হায়দরাবাদ, 6 মার্চ: ইন্টারনেটে রেডিট (আমেরিকান সোশাল নিউজ সাইট)ব্যবহারকারীদের কটাক্ষের শিকার আলিয়া ভাট ৷ মুম্বইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল অ্যাকসেসারিজ প্রস্তুতকারী ইতালিয়ান সংস্থা গুচি ৷ এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর আলিয়া ভাট ৷ সংস্থার একটি অনুষ্ঠানে তাঁকে কালোরঙের ব্যাগ হাতে দেখা গিয়েছে ৷ যেটি পশুর চামড়া দিয়ে তৈরি ৷ তা নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী ৷
সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেয়েছে আলিয়া ভাটের প্রযোজনায় তৈরি ওয়েবসিরিজ পোচার ৷ সেখানে চোর চালানকারীদের হাত থেকে বন্যপ্রাণ বাঁচাতে বার্তা দিয়েছেন অভিনেত্রী ৷ অথচ তিনি কি না পশুর চামড়া দিয়ে তৈরি জিনিস ব্যবহার করছেন ৷ প্রাণী কল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত হয়েও কীভাবে এই চামড়ার তৈরি ব্যাগের প্রচার করছেন? সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ৷
- Poacher producer Alia Bhatt promoting Calf Leather Bag.
byu/Fine_Farm_8583 inBollyBlindsNGossip" class="align-text-top noRightClick twitterSection" data="Poacher producer Alia Bhatt promoting Calf Leather Bag.
">
byu/Fine_Farm_8583 inBollyBlindsNGossipPoacher producer Alia Bhatt promoting Calf Leather Bag.
byu/Fine_Farm_8583 inBollyBlindsNGossip
সোশাল মিডিয়ায় গুচি-র পক্ষ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে ৷ সেখানেই বিভিন্ন আলিয়াকে কটাক্ষ করে বিভিন্ন কমেন্ট করেছেন নেটিজেনরা ৷ কেউ কেউ কান্নার ইমোজিও দিয়েছন সোশাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োটিতে ৷ 'পোচারের' মতো ওয়েব সিরিজের প্রযোজনা করার পরও তিনি পশুর চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করেছন ? তবে কী বার্তা দিতে চান সমাজের কাছে ? সেই প্রশ্ন তুলেছেন কোনও কোনও নেটাগরিক ৷
- Comment
byu/Fine_Farm_8583 from discussion
inBollyBlindsNGossip" class="align-text-top noRightClick twitterSection" data="Comment
">
byu/Fine_Farm_8583 from discussion
inBollyBlindsNGossipComment
byu/Fine_Farm_8583 from discussion
inBollyBlindsNGossip
ফাইন ফার্ম 8583 নামের এক রেডিট ব্যাবহারকারী জানান, আলিয়া ভাট যে ব্যাগটির প্রচার করেছেন সেটি পশুর চামড়া দিয়ে তৈরি ৷ একটি ছোট প্রাণকে তার মায়ের কাছ থেকে সরিয়ে এনে সেটিকে হত্য়া করে ব্যাগটি তৈরি হয়েছে প্রস্তুতকারকরা ৷ সেই ব্যগের ব্যবহারের বিজ্ঞাপন দিচ্ছেন অভিনেত্রী ৷ অথচ তিনিই 'পোচারে'র প্রযোজক ৷ সেখানে অবৈধ হাতির দাঁতের চোরাচালান বন্ধ করতে তাঁকে উদ্যোগ নিতে দেখা গিয়েছে ৷ হাতি সংরক্ষণ ও পাচারকারীদের হাত থেকে হাতিদের বাঁচাতে জোর দিয়েছেন ৷ তারপরও পশুর চামড়ার তৈরি জিনিস পত্র ব্যবহার করায় অনেকই 'ভণ্ড' বলে কটাক্ষ করেছেন ৷
- Comment
byu/Fine_Farm_8583 from discussion
inBollyBlindsNGossip" class="align-text-top noRightClick twitterSection" data="Comment
">
byu/Fine_Farm_8583 from discussion
inBollyBlindsNGossipComment
byu/Fine_Farm_8583 from discussion
inBollyBlindsNGossip
আরও পড়ুন: