ETV Bharat / entertainment

সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি, জেলে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের; মৃত্যু হাসপাতালে - Salman Khan House Firing - SALMAN KHAN HOUSE FIRING

Salman Khan House Firing Case: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মৃত্যু এক অভিযুক্তের ৷ জেলে আত্মহত্যার চেষ্টা বলে জানিয়েছে পুলিশ ৷

Etv Bharat
জেলে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তর
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 3:50 PM IST

Updated : May 1, 2024, 4:09 PM IST

মুম্বই, 1 মে: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় বন্দি এক অভিযুক্তের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ কমিশনারেট জেলে ৷ তড়িঘড়ি অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত অভিযুক্তের নাম অনুজ থাপান (32) ৷ তাকে অবিলম্বে সংলগ্ন জিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিযুক্তের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার দত্তা নালাওয়াদে ৷

সলমন খানের বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তের ক্রাইম ব্রাঞ্চ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক ৷ অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার দত্তাত্রেয়র পর্যবেক্ষণে ক্রাইম ব্রাঞ্চের 9 নম্বর ঘরে অভিযুক্তের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ৷ মূল অভিযুক্ত ভিকি গুপ্তা (24), সাগর পাল (21) ও অনুজ থাপন (32)কে 8 মে পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় বিশেষ আদালত ৷ অন্যদিকে, তথ্য প্রমাণের অভাবে অভিযুক্ত সনু কুমার বিষ্ণোইকে পাঠানো হয় বিচারবিভাগীয় হেফাজতে ৷

পুলিশ সূত্রে খবর, অনুজ কুমার থাপান ও সনু কুমার বিষ্ণোই নাকি সাগর পাল ও ভিকি গুপ্তাকে পিস্তল দিয়ে সাহায্য করেছিল বলে তদন্তে উঠে আসে ৷ এদিকে, মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোইকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করেছে। আনমোল বিষ্ণোইয়ের নামে লুকআউট সার্কুলার জারি করা হয় ৷ অভিযুক্ত শুটার ভিকি গুপ্তা (24) এবং সাগর পাল (21) উভয়ই বিহারের বাসিন্দা ৷ এদিকে সোনু কুমার, সুভাষ চন্দ্র বিষ্ণোই (37) এবং অনুজ থাপানকেও (32) গ্রেফতার করা হয়েছে ৷ যারা তাদের দু'টি পিস্তল এবং কার্তুজ সরবরাহ করেছিল বলে অভিযোগ ৷ উল্লেখ্য, গত 14 এপ্রিল ভোরের দিকে সলমন খানের বাসভবন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই বাইক আরোহী গুলি চালায় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 307 (খুনের চেষ্টা) এর অধীনে এফআইআর দায়ের করে ৷

আরও পড়ুন

1. সলমনের বাড়ির বাইরে গুলি, লরেন্সের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি

2. সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি, 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে অভিযুক্তরা

3. নিখোঁজ ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেতা, অপহরণের অভিযোগ পরিবারের

মুম্বই, 1 মে: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় বন্দি এক অভিযুক্তের আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ কমিশনারেট জেলে ৷ তড়িঘড়ি অভিযুক্তকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ মৃত অভিযুক্তের নাম অনুজ থাপান (32) ৷ তাকে অবিলম্বে সংলগ্ন জিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ অভিযুক্তের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডেপুটি কমিশনার দত্তা নালাওয়াদে ৷

সলমন খানের বাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তের ক্রাইম ব্রাঞ্চ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক ৷ অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার দত্তাত্রেয়র পর্যবেক্ষণে ক্রাইম ব্রাঞ্চের 9 নম্বর ঘরে অভিযুক্তের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ৷ মূল অভিযুক্ত ভিকি গুপ্তা (24), সাগর পাল (21) ও অনুজ থাপন (32)কে 8 মে পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দেয় বিশেষ আদালত ৷ অন্যদিকে, তথ্য প্রমাণের অভাবে অভিযুক্ত সনু কুমার বিষ্ণোইকে পাঠানো হয় বিচারবিভাগীয় হেফাজতে ৷

পুলিশ সূত্রে খবর, অনুজ কুমার থাপান ও সনু কুমার বিষ্ণোই নাকি সাগর পাল ও ভিকি গুপ্তাকে পিস্তল দিয়ে সাহায্য করেছিল বলে তদন্তে উঠে আসে ৷ এদিকে, মুম্বই পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং তার ছোট ভাই আনমোল বিষ্ণোইকে 'ওয়ান্টেড' হিসাবে ঘোষণা করেছে। আনমোল বিষ্ণোইয়ের নামে লুকআউট সার্কুলার জারি করা হয় ৷ অভিযুক্ত শুটার ভিকি গুপ্তা (24) এবং সাগর পাল (21) উভয়ই বিহারের বাসিন্দা ৷ এদিকে সোনু কুমার, সুভাষ চন্দ্র বিষ্ণোই (37) এবং অনুজ থাপানকেও (32) গ্রেফতার করা হয়েছে ৷ যারা তাদের দু'টি পিস্তল এবং কার্তুজ সরবরাহ করেছিল বলে অভিযোগ ৷ উল্লেখ্য, গত 14 এপ্রিল ভোরের দিকে সলমন খানের বাসভবন বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দুই বাইক আরোহী গুলি চালায় ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 307 (খুনের চেষ্টা) এর অধীনে এফআইআর দায়ের করে ৷

আরও পড়ুন

1. সলমনের বাড়ির বাইরে গুলি, লরেন্সের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি

2. সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি, 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে অভিযুক্তরা

3. নিখোঁজ ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত অভিনেতা, অপহরণের অভিযোগ পরিবারের

Last Updated : May 1, 2024, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.