ETV Bharat / entertainment

ছোটপর্দার নতুন জুটি শন-অনুষ্কা, আজ থেকে শুরু ত্রিকোণ প্রেমের 'রোশনাই' - Roshnai Serial

Bengali Serial is Starting from Today: অপেক্ষার অবসান ৷ আজ থেকে লীনা গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন শন বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন অনুষ্কা গোস্বামী ৷ আজ থেকে রাত সাড়ে 8টায় স্টার জলসায় সম্প্রচার হতে চলেছে নতুন ধারাবাহিক 'রোশনাই' ৷

Bengali Serial is Starting from Today
Bengali Serial is Starting from Today
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 1:02 PM IST

Bengali Serial is Starting from Today

কলকাতা, 25 এপ্রিল: ছোটপর্দায় আজ থেকে আসছে নতুন ধারাবাহিক 'রোশনাই'। দর্শক পেতে চলেছে আরও একটি নতুন জুটিকে। শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামীকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। পর্দায় তাঁদের নাম আরণ্যক এবং রোশনাই।

আরণ্যক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আর রোশনাইয়ের জীবনে আলো খুব কম। তিনি নৃত্যশিল্পী। কিন্তু তাঁর মা চায় না মেয়ে নাচ করুক। এর পিছনেও লুকিয়ে আছে এক গল্প। মা সারাদিন উদয়াস্ত পরিশ্রম করে মেয়েকে মানুষ করার জন্য। অন্যের মুখ ঝামটা আর অপমান মা-মেয়ের নিত্যসঙ্গী। এরই মাঝে আরণ্যকের সঙ্গে ঘটনাচক্রে দেখা রোশনাইয়ের। গল্পের বাঁক এমন দিকে ঘুরবে যে রোশনাইকে বিয়ে করতে বাধ্য হবে আরণ্যক। পুরো ঘটনাটি ঘটবে বেনারসে।

ধারাবাহিকের বেশ কিছুটা অংশের শুটিংও হবে বেনারসে। একথা নিজেই জানিয়েছেন ধারাবাহিকের প্রযোজক-পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। আর তার আভাস ইতিমধ্যে প্রোমোতেই মিলেছে। রোশনাইয়ের বাড়ি বেনারসে। বিয়ে করলেও স্ত্রী'র মর্যাদা পায় না রোশনাই। ওদিকে গরিমার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে আরণ্যক। সুতরাং ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের আঁচ পাওয়া যাবে তা স্পষ্ট। আজ থেকে রাত সাড়ে 8টায় স্টার জলসায় সম্প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক ৷

'আমি সিরাজের বেগম', 'এখানে আকাশ নীল', 'মন ফাগুন' শন বন্দ্যোপাধ্যায়কে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে। অসংখ্য অনুরাগী তাঁর। ওদিকে অনুষ্কাও কম যান না। তিনি এর আগে 'গাঁটছড়া' ধারাবাহিকে ডাকাবুকো বনির চরিত্রে অভিনয় করেছেন। সেখানে পুলিশ অফিসারের ভূমিকায় পরে দেখা যায় তাঁকে। তাঁকে ঘিরেও ফ্যান ফলোয়ার কম নেই সোশাল মিডিয়ায় ৷ শন নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে বলেন, "আমাকে এর আগে যে ক'টি ধারাবাহিকে দর্শক দেখেছেন তার থেকে এটা একেবারে আলাদা।"

অনুষ্কা বলেন, "এই চরিত্রটি ফুটিয়ে তুলতে নাচের তালিম নিচ্ছি। ভেবেছিলাম শন দা'র অনুরাগীরা আমাকে মেনে নেবে তো? প্রোমো দেখার পর সকলেই খুশি জেনে আমিও খুশি।" এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে কমলিকা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন, ঊষসী চক্রবর্তী, লেখা চট্টোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন আরও অনেকে।

লীনা গঙ্গোপাধ্যায়ের কাহিনি এবং শিল্প নির্দেশনায় আসছে এই ধারাবাহিক। পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। ম্যাজিক মোমেন্টস-এর ব্যানারে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক।

আরও পড়ুন:

