ETV Bharat / entertainment

'লাভার' গানে 'পারফেক্ট' যুগলবন্দি এড শেরেন-দিলজিৎ দোসাঞ্জের - Ed Sheeran in Mumbai

Ed Sheeran in India: একই মঞ্চে পপ তারকা এড শেরেন ও দিলজিৎ দোসাঞ্জ ৷ দুজনের যুগলবন্দিতে অন্যরকম সন্ধ্যার সাক্ষী থাকল মুম্বইবাসী ৷

Ed Sheeran in India
পপ তারকা এড শেরেন ও দিলজিৎ দোসাঞ্জ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 17, 2024, 2:06 PM IST

মুম্বই, 17 মার্চ: তিনি এলেন, গান শোনালেন, শ্রোতাদের মন জয় করলেন ৷ ভারতে এসে পপ তারকা এড শেরেনের মিউজিক কনসার্ট মাতল মুম্বইবাসীকে ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন পাঞ্জাবি পপ স্টার তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ৷ শনিবার এক কনসার্টে শেরেন-দোসাঞ্জের যুবলবন্দি কাঁপাল মঞ্চ ৷ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই মুহূর্তের নানা ভিডিয়ো ও ছবি ৷

মূলত, মুম্বইয়ে এসে কনসার্টে যোগ দেওয়া ছিল শেরিনের এশিয়া অ্যান্ড ইউরোপ ট্যুরের অংশ ৷ তার এই শোয়ে স্টেজ শেয়ার করে নেন দিলজিৎ দোসাঞ্জ ৷ একেরপর এক গানের ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ মহালক্ষ্মী রেস কোর্সের মাঠে বসেছিল মিউজিক কনসার্টের আসর ৷ সেখানে পপ তারকা যেমন নিজের জনপ্রিয় গান গুলি করেন তেমনই দিলজিৎ-এর সঙ্গে পাঞ্জাবি গান লাভার-এর তালেও তাল মেলান তিনি ৷ দিলজিৎ-এর বিজনেস ম্যানেজার সোনালি সিং সেই ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল হ্যান্ডেলে ৷ একই ভিডিয়ো দিলজিৎ-ও শেয়ার করেছেন ৷

শেরেনের এই মিউজিক কনসার্টে অনেক বলিউড তারকা হাজির হয়েছিলেন ৷ উপস্থিত ছিলে মাধুরী দিক্ষীত, পরিচালক-কোরিয়োগ্রাফার ফারহ খান, স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে শাহিদ কাপুর-সহ আরও অনেকে ৷ এরআগে শুক্রবারই শেরেনের নামে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ফারহা খান ৷ পারফেক্ট হিটমেকার শিল্পীর জন্য আয়োজিত পার্টিতে হৃত্বিক রোশন, ফারহান আখতর সকলেই উপস্থিত ছিলেন ৷ অন্যদিকে, শেরিন বলিউড কিং খান শাহরুখের ভীষণ রকম ভক্ত ৷ ফলে মুম্বইতে এসে তিনি শাহরুখের সঙ্গেও বিশেষ মুহূর্ত কাটিয়েছেন ৷ সেই ছবিও আসে সোশাল মিডিয়ায় ৷শুধু তাই নয়, অভিনেতা আয়ুষ্মান খুরানাও তাঁর মায়ের হাতে বানানো পিন্নি (পাঞ্জাবের বিখ্যাত মিষ্টি) টেস্ট করিয়েছেন শেরিনকে ৷

শেরিনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আয়ুষ্মান জানান, "শিল্পী হিসাবে আমি শেরেনের গান ভীষণ পছন্দ করি ৷ অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করার ৷ তিনি কীভাবে গান বাঁধেন, তা জানার ইচ্ছা ছিল ৷ আমি তাঁকে আমার মায়ের হাতের রান্না খাইয়েছি ৷ আমাদের বাড়িতে অতিথিদের এইভাবেই আপ্যায়ণ করা হয় ৷ আমরা তাঁকে এবং তাঁর গানকে ভীষণ ভালোবাসি ৷"

পাশাপাশি, এড শেরেনকে দেখা গিয়েছে বলিউডের আর এক জনপ্রিয় সঙ্গীত তারকা আরমান মালিকের সঙ্গে ৷ এক ভিডিয়োতে দেখা গিয়েছে শেরেনকে আরমান বেশ কিছু নাচের ভঙ্গিমা শেখাচ্ছেন ৷ যার মধ্যে ছিল বুট্টা বম্মা গান ৷ শনিবারই শেরেনের সফর শেষ হয়েছে মুম্বইয়তে ৷ তিনি যে আবার কবে আসেন সেই অপেক্ষায় রইলেন অনুরাগীরা ৷

আরও পড়ুন

1. অম্বানিদের 'রোমান হলি' উদযাপন, হাজির প্রিয়াঙ্কা-শিল্পা-মাধুরী

2. কপালে ভালোবাসার চুম্বন, নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির

3. রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

মুম্বই, 17 মার্চ: তিনি এলেন, গান শোনালেন, শ্রোতাদের মন জয় করলেন ৷ ভারতে এসে পপ তারকা এড শেরেনের মিউজিক কনসার্ট মাতল মুম্বইবাসীকে ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিলেন পাঞ্জাবি পপ স্টার তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ৷ শনিবার এক কনসার্টে শেরেন-দোসাঞ্জের যুবলবন্দি কাঁপাল মঞ্চ ৷ সোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেই মুহূর্তের নানা ভিডিয়ো ও ছবি ৷

মূলত, মুম্বইয়ে এসে কনসার্টে যোগ দেওয়া ছিল শেরিনের এশিয়া অ্যান্ড ইউরোপ ট্যুরের অংশ ৷ তার এই শোয়ে স্টেজ শেয়ার করে নেন দিলজিৎ দোসাঞ্জ ৷ একেরপর এক গানের ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ মহালক্ষ্মী রেস কোর্সের মাঠে বসেছিল মিউজিক কনসার্টের আসর ৷ সেখানে পপ তারকা যেমন নিজের জনপ্রিয় গান গুলি করেন তেমনই দিলজিৎ-এর সঙ্গে পাঞ্জাবি গান লাভার-এর তালেও তাল মেলান তিনি ৷ দিলজিৎ-এর বিজনেস ম্যানেজার সোনালি সিং সেই ভিডিয়ো শেয়ার করেছেন সোশাল হ্যান্ডেলে ৷ একই ভিডিয়ো দিলজিৎ-ও শেয়ার করেছেন ৷

শেরেনের এই মিউজিক কনসার্টে অনেক বলিউড তারকা হাজির হয়েছিলেন ৷ উপস্থিত ছিলে মাধুরী দিক্ষীত, পরিচালক-কোরিয়োগ্রাফার ফারহ খান, স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে শাহিদ কাপুর-সহ আরও অনেকে ৷ এরআগে শুক্রবারই শেরেনের নামে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ফারহা খান ৷ পারফেক্ট হিটমেকার শিল্পীর জন্য আয়োজিত পার্টিতে হৃত্বিক রোশন, ফারহান আখতর সকলেই উপস্থিত ছিলেন ৷ অন্যদিকে, শেরিন বলিউড কিং খান শাহরুখের ভীষণ রকম ভক্ত ৷ ফলে মুম্বইতে এসে তিনি শাহরুখের সঙ্গেও বিশেষ মুহূর্ত কাটিয়েছেন ৷ সেই ছবিও আসে সোশাল মিডিয়ায় ৷শুধু তাই নয়, অভিনেতা আয়ুষ্মান খুরানাও তাঁর মায়ের হাতে বানানো পিন্নি (পাঞ্জাবের বিখ্যাত মিষ্টি) টেস্ট করিয়েছেন শেরিনকে ৷

শেরিনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আয়ুষ্মান জানান, "শিল্পী হিসাবে আমি শেরেনের গান ভীষণ পছন্দ করি ৷ অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, তাঁর সঙ্গে যোগাযোগ করার ৷ তিনি কীভাবে গান বাঁধেন, তা জানার ইচ্ছা ছিল ৷ আমি তাঁকে আমার মায়ের হাতের রান্না খাইয়েছি ৷ আমাদের বাড়িতে অতিথিদের এইভাবেই আপ্যায়ণ করা হয় ৷ আমরা তাঁকে এবং তাঁর গানকে ভীষণ ভালোবাসি ৷"

পাশাপাশি, এড শেরেনকে দেখা গিয়েছে বলিউডের আর এক জনপ্রিয় সঙ্গীত তারকা আরমান মালিকের সঙ্গে ৷ এক ভিডিয়োতে দেখা গিয়েছে শেরেনকে আরমান বেশ কিছু নাচের ভঙ্গিমা শেখাচ্ছেন ৷ যার মধ্যে ছিল বুট্টা বম্মা গান ৷ শনিবারই শেরেনের সফর শেষ হয়েছে মুম্বইয়তে ৷ তিনি যে আবার কবে আসেন সেই অপেক্ষায় রইলেন অনুরাগীরা ৷

আরও পড়ুন

1. অম্বানিদের 'রোমান হলি' উদযাপন, হাজির প্রিয়াঙ্কা-শিল্পা-মাধুরী

2. কপালে ভালোবাসার চুম্বন, নতুন অধ্যায় শুরু পুলকিত-কৃতির

3. রয়্যাল হোটেলে খুনি খুঁজতে গিয়ে ধন্দে পঙ্কজ ত্রিপাঠি, রোমাঞ্চ-রহস্যে মোড়া 'মার্ডার মুবারক'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.