কলকাতা, 3 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'বসু পরিবার'। যেখানে চাকরি থেকে অবসরপ্রাপ্ত বাড়ির কর্তা ধীরে ধীরে হারায় পরিবারের সদস্যদের গুরুত্ব। এ এক জটিল সামাজিক সমস্যা। যার সমাধান প্রায় হয় না-বললেই চলে। এমন এক সমস্যাকে সম্বল করেই আসছে এই ধারাবাহিক। একটি পরিবারকে কেন্দ্রে রেখে এগোবে গল্প। আগামী 5 অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যা 7টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
দিকে দিকে যখন পরিবার ভেঙে যাচ্ছে তখন একটি যৌথ পরিবারের গল্প বলবে এই ধারাবাহিক। যদিও ধারাবাহিক যৌথ পরিবারের গল্পই বলে। তবে এই ধারাবাহিক বলবে একটু অন্য কায়দায়। এখানে পরিবারের কর্তা মোটা মাইনের চাকরি থেকে অবসর নিলে বাড়িতে সকলের কাছে গুরুত্ব হারায়। এই ধারাবাহিকের কর্তা অঞ্জন বসু অবসরপ্রাপ্ত শিক্ষক। তিন ছেলে, দুই মেয়ে এবং বউ মীনাক্ষীকে নিয়ে তাঁর ভরা সংসার। পরিবারে হাসি মজা লেগেই আছে। আছে সমস্যাও। সবাই যখন তাঁর কাছ থেকে সরে যায় তখন একমাত্র ছোট ছেলে দীপু এবং বাড়ির পরিচারিকা নীলা তাঁর পাশে থাকে। বাকিটা জানান দেবে সময়।
আসন্ন এই ধারাবাহিক নিয়ে বেশ আশাবাদী অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "এই সময়ে দাঁড়িয়ে এরকম ভাবনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।" ধারাবাহিকের নায়ক এবং নায়িকা শ্রীমা ভট্টাচার্য এবং সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় এই ধারাবাহিক নিয়ে নিজেদের আবেগ জানানোর পাশাপাশি বাস্তবে নিজেদের বাবা-মা'কে নিয়েও ভাবনার কথা জানান। ধারাবাহিকে স্বামী-স্ত্রী'র ভূমিকায় দেখা যাবে সায়ন্তনী মল্লিক এবং অনিমেষ ভাদুড়িকে। এর আগেও জুটি বেঁধেছেন তাঁরা। নিজেদের চরিত্রের বিষয়ে সেভাবে কিছু না-বললেও তাঁদের কেমেস্ট্রিতে টুইস্ট আছে তা আন্দাজ করা যায়।
অভিনয়ে রয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, সায়ন্তনী মল্লিক, শ্রীতমা রায়চৌধুরী কৌশিকী গুহ, কৌশিক দাস, দীপ্সিতা মিত্র, রাজর্ষি-সহ আরও অনেকে। প্রসঙ্গত, 'বসু পরিবার' সকলের খুব চেনা- বলছেন ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায়। এক নাটকীয় কায়দায় ধারাবাহিকের আনুষ্ঠানিক ঘোষণাপর্বে এন্ট্রি নেন অভিনেতারা, যা বেশ অভিনব তা বলাই বাহুল্য।