ETV Bharat / entertainment

'জওয়ান'-'স্ত্রী 2'কে ছাপিয়ে বক্সঅফিসে লাগামহীন ঘোড়া দৌড় 'পুষ্পা 2'র - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

বক্সঅফিসে 'পুষ্পা 2'কে ধরে রাখা মুশকিল ৷ সুকুমার পরিচালিত ছবির আয় ভারতে 687 কোটি টাকা ৷ গ্লোবালি আয় 1,025 কোটি টাকা ৷

Pushpa 2 Box Office Collection DAY 7
'পুষ্পা 2' বক্সঅফিস (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 12, 2024, 1:10 PM IST

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: ক্লাউড নাইনে রয়েছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ৷ ফাঁকা মাঠে একের পর এক গোল করে চলেছে তাঁদের ছবি 'পুষ্পা 2: দ্য রুল ৷' মাত্র এক সপ্তাহে ছবির ঝুলিতে যে পরিমাণ অর্থবৃষ্টি হয়েছে তার রেকর্ড ভাঙা অসাধ্য সাধনের মতো হবে ৷

ভারতীয় বক্সঅফিসে পুষ্পা ম্যাজিক

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে লাগামহীন ঘোড়ার মতো দৌড়চ্ছে পুষ্পা 2 ৷ বুধবার ছবির কালেকশনে জমা পড়েছে 42 কোটি টাকা ৷ সব মিলিয়ে ভারতে মোট আয়ের পরিমাণ 687 কোটি টাকা ৷ এরমধ্যে ছবির প্রিমিয়ারের দিন আয় হয় 10.65 কোটি টাকা ৷ প্রথম দিন আয় হয় 164.25 কোটি টাকা ৷ প্রথম শুক্রবার আয় হয় 93.8 কোটি টাকা ৷ যদিও ছবি মুক্তির পর প্রথম সোমবার আয় কিছুটা কমে হয় 64.45 কোটি টাকা ৷ মঙ্গলবার আয় কমে হয় 51 কোটি টাকা ৷

দিনভারতে মোট কালেকশন
প্রিমিয়ার10.65 কোটি টাকা
প্রথম দিন164.25 কোটি টাকা
দ্বিতীয় দিন93.8 কোটি টাকা
তৃতীয় দিন119.25 কোটি টাকা
চতুর্থ দিন141.5 কোটি টাকা
পঞ্চম দিন 64.45 কোটি টাকা
ষষ্ঠ দিন 51.55 কোটি টাকা
সপ্তম দিন42 কোটি টাকা (সম্ভাব্য অনুমান)
মোট687 কোটি টাকা

বিশ্বব্যাপি পুষ্পা 2 ছবির কালেকশন

ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম কোনও ছবি যা দ্রুত 1000 কোটির ঘরে প্রবেশ করেছে ৷ এই রেকর্ড আগে ছিল বাহুবলি 2 : দ্য কনক্লুশন ছবির ৷ 10 দিনের মাথায় প্রভাসের ছবি প্রবেশ করেছিল হাজার কোটির ক্লাবে ৷ কল্কি 2898 এডি সেই এক হাজার কোটি আয় করে ছবির মুক্তির 16তম দিনে ৷ একই ভাবে কেজিএফ-2 ও আরআরআর-ও 16তম দিনে হাজার কোটি আয় করে ৷

অন্যদিকে, জওয়ান হাজার কোটি আয় করে 18তম দিনে ও পাঠান 1000 কোটির ঘরে ঢোকে 27 তম দিনে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে আল্লু অর্জুন অভিনীত ও সুকুমার পরিচালিত ছবি মাত্র 7 দিনে গ্লোবালি আয় করেছে 1,025 কোটি টাকা ৷

রেকর্ড ভাঙল স্ত্রী ও ও কল্কি'র

সপ্তমদিনে ভারতে এই ছবি যে আয় করেছে তাতে পিছনে পরেছে কল্কি 2898 এডি ও শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাও অভিনীত স্ত্রী 2 ছবির কালেকশন ৷ এই দুটি ছবি সপ্তম দিনে ভারতে আয় করেছিল 600 কোটি টাকা ৷ তালিকায় পিছনে রইল রণবীর কাপুরে অ্যানিম্যাল (553.87 কোটি টাকা) ও শাহরুখ খানের জওয়ান (640.25 কোটি টাকা) ছবিও ৷

গ্লোবাল স্টেজে ছবির ওভারঅল কালেকশন দেখলে ছবিটা কিছুটা এই রকম ৷ মনে হচ্ছে গ্লোবাল হিসাবে পুষ্পা 2-র এই রেকর্ড ভাঙতে খুব বেশি সময় লাগবে না ৷

