ETV Bharat / entertainment

ওটিটি প্ল্যাটফর্মে হিন্দিতে থালাপতি বিজয়ের 'GOAT', কবে-কোথায় দেখবেন? - Vijay GOAT OTT release

Thalapathy Vijay's film The Greatest of All Time: মুক্তির একমাসের মধ্যেই ওটিটিতে আসছে থালাপথি বিজয়ের ছবি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম সংক্ষেপে 'গোট',(GOAT) ৷ ভেঙ্কট প্রভু পরিচালিত বিভিন্ন ভাষায় এই ছবির 400 কোটি টাকা আয় করেছে ৷ 3 অক্টোবর আসছে ওটিটি প্ল্য়াটফর্মে ৷

Thalapathy Vijay's film The Greatest of All Time
থালাপতি বিজয়ের 'GOAT' ওটিটিতে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 1, 2024, 2:23 PM IST

হায়দরাবাদ, 1 অক্টোবর: প্রতীক্ষার অবসান ৷ প্রেক্ষাগৃহে 400 কোটি আয়ের পর একমাসের মধ্যে ওটিটি-তে আসছে থালাপথি বিজয় অভিনীত 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' সংক্ষেপে 'গোট' (GOAT) ৷ মঙ্গলবারই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় এই ঘোষণা করা হয়েছে ৷ জানানো হয়েছে, একদিন পরেই মুঠোফোনের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাবে দক্ষিণী তারকার এই ছবি ৷

স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, 3 অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিনই দেখা যাবে 'গোট' ৷ অনেক অনুরাগীর প্রশ্ন, দক্ষিণের এই ছবি নেটফ্লিক্সে হিন্দিতে পাওয়া যাবে কি? তার উত্তরও দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ৷ জানানো হয়েছে, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়ের পাশাপাশি হিন্দিতে দেখা যাবে এই ছবি ৷ এই ঘোষণার পর হিন্দিভাষী সিনেপ্রেমীদের মুখে ফুটেছে হাসি ৷

এদিন নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল পেজে নতুন একটি পোস্টার শেয়ার করা হয় ৷ এরপর লেখা হয়, "কখনও সিংহকে গোট হতে দেখেছেন? থালাপথি বিজয়ের গোট-দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আসছে নেটফ্লিক্সে 3 অক্টোবর ৷" প্রেক্ষাগৃহে 5 সেপ্টেম্বর এই ছবি মুক্তি পায় ৷ একমাসের মধ্যেই তা ওটিটি-তে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় ছবির টিম ৷ 25 দিন টানা চলার পর ওয়ার্ল্ডওয়াইড ছবির গ্রস আয় হয় 400 কোটি টাকা ৷ তবে এখনও তামিলনাড়ুর বেশ কিছু নির্দিষ্ট প্রেক্ষাগৃহে এই ছবি ভালো আয় দিচ্ছে ৷

ছবিতে বিজয়কে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রশান্ত, প্রভুদেবা, মোহন, জয়রাম, স্নেহা, লায়লা, অজমেল আমির, মীনাক্ষী চৌধুরী-সহ আরও অনেককে ৷

হায়দরাবাদ, 1 অক্টোবর: প্রতীক্ষার অবসান ৷ প্রেক্ষাগৃহে 400 কোটি আয়ের পর একমাসের মধ্যে ওটিটি-তে আসছে থালাপথি বিজয় অভিনীত 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম' সংক্ষেপে 'গোট' (GOAT) ৷ মঙ্গলবারই জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের তরফে সোশাল মিডিয়ায় এই ঘোষণা করা হয়েছে ৷ জানানো হয়েছে, একদিন পরেই মুঠোফোনের মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাবে দক্ষিণী তারকার এই ছবি ৷

স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, 3 অক্টোবর অর্থাৎ মহালয়ার পরের দিনই দেখা যাবে 'গোট' ৷ অনেক অনুরাগীর প্রশ্ন, দক্ষিণের এই ছবি নেটফ্লিক্সে হিন্দিতে পাওয়া যাবে কি? তার উত্তরও দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ৷ জানানো হয়েছে, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়ের পাশাপাশি হিন্দিতে দেখা যাবে এই ছবি ৷ এই ঘোষণার পর হিন্দিভাষী সিনেপ্রেমীদের মুখে ফুটেছে হাসি ৷

এদিন নেটফ্লিক্স ইন্ডিয়ার অফিসিয়াল পেজে নতুন একটি পোস্টার শেয়ার করা হয় ৷ এরপর লেখা হয়, "কখনও সিংহকে গোট হতে দেখেছেন? থালাপথি বিজয়ের গোট-দ্য গ্রেটেস্ট অফ অল টাইম আসছে নেটফ্লিক্সে 3 অক্টোবর ৷" প্রেক্ষাগৃহে 5 সেপ্টেম্বর এই ছবি মুক্তি পায় ৷ একমাসের মধ্যেই তা ওটিটি-তে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় ছবির টিম ৷ 25 দিন টানা চলার পর ওয়ার্ল্ডওয়াইড ছবির গ্রস আয় হয় 400 কোটি টাকা ৷ তবে এখনও তামিলনাড়ুর বেশ কিছু নির্দিষ্ট প্রেক্ষাগৃহে এই ছবি ভালো আয় দিচ্ছে ৷

ছবিতে বিজয়কে দেখা গিয়েছে দ্বৈত চরিত্রে ৷ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে প্রশান্ত, প্রভুদেবা, মোহন, জয়রাম, স্নেহা, লায়লা, অজমেল আমির, মীনাক্ষী চৌধুরী-সহ আরও অনেককে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.