হায়দরাবাদ, 18 জুলাই: প্রেম-বিয়েতে বয়সের পার্থক্য বাধা হয়ে দাঁড়ায়নি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জীবনে ৷ জীবনের প্রতিটা মুহূর্ত প্রিয়াঙ্কাকে পেয়ে কতটা খুশি, জানালেন নিক ৷ গ্লোবাল ডিভা প্রিয়াঙ্কার জন্মদিনে তাঁকে পেয়ে কেমন কাটছে জীবন, সোশাল মিডিয়ায় জানালেন হলিউড তারকা ৷
ইন্সটাগ্রামে স্ত্রী প্রিয়াঙ্কার বেশ কিছু ছবি শেয়ার করেছেন নিক ৷ ছবির সঙ্গে ক্যাপশনে বিশেষ দিনে দিয়েছেন ভালোবাসাময় বার্তা ৷ তিনি লেখেন, "সেই নারী, যাকে আমি চাই ৷ আমি সত্যিই ভাগ্যবান ৷ শুভ জন্মদিন আমার ভালোবাসা ৷" প্রথম ছবিতে দেখা গিয়েছে, হলুদ রঙের সুইমস্যুটে লাস্যময়ী প্রিয়াঙ্কা বয়ে রয়েছেন ৷ পরের ছবিতে দেখা গিয়েছে, কোনও এক সমুদ্র সৈকতে নিকের সঙ্গে নির্জনে সময় কাটাতে ব্যস্ত পিগি চপস ৷ তৃতীয় ছবিতে দেখা গিয়েছে, নিকের ক্যামেরার সামনে পোজ দিয়ে বসে রয়েছেন প্রিয়াঙ্কা ৷ দেখা গিয়েছে, নিক-প্রিয়াঙ্কার ক্যানডিড ছবিও ৷
কিছুদিন আগেই অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে ভারতে আসেন নিক-প্রিয়াঙ্কা ৷ দুই তারকাদের মজাদার নানা ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ কখনও প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছে নাচ করতে আবার কখনও নিককে দেখা গিয়েছে, পাপারাৎজিদের সামনে মিষ্টি হেসে পোজ দিতে ৷ তবে তিনদিনের বিয়ের অনুষ্ঠানে ছিলেন না এই দুই তারকা ৷ শুক্রবারের অনুষ্ঠান শেষেই তাঁরা মুম্বই ছাড়েন ৷
আজকের গ্লোবাল স্টার প্রিয়াঙ্কার সিনে জার্নি খুব একটা সহজ ছিল না ৷ বলিউডে কাজের পাশাপাশি হলিউডে পা রাখলেও সেখানকার জমি শক্ত করতে সময় লেগেছে ৷ নিজের কাজ ও পরিবারের প্রতি তাঁর নিষ্ঠা-ভালোবাসা ধরা পড়ে সোশাল মিডিয়ায় ৷ পরিবার, মেয়ে মালতি ও স্বামী নিককে নিয়ে তিনি যে ধরনের পোস্ট করেন, তাতে বোঝা যায়, কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনকে সুন্দর করে ব্যালান্স করে চলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ৷ আপাতত তাঁর হলিউড ছবি 'দ্য ব্লাফ' ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী ৷ প্রিয়াঙ্কার বিপরীতে দেখা যাবে কার্ল আরবানকে ৷ এছাড়াও তাঁকে দেখা যাবে ইদ্রিস এলবা ও জন সিনার 'হেডস অফ স্টেট' ছবিতে ৷