ETV Bharat / entertainment

বড় হয়ে যাচ্ছে মেয়ে, সময়কে আকড়ে ধরে আবেগী প্রিয়াঙ্কা - priyanka chopra with malti marie

Priyanka spent time with daughter: দেখতে দেখতে দু'বছরের হয়ে গিয়েছে জোনাস পরিবারের খুদে সদস্য ৷ চোখের সামনে মেয়েকে এত তাড়াতাড়ি বড় হতে দেখে আবেগী মা প্রিয়াঙ্কা চোপড়া ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন নিজের অভিব্যাক্তি ৷

Etv Bharat
সময়কে আকড়ে ধরে আবেগী মা প্রিয়াঙ্কা চোপড়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 11:51 AM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: 2022 সালের 15 জানুয়ারি বলিউডের দেশি গার্ল তথা নিক জোনাসের ঘরণী পা রাখেন নতুন এক জীবনে ৷ যে জীবন প্রতি মুহূর্তে হয়ে ওঠে আনন্দময় ৷ যেখানে নতুন সদস্যকে কোলে নিয়ে মাতৃত্বের স্বাদ পান প্রিয়াঙ্কা চোপড়া ৷ কারণ এই দিনেই নিক-প্রিয়াঙ্কার কোলে এসেছিল মালতি ম্যারি ৷ দেখতে দেখতে মেয়ের বয়স হয়েছে দু'বছর ৷ মেয়েকে নিয়ে সময় পরিবর্তনের সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সিটাডেল অভিনেত্রী ৷

প্রিয়াঙ্কা দুটি ছবি শেয়ার করেছেন ৷ যার মধ্যে প্রথমটিতে দেখা গিয়েছে, ছোট্ট মালতি মায়ের কাছে নিশ্চিন্তে শুয়ে রয়েছে ৷ তাঁকে আলতো করে জড়িয়ে রয়েছেন মা প্রিয়াঙ্কা ৷ সদ্যোজাতর ছোট্ট হাত রয়েছে দেশি গার্লের ঠোঁটের কাছে ৷ অন্য একটি ছবিতে দেখা গিয়েছে মেয়ে মালতি ম্যারিকে জড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা ৷ মালতির পরনে সাদা ও গোলাপি রঙের পোশাক ৷ মালতি তাকিয়ে নীচের দিকে আর ক্যামেরার দিকে পোজ দিয়ে ছবি তুলেছেন পিগি চপস ৷ এই দুটি ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' অভিনেত্রী ৷

সেই ছবিতে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, "সময় সত্যি বয়ে যায় ৷ এইভাবেই হল সপ্তাহের শুরু ৷ হ্যাশট্যাগ নস্টালজিয়া ৷" এই ছবি দেখে আবেগতাড়িত অনুরাগীরাও ৷ পিসির পোস্টে বয়ে গিয়েছে একাধিক মন্তব্য ৷ এক অনুরাগী লিখেছেন, "তুমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর মহিলা আর তোমার সঙ্গে কিউটেস্ট বেবি গার্ল ৷ আবার কেউ লিখেছেন, "কুইন ও তাঁর প্রিন্সেস ৷" কিছুদিন আগেই মেয়ের দু'বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন নিক-প্রিয়াঙ্কা ৷ মন্দিরে পুজো দেওয়া থেকে পার্টি, সবেতেই স্টাইলিশ মালতি নজর কাড়ে নেটপাড়ায় ৷

অন্যদিকে, প্রিয়াঙ্কার কাজের দিকে নজর দিলে দেখা যায়, তাঁকে দেখা যাবে জন সিনার বিপরীতে 'হেডস অফ স্টেট' ছবিতে ৷ এছাড়াও হাতে রয়েছে ফারহান আখতার পরিচালিত 'জী লে জারা' ছবি ৷ যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ৷

আরও পড়ুন

1. অস্কারে মনোনীত ডকুমেন্টারি 'টু কিল আ টাইগার' ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা, প্রশংসা নেটপাড়ায়

2. 'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু, সোশাল মিডিয়ায় দিলেন মন ভালো করা ছবি

