ETV Bharat / entertainment

নীলাঞ্জনার জীবনে রাহুল! মুখ খুললেন যীশু পত্নী - NILANJANAA RAHUL BANERJEE

নীলাঞ্জনা সঙ্গে নাকি দীর্ঘদিন সম্পর্কে অভিনেতার! সমাজমাধ্যমে এমন রটতেই মুখ খুললেন প্রযোজক-অভিনেত্রী ৷

Etv Bharat
নীলাঞ্জনার জীবনে রাহুল! (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 4, 2024, 4:18 PM IST

Updated : Nov 4, 2024, 4:23 PM IST

কলকাতা, 4 নভেম্বর: বিগত কয়েক মাস ধরে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিচ্ছেদ গুঞ্জন শোনা গিয়েছে ৷ আলাদা নামে প্রযোজনা সংস্থা খোলা থেকে আলাদা বাড়িতে থাকা সেই গুঞ্জনকে নেটিজেনরা সত্যি বলেও ধরেও নেন ৷ অতীতের দীর্ঘশ্বাস ভুলে আলোর উৎসবে মেতে ওঠেন নীলাঞ্জনা ৷ কিন্তু সেখানেও বিতর্ক তাড়া করল প্রযোজক তথা অভিনেত্রীকে ৷ কারণ নীলাঞ্জনার সঙ্গে নাম জড়িয়েছে 'চিরদিনই তুমি যে আমার' খ্যাত অভিনেতা রাহুলের সঙ্গে ৷

আসলে দীপাবলি উদযাপনে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন প্রযোজক তথা অভিনেত্রী ৷ উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন। অভিনেতা রাহুল সামাজিক মাধ্যমে সেই আনন্দমুখর মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, “দিদির বাড়িতে দীপাবলি।” সেদিন গল্প আড্ডা মুহূর্তের ছবিও তোলেন সকলে মিলে। আর এরপরেই সোশাল মিডিয়ায় নানা কুরুচিকর মন্তব্য উঠে আসে ৷

ইটিভি ভারতের তরফে এই বিষয়ে নীলাঞ্জনার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "অত্যন্ত হাস্যকর একটা বিষয়। প্রিয়াঙ্কারও আসার কথা ছিল। সময় করতে পারেনি ওইদিন। আমার ছোট মেয়ের খুব ভালো বন্ধু রাহুল-প্রিয়াঙ্কার ছেলে সহজ। রাহুলকে আমি রাখী পরাই। আর সেই রাহুলের সঙ্গে জড়িয়ে...। সত্যিই এই নিয়ে আমার কিছু বলার নেই। আর এসব নিয়ে আবার লেখালিখি! একে হাস্যকর ছাড়া আর অন্যকিছু বলা যাচ্ছে না।"

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে রাহুল, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, নীলাঞ্জনার বড় মেয়ে সারা সেনগুপ্তকে। অন্যটিতে সকলের সঙ্গে রাহুল এবং নীলাঞ্জনা। আর সেই ছবি ঘিরেই শুরু হয় জল্পনা৷ দাবি ওঠে, যিশুর অনুপস্থিতিতে ছোট পর্দার এই অভিনেতার সঙ্গে নাকি দীপাবলি উদ্‌যাপন করলেন নীলাঞ্জনা! যথারীতি নেট পাড়া উত্তাল হয় এরপরে। এমনও কথা হয় নীলাঞ্জনা সঙ্গে নাকি দীর্ঘদিন সম্পর্কে অভিনেতার! এরপরেই সমাজমাধ্যমে তোপ দেগেছেন অভিনেতা রাহুল।

প্রসঙ্গত, নীলাঞ্জনার প্রযোজনায় রাহুল অভিনয় করেছেন 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে ৷ সেই সময় থেকেই পরিবারের মতো হয়ে যান সকলে। যে সম্পর্ক আজও অটুট।

কলকাতা, 4 নভেম্বর: বিগত কয়েক মাস ধরে যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিচ্ছেদ গুঞ্জন শোনা গিয়েছে ৷ আলাদা নামে প্রযোজনা সংস্থা খোলা থেকে আলাদা বাড়িতে থাকা সেই গুঞ্জনকে নেটিজেনরা সত্যি বলেও ধরেও নেন ৷ অতীতের দীর্ঘশ্বাস ভুলে আলোর উৎসবে মেতে ওঠেন নীলাঞ্জনা ৷ কিন্তু সেখানেও বিতর্ক তাড়া করল প্রযোজক তথা অভিনেত্রীকে ৷ কারণ নীলাঞ্জনার সঙ্গে নাম জড়িয়েছে 'চিরদিনই তুমি যে আমার' খ্যাত অভিনেতা রাহুলের সঙ্গে ৷

আসলে দীপাবলি উদযাপনে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন প্রযোজক তথা অভিনেত্রী ৷ উপস্থিত ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজন। অভিনেতা রাহুল সামাজিক মাধ্যমে সেই আনন্দমুখর মুহূর্তের ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, “দিদির বাড়িতে দীপাবলি।” সেদিন গল্প আড্ডা মুহূর্তের ছবিও তোলেন সকলে মিলে। আর এরপরেই সোশাল মিডিয়ায় নানা কুরুচিকর মন্তব্য উঠে আসে ৷

ইটিভি ভারতের তরফে এই বিষয়ে নীলাঞ্জনার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, "অত্যন্ত হাস্যকর একটা বিষয়। প্রিয়াঙ্কারও আসার কথা ছিল। সময় করতে পারেনি ওইদিন। আমার ছোট মেয়ের খুব ভালো বন্ধু রাহুল-প্রিয়াঙ্কার ছেলে সহজ। রাহুলকে আমি রাখী পরাই। আর সেই রাহুলের সঙ্গে জড়িয়ে...। সত্যিই এই নিয়ে আমার কিছু বলার নেই। আর এসব নিয়ে আবার লেখালিখি! একে হাস্যকর ছাড়া আর অন্যকিছু বলা যাচ্ছে না।"

প্রসঙ্গত, সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে রাহুল, অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, নীলাঞ্জনার বড় মেয়ে সারা সেনগুপ্তকে। অন্যটিতে সকলের সঙ্গে রাহুল এবং নীলাঞ্জনা। আর সেই ছবি ঘিরেই শুরু হয় জল্পনা৷ দাবি ওঠে, যিশুর অনুপস্থিতিতে ছোট পর্দার এই অভিনেতার সঙ্গে নাকি দীপাবলি উদ্‌যাপন করলেন নীলাঞ্জনা! যথারীতি নেট পাড়া উত্তাল হয় এরপরে। এমনও কথা হয় নীলাঞ্জনা সঙ্গে নাকি দীর্ঘদিন সম্পর্কে অভিনেতার! এরপরেই সমাজমাধ্যমে তোপ দেগেছেন অভিনেতা রাহুল।

প্রসঙ্গত, নীলাঞ্জনার প্রযোজনায় রাহুল অভিনয় করেছেন 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে ৷ সেই সময় থেকেই পরিবারের মতো হয়ে যান সকলে। যে সম্পর্ক আজও অটুট।

Last Updated : Nov 4, 2024, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.