ছবির ৷ 10 দিনের মাথায় প্রভাসের ছবি প্রবেশ করেছিল হাজার কোটির ক্লাবে ৷ কল্কি 2898 এডি সেই এক হাজার কোটি আয় করে ছবির মুক্তির 16তম দিনে ৷ একই ভাবে কেজিএফ-2 ও আরআরআর-ও 16তম দিনে হাজার কোটি আয় করে ৷
WILDFIRE at the Box Office 🔥🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) December 11, 2024
1002 CRORES & counting ❤🔥#PUSHPA2HitsFastest1000Cr#Pushpa2TheRule#Pushpa2#WildFirePushpa pic.twitter.com/eeC3HIfbpX
অন্যদিকে, জওয়ান হাজার কোটি আয় করে 18তম দিনে ও পাঠান 1000 কোটির ঘরে ঢোকে 27 তম দিনে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে আল্লু অর্জুন অভিনীত ও সুকুমার পরিচালিত ছবি মাত্র 7 দিনে গ্লোবালি আয় করেছে 1,025 কোটি টাকা ৷
1002 CRORES 🔥
— Mythri Movie Makers (@MythriOfficial) December 11, 2024
RULING BOX OFFICE RECORDS 💥💥💥#PUSHPA2HitsFastest1000Cr#Pushpa2 #Pushpa2TheRule#WildFirePushpa pic.twitter.com/zNuSkqi8pR
রেকর্ড ভাঙল স্ত্রী ও ও কল্কি'র
সপ্তমদিনে ভারতে এই ছবি যে আয় করেছে তাতে পিছনে পরেছে কল্কি 2898 এডি ও শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাও অভিনীত স্ত্রী 2 ছবির কালেকশন ৷ এই দুটি ছবি সপ্তম দিনে ভারতে আয় করেছিল 600 কোটি টাকা ৷ তালিকায় পিছনে রইল রণবীর কাপুরে অ্যানিম্যাল (553.87 কোটি টাকা) ও শাহরুখ খানের জওয়ান (640.25 কোটি টাকা) ছবিও ৷
A thunderous and unforgettable performance @alluarjun!! Couldn't take my eyes off you on the screen ❤️❤️ So happy to see everyone celebrating the movie across the country! @iamRashmika you were phenomenal. Congratulations to #Sukumar @ThisIsDSP and the entire team of… pic.twitter.com/VcMxG5oLBA
— Venkatesh Daggubati (@VenkyMama) December 11, 2024
গ্লোবাল স্টেজে ছবির ওভারঅল কালেকশন দেখলে ছবিটা কিছুটা এই রকম ৷ মনে হচ্ছে গ্লোবাল হিসাবে পুষ্পা 2-র এই রেকর্ড ভাঙতে খুব বেশি সময় লাগবে না ৷
কল্কি 2898 এডি- 1,042 কোটি টাকা
জওয়ান- 1,152 কোটি টাকা
পাঠান- 1,050 কোটি টাকা
আরআরআর- 1,288 কোটি টাকা ৷
বক্সঅফিস ডেটা- স্যাকনিল্ক ও মাইথিরি মুভি মেকার্স