3. 'শুনি হো গয়ি শহর কী গলিয়া...' স্নিগ্ধ স্বরের পঙ্কজ উধাস চিরন্তন হয়ে থাকবেন সঙ্গীত দুনিয়ায়

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: 2022 সালের 15 জানুয়ারি বলিউডের দেশি গার্ল তথা নিক জোনাসের ঘরণী পা রাখেন নতুন এক জীবনে ৷ যে জীবন প্রতি মুহূর্তে হয়ে ওঠে আনন্দময় ৷ যেখানে নতুন সদস্যকে কোলে নিয়ে মাতৃত্বের স্বাদ পান প্রিয়াঙ্কা চোপড়া ৷ কারণ এই দিনেই নিক-প্রিয়াঙ্কার কোলে এসেছিল মালতি ম্যারি ৷ দেখতে দেখতে মেয়ের বয়স হয়েছে দু'বছর ৷ মেয়েকে নিয়ে সময় পরিবর্তনের সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সিটাডেল অভিনেত্রী ৷

প্রিয়াঙ্কা দুটি ছবি শেয়ার করেছেন ৷ যার মধ্যে প্রথমটিতে দেখা গিয়েছে, ছোট্ট মালতি মায়ের কাছে নিশ্চিন্তে শুয়ে রয়েছে ৷ তাঁকে আলতো করে জড়িয়ে রয়েছেন মা প্রিয়াঙ্কা ৷ সদ্যোজাতর ছোট্ট হাত রয়েছে দেশি গার্লের ঠোঁটের কাছে ৷ অন্য একটি ছবিতে দেখা গিয়েছে মেয়ে মালতি ম্যারিকে জড়িয়ে রয়েছেন প্রিয়াঙ্কা ৷ মালতির পরনে সাদা ও গোলাপি রঙের পোশাক ৷ মালতি তাকিয়ে নীচের দিকে আর ক্যামেরার দিকে পোজ দিয়ে ছবি তুলেছেন পিগি চপস ৷ এই দুটি ছবি সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করে 'দ্য স্কাই ইজ পিঙ্ক' অভিনেত্রী ৷

সেই ছবিতে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেছেন, "সময় সত্যি বয়ে যায় ৷ এইভাবেই হল সপ্তাহের শুরু ৷ হ্যাশট্যাগ নস্টালজিয়া ৷" এই ছবি দেখে আবেগতাড়িত অনুরাগীরাও ৷ পিসির পোস্টে বয়ে গিয়েছে একাধিক মন্তব্য ৷ এক অনুরাগী লিখেছেন, "তুমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর মহিলা আর তোমার সঙ্গে কিউটেস্ট বেবি গার্ল ৷ আবার কেউ লিখেছেন, "কুইন ও তাঁর প্রিন্সেস ৷" কিছুদিন আগেই মেয়ের দু'বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন নিক-প্রিয়াঙ্কা ৷ মন্দিরে পুজো দেওয়া থেকে পার্টি, সবেতেই স্টাইলিশ মালতি নজর কাড়ে নেটপাড়ায় ৷

অন্যদিকে, প্রিয়াঙ্কার কাজের দিকে নজর দিলে দেখা যায়, তাঁকে দেখা যাবে জন সিনার বিপরীতে 'হেডস অফ স্টেট' ছবিতে ৷ এছাড়াও হাতে রয়েছে ফারহান আখতার পরিচালিত 'জী লে জারা' ছবি ৷ যেখানে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফকে ৷

আরও পড়ুন

1. অস্কারে মনোনীত ডকুমেন্টারি 'টু কিল আ টাইগার' ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা, প্রশংসা নেটপাড়ায়

2. 'ক্রিউ' ছবির শুটিং শেষ করলেন টাবু, সোশাল মিডিয়ায় দিলেন মন ভালো করা ছবি

3. 'শুনি হো গয়ি শহর কী গলিয়া...' স্নিগ্ধ স্বরের পঙ্কজ উধাস চিরন্তন হয়ে থাকবেন সঙ্গীত দুনিয়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.