ETV Bharat / entertainment

আল্লু অর্জুনের গ্রেফতারি! প্রভাব পড়বে 'পুষ্পা 2'র বক্সঅফিসে ? - PUSHPA 2 BOX OFFICE COLLECTION

সন্ধ্যা থিয়েটারের ঘটনায় বিতর্কে জড়ান আল্লু অর্জুন ৷ একদিন রাত কাটাতে হয় জেলে ৷ অভিনেতার ব্যক্তিগত জীবনের প্রভাব পড়বে কি 'পুষ্পা 2' বক্সঅফিসে?

Etv Bharat
'পুষ্পা 2'র বক্সঅফিস (মুভি পোস্টার)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 2 hours ago

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: তরতরিয়ে এগোচ্ছিল বক্সঅফিস সূচক ৷ উর্দ্ধমুখী 'পুষ্পা 2' ছবির আয় ৷ তারমধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ৷ গ্রেফতার হন ছবির মুখ্য অভিনেতা আল্লু অর্জুন ৷ সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় একদিন জেলে রাত কাটানোর পর 50 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি ৷

অভিনেতার ব্যক্তিগত জীবনের প্রভাব পড়বে কি 'পুষ্পা 2: দ্য রুল' ছবির বক্সঅফিস কালেকশনে ৷ অষ্টমদিনেও ছবির আয় ভালোই ছিল ৷ ভারতে ইতিমধ্যেই আয়ের দিক থেকে সুকুমারের ছবি ছাপিয়ে গিয়েছে 'আরআরআর' ছবির কালেকশন ৷ নবম দিনে 'পুষ্পা'র বক্সঅফিসের হাল হকিকত কি? কি বলছে রিপোর্ট?

'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন (নবম দিন)

মূলত, ছবি মুক্তির পর থেকেই রকেট গতিতে এগোচ্ছে বক্সঅফিস আয় ৷ 2024 সালে দ্রুত 1000 কোটির ক্লাবে 'কল্কি 2898 এডি'-র পাশাপাশি প্রবেশ করেছে 'পুষ্পা 2'-ও ৷ ভারতেও ছবির আয় গিয়ে পৌঁছেছে 762.1 কোটি টাকায় ৷ নবম দিনে ছবির সম্ভাব্য আয়ের পরিমান 36.25 কোটি টাকা ৷ মজার বিষয়, ছবির বেশিরভাগ আয় আসছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া 'পুষ্পা 2'-র থেকে ৷ প্রথম সপ্তাহে একাধিক রেকর্ড ভাঙার 'পুষ্পা 2' প্রবেশ করেছে দ্বিতীয় সপ্তাহে ৷

দিন/সপ্তাহভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.25 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট762.1 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা- স্যাকনিল্ক)

অন্যদিকে গ্লোবালি পুষ্পা 2 ঘরে তুলে নিয়েছে 1 হাজার 100 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কেজিএফ: চ্যাপ্টার 2 ও আরআরআর ছবির গ্লোবাল কালেকশনকে ছাপিয়ে যাবে আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানার পাওযার প্যাকড ছবি৷

ট্রাজিক স্টার্ট, স্ট্রং সাপোর্ট

উল্লেখ্য, পুষ্পা 2 ছবির শুরুটা দুঃখের সঙ্গে হয় ৷ সন্ধ্যা হলে প্রিমিয়ার শো দুর্ভাগ্যবশত পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার ৷ তাঁর ছোট ছেলে গুরুতর আহত হয় ৷ এই ঘটনার কারণে গ্রেফতার হন আল্লু অর্জুন ৷ যদিও হল কর্তৃপক্ষের একটি চিঠি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যেখানে স্পষ্ট ভাষায় লেখা থাকে, পুষ্পা 2 প্রেক্ষাগৃহে আসবে সেই তথ্য তুলে ধরে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আবেদন করা হয়েছিল পুলিশের কাছে ৷

অন্যদিকে, আল্লু অর্জুন গ্রেফতার হতেই সরব হন নানি, বরুণ ধাওয়ান, রশ্মিকা মন্দানা ৷ এই মুহূর্তে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আল্লু অর্জুন ৷