  1. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই
  2. 'দাদাগিরি'র সেটে মেক আপ ভ্যানে আগুন, বেশ কিছুক্ষণ বন্ধ শুটিং
  3. মিঠুনের হাতে 'পদ্মভূষণ', সম্মানিত ঊষা উত্থুপ-রেজওয়ানা

Bengali Serial is Starting from Today

কলকাতা, 25 এপ্রিল: ছোটপর্দায় আজ থেকে আসছে নতুন ধারাবাহিক 'রোশনাই'। দর্শক পেতে চলেছে আরও একটি নতুন জুটিকে। শন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামীকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। পর্দায় তাঁদের নাম আরণ্যক এবং রোশনাই।

আরণ্যক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আর রোশনাইয়ের জীবনে আলো খুব কম। তিনি নৃত্যশিল্পী। কিন্তু তাঁর মা চায় না মেয়ে নাচ করুক। এর পিছনেও লুকিয়ে আছে এক গল্প। মা সারাদিন উদয়াস্ত পরিশ্রম করে মেয়েকে মানুষ করার জন্য। অন্যের মুখ ঝামটা আর অপমান মা-মেয়ের নিত্যসঙ্গী। এরই মাঝে আরণ্যকের সঙ্গে ঘটনাচক্রে দেখা রোশনাইয়ের। গল্পের বাঁক এমন দিকে ঘুরবে যে রোশনাইকে বিয়ে করতে বাধ্য হবে আরণ্যক। পুরো ঘটনাটি ঘটবে বেনারসে।

ধারাবাহিকের বেশ কিছুটা অংশের শুটিংও হবে বেনারসে। একথা নিজেই জানিয়েছেন ধারাবাহিকের প্রযোজক-পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। আর তার আভাস ইতিমধ্যে প্রোমোতেই মিলেছে। রোশনাইয়ের বাড়ি বেনারসে। বিয়ে করলেও স্ত্রী'র মর্যাদা পায় না রোশনাই। ওদিকে গরিমার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছে আরণ্যক। সুতরাং ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের আঁচ পাওয়া যাবে তা স্পষ্ট। আজ থেকে রাত সাড়ে 8টায় স্টার জলসায় সম্প্রচারিত হবে নতুন এই ধারাবাহিক ৷

'আমি সিরাজের বেগম', 'এখানে আকাশ নীল', 'মন ফাগুন' শন বন্দ্যোপাধ্যায়কে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছে। অসংখ্য অনুরাগী তাঁর। ওদিকে অনুষ্কাও কম যান না। তিনি এর আগে 'গাঁটছড়া' ধারাবাহিকে ডাকাবুকো বনির চরিত্রে অভিনয় করেছেন। সেখানে পুলিশ অফিসারের ভূমিকায় পরে দেখা যায় তাঁকে। তাঁকে ঘিরেও ফ্যান ফলোয়ার কম নেই সোশাল মিডিয়ায় ৷ শন নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে বলেন, "আমাকে এর আগে যে ক'টি ধারাবাহিকে দর্শক দেখেছেন তার থেকে এটা একেবারে আলাদা।"

অনুষ্কা বলেন, "এই চরিত্রটি ফুটিয়ে তুলতে নাচের তালিম নিচ্ছি। ভেবেছিলাম শন দা'র অনুরাগীরা আমাকে মেনে নেবে তো? প্রোমো দেখার পর সকলেই খুশি জেনে আমিও খুশি।" এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে দেখা যাবে কমলিকা বন্দ্যোপাধ্যায়, রেশমি সেন, ঊষসী চক্রবর্তী, লেখা চট্টোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন আরও অনেকে।

লীনা গঙ্গোপাধ্যায়ের কাহিনি এবং শিল্প নির্দেশনায় আসছে এই ধারাবাহিক। পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়। ম্যাজিক মোমেন্টস-এর ব্যানারে লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক।

আরও পড়ুন:

  1. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই
  2. 'দাদাগিরি'র সেটে মেক আপ ভ্যানে আগুন, বেশ কিছুক্ষণ বন্ধ শুটিং
  3. মিঠুনের হাতে 'পদ্মভূষণ', সম্মানিত ঊষা উত্থুপ-রেজওয়ানা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.