ETV Bharat / entertainment

'জয়া বচ্চনের পুত্রবধূ হতে চাইছেন নিমরত'! রেগে লাল নেটিজেনরা - NIMRAT KAUR ABHISHEK BACHCHAN

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিচ্ছেদ জল্পনা তুঙ্গে ৷ তারমধ্যেই জুনিয়র বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছে নিমরতের ৷ অভিনেত্রীকে নিয়ে ক্ষোভ নেটিজেনদের ৷

Nimrat Kaur
অভিষেক বচ্চন- নিমরত কৌর (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 15, 2024, 8:02 PM IST

হায়দরাবাদ, 15 নভেম্বর: বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে ৷ বিচ্ছেদ প্রসঙ্গে তারকা জুটি মুখ না খুললেও কোনও অনুষ্ঠানে একসঙ্গে তাঁদের দেখা যাচ্ছে না ৷ আর তাতেই আলোচনায় সরব নেটপাড়া ৷

আর নেটিজেনদের অনেকেই অভিযোগ তুলেছেন যে অভি-অ্যাশের বিয়ে ভাঙার কারণ দশভি ছবির অভিনেত্রী নিমরত কৌর। সমাজমাধ্যমে এখন বচ্চন পরিবারকে নিয়ে খালি গুঞ্জন- ফিসফাস। নিমরতকে নিয়েও নানা ধরনের মিম ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ তাঁকে নিয়ে এখন নিত্যদিন চর্চা ৷ অভিষেকের সঙ্গে আদৌও কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে এখন কৌতুহলের শেষ নেই নেটিজেনদের ৷

এরমধ্যেই শুক্রবার ভিন্ন রূপে ধরা দিলেন নিমরত ৷ গুরুনানক জয়ন্তী উপলক্ষ্যে সান্তাক্রজ এলাকার এক গুরুদ্বারে দেখা গিয়েছে নিমরতকে। পরনে পেস্তা রঙের চুড়িদার। মাথা ওড়না দিয়ে ঢাকা। অভিনেত্রীকে কখনও দেখা গিয়েছে পূণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করতে আবার কখনও সকলকে খাবার পরিবেশন করতে ৷

পাপারাৎজিদের চা খাওয়ালেন, প্রসাদ বিতরণও করলেন। অভিনেত্রীর এই ব্যবহার অনেকের মন কাড়ল বেশ কিছু ইউজার ক্ষোভ উগরে দিয়েছন ৷ বেশ কিছু নেটিজেন মন্তব্য করেছেন, অভিষেক-ঐশ্বর্যর ঘর ভাঙার পর ভগবানের কাছে এসেছেন নিমরত ৷ এই ইউজার লিখেছেন, "অন্যের ঘর ভেঙে প্রসাদ বিরতণ করছেন নিজে সংসার করার জন্য ৷" আবার কেউ লিখেছেন, "ইনি তো জয়া বচ্চনের পুত্রবধূ হতে চাইছেন ৷ তাঁর মতোই অভিনয় করছেন ৷" আবার কেউ লিখেছেন, "ইনি সেই অভিনেত্রী না, যে ঐশ্বর্যর সংসার ভেঙেছে...৷"

হায়দরাবাদ, 15 নভেম্বর: বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্য জীবন ভাঙতে বসেছে ৷ বিচ্ছেদ প্রসঙ্গে তারকা জুটি মুখ না খুললেও কোনও অনুষ্ঠানে একসঙ্গে তাঁদের দেখা যাচ্ছে না ৷ আর তাতেই আলোচনায় সরব নেটপাড়া ৷

আর নেটিজেনদের অনেকেই অভিযোগ তুলেছেন যে অভি-অ্যাশের বিয়ে ভাঙার কারণ দশভি ছবির অভিনেত্রী নিমরত কৌর। সমাজমাধ্যমে এখন বচ্চন পরিবারকে নিয়ে খালি গুঞ্জন- ফিসফাস। নিমরতকে নিয়েও নানা ধরনের মিম ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ তাঁকে নিয়ে এখন নিত্যদিন চর্চা ৷ অভিষেকের সঙ্গে আদৌও কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে এখন কৌতুহলের শেষ নেই নেটিজেনদের ৷

এরমধ্যেই শুক্রবার ভিন্ন রূপে ধরা দিলেন নিমরত ৷ গুরুনানক জয়ন্তী উপলক্ষ্যে সান্তাক্রজ এলাকার এক গুরুদ্বারে দেখা গিয়েছে নিমরতকে। পরনে পেস্তা রঙের চুড়িদার। মাথা ওড়না দিয়ে ঢাকা। অভিনেত্রীকে কখনও দেখা গিয়েছে পূণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করতে আবার কখনও সকলকে খাবার পরিবেশন করতে ৷

পাপারাৎজিদের চা খাওয়ালেন, প্রসাদ বিতরণও করলেন। অভিনেত্রীর এই ব্যবহার অনেকের মন কাড়ল বেশ কিছু ইউজার ক্ষোভ উগরে দিয়েছন ৷ বেশ কিছু নেটিজেন মন্তব্য করেছেন, অভিষেক-ঐশ্বর্যর ঘর ভাঙার পর ভগবানের কাছে এসেছেন নিমরত ৷ এই ইউজার লিখেছেন, "অন্যের ঘর ভেঙে প্রসাদ বিরতণ করছেন নিজে সংসার করার জন্য ৷" আবার কেউ লিখেছেন, "ইনি তো জয়া বচ্চনের পুত্রবধূ হতে চাইছেন ৷ তাঁর মতোই অভিনয় করছেন ৷" আবার কেউ লিখেছেন, "ইনি সেই অভিনেত্রী না, যে ঐশ্বর্যর সংসার ভেঙেছে...৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.