কল্কি 2898 এডি- 1,042 কোটি টাকা

জওয়ান- 1,152 কোটি টাকা

পাঠান- 1,050 কোটি টাকা

আরআরআর- 1,288 কোটি টাকা ৷

বক্সঅফিস ডেটা- স্যাকনিল্ক ও মাইথিরি মুভি মেকার্স

হায়দরাবাদ, 12 ডিসেম্বর: ক্লাউড নাইনে রয়েছেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ৷ ফাঁকা মাঠে একের পর এক গোল করে চলেছে তাঁদের ছবি 'পুষ্পা 2: দ্য রুল ৷' মাত্র এক সপ্তাহে ছবির ঝুলিতে যে পরিমাণ অর্থবৃষ্টি হয়েছে তার রেকর্ড ভাঙা অসাধ্য সাধনের মতো হবে ৷

ভারতীয় বক্সঅফিসে পুষ্পা ম্যাজিক

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী, বক্সঅফিসে লাগামহীন ঘোড়ার মতো দৌড়চ্ছে পুষ্পা 2 ৷ বুধবার ছবির কালেকশনে জমা পড়েছে 42 কোটি টাকা ৷ সব মিলিয়ে ভারতে মোট আয়ের পরিমাণ 687 কোটি টাকা ৷ এরমধ্যে ছবির প্রিমিয়ারের দিন আয় হয় 10.65 কোটি টাকা ৷ প্রথম দিন আয় হয় 164.25 কোটি টাকা ৷ প্রথম শুক্রবার আয় হয় 93.8 কোটি টাকা ৷ যদিও ছবি মুক্তির পর প্রথম সোমবার আয় কিছুটা কমে হয় 64.45 কোটি টাকা ৷ মঙ্গলবার আয় কমে হয় 51 কোটি টাকা ৷

দিনভারতে মোট কালেকশন
প্রিমিয়ার10.65 কোটি টাকা
প্রথম দিন164.25 কোটি টাকা
দ্বিতীয় দিন93.8 কোটি টাকা
তৃতীয় দিন119.25 কোটি টাকা
চতুর্থ দিন141.5 কোটি টাকা
পঞ্চম দিন 64.45 কোটি টাকা
ষষ্ঠ দিন 51.55 কোটি টাকা
সপ্তম দিন42 কোটি টাকা (সম্ভাব্য অনুমান)
মোট687 কোটি টাকা

বিশ্বব্যাপি পুষ্পা 2 ছবির কালেকশন

ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম কোনও ছবি যা দ্রুত 1000 কোটির ঘরে প্রবেশ করেছে ৷ এই রেকর্ড আগে ছিল বাহুবলি 2 : দ্য কনক্লুশন ছবির ৷ 10 দিনের মাথায় প্রভাসের ছবি প্রবেশ করেছিল হাজার কোটির ক্লাবে ৷ কল্কি 2898 এডি সেই এক হাজার কোটি আয় করে ছবির মুক্তির 16তম দিনে ৷ একই ভাবে কেজিএফ-2 ও আরআরআর-ও 16তম দিনে হাজার কোটি আয় করে ৷

অন্যদিকে, জওয়ান হাজার কোটি আয় করে 18তম দিনে ও পাঠান 1000 কোটির ঘরে ঢোকে 27 তম দিনে ৷ সেই জায়গায় দাঁড়িয়ে আল্লু অর্জুন অভিনীত ও সুকুমার পরিচালিত ছবি মাত্র 7 দিনে গ্লোবালি আয় করেছে 1,025 কোটি টাকা ৷

রেকর্ড ভাঙল স্ত্রী ও ও কল্কি'র

সপ্তমদিনে ভারতে এই ছবি যে আয় করেছে তাতে পিছনে পরেছে কল্কি 2898 এডি ও শ্রদ্ধা কাপুর-রাজকুমার রাও অভিনীত স্ত্রী 2 ছবির কালেকশন ৷ এই দুটি ছবি সপ্তম দিনে ভারতে আয় করেছিল 600 কোটি টাকা ৷ তালিকায় পিছনে রইল রণবীর কাপুরে অ্যানিম্যাল (553.87 কোটি টাকা) ও শাহরুখ খানের জওয়ান (640.25 কোটি টাকা) ছবিও ৷

গ্লোবাল স্টেজে ছবির ওভারঅল কালেকশন দেখলে ছবিটা কিছুটা এই রকম ৷ মনে হচ্ছে গ্লোবাল হিসাবে পুষ্পা 2-র এই রেকর্ড ভাঙতে খুব বেশি সময় লাগবে না ৷

কল্কি 2898 এডি- 1,042 কোটি টাকা

জওয়ান- 1,152 কোটি টাকা

পাঠান- 1,050 কোটি টাকা

আরআরআর- 1,288 কোটি টাকা ৷

বক্সঅফিস ডেটা- স্যাকনিল্ক ও মাইথিরি মুভি মেকার্স

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.