হায়দরাবাদ, 14 ডিসেম্বর: তরতরিয়ে এগোচ্ছিল বক্সঅফিস সূচক ৷ উর্দ্ধমুখী 'পুষ্পা 2' ছবির আয় ৷ তারমধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ৷ গ্রেফতার হন ছবির মুখ্য অভিনেতা আল্লু অর্জুন ৷ সন্ধ্যা প্রেক্ষাগৃহের ঘটনায় একদিন জেলে রাত কাটানোর পর 50 হাজার টাকা ব্যক্তিগত বন্ডে হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি ৷

অভিনেতার ব্যক্তিগত জীবনের প্রভাব পড়বে কি 'পুষ্পা 2: দ্য রুল' ছবির বক্সঅফিস কালেকশনে ৷ অষ্টমদিনেও ছবির আয় ভালোই ছিল ৷ ভারতে ইতিমধ্যেই আয়ের দিক থেকে সুকুমারের ছবি ছাপিয়ে গিয়েছে 'আরআরআর' ছবির কালেকশন ৷ নবম দিনে 'পুষ্পা'র বক্সঅফিসের হাল হকিকত কি? কি বলছে রিপোর্ট?

'পুষ্পা 2' বক্সঅফিস কালেকশন (নবম দিন)

মূলত, ছবি মুক্তির পর থেকেই রকেট গতিতে এগোচ্ছে বক্সঅফিস আয় ৷ 2024 সালে দ্রুত 1000 কোটির ক্লাবে 'কল্কি 2898 এডি'-র পাশাপাশি প্রবেশ করেছে 'পুষ্পা 2'-ও ৷ ভারতেও ছবির আয় গিয়ে পৌঁছেছে 762.1 কোটি টাকায় ৷ নবম দিনে ছবির সম্ভাব্য আয়ের পরিমান 36.25 কোটি টাকা ৷ মজার বিষয়, ছবির বেশিরভাগ আয় আসছে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া 'পুষ্পা 2'-র থেকে ৷ প্রথম সপ্তাহে একাধিক রেকর্ড ভাঙার 'পুষ্পা 2' প্রবেশ করেছে দ্বিতীয় সপ্তাহে ৷

দিন/সপ্তাহভারতে নেট কালেকশন
প্রথম সপ্তাহ725.8 কোটি টাকা
নবম দিন36.25 কোটি টাকা (সম্ভাব্য আয়)
মোট762.1 কোটি টাকা

(বক্সঅফিস ডেটা- স্যাকনিল্ক)

অন্যদিকে গ্লোবালি পুষ্পা 2 ঘরে তুলে নিয়েছে 1 হাজার 100 কোটি টাকা ৷ মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি কেজিএফ: চ্যাপ্টার 2 ও আরআরআর ছবির গ্লোবাল কালেকশনকে ছাপিয়ে যাবে আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানার পাওযার প্যাকড ছবি৷

ট্রাজিক স্টার্ট, স্ট্রং সাপোর্ট

উল্লেখ্য, পুষ্পা 2 ছবির শুরুটা দুঃখের সঙ্গে হয় ৷ সন্ধ্যা হলে প্রিমিয়ার শো দুর্ভাগ্যবশত পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার ৷ তাঁর ছোট ছেলে গুরুতর আহত হয় ৷ এই ঘটনার কারণে গ্রেফতার হন আল্লু অর্জুন ৷ যদিও হল কর্তৃপক্ষের একটি চিঠি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যেখানে স্পষ্ট ভাষায় লেখা থাকে, পুষ্পা 2 প্রেক্ষাগৃহে আসবে সেই তথ্য তুলে ধরে আগে থেকেই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার আবেদন করা হয়েছিল পুলিশের কাছে ৷

অন্যদিকে, আল্লু অর্জুন গ্রেফতার হতেই সরব হন নানি, বরুণ ধাওয়ান, রশ্মিকা মন্দানা ৷ এই মুহূর্তে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন আল্লু অর্জুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.