ETV Bharat / entertainment

প্রকাশ্যে ডকু-সিরিজ 'মডার্ন মাস্টার্স'-এর ট্রেলার, সিনেমার নেপথ্যে রাজামৌলির অজানা কাহিনী - Modern Masters SS Rajamouli Trailer

Netflix documentary Modern Masters SS Rajamouli Trailer: প্রতীক্ষার অবসান ৷ সামনে এল নেটফ্লিক্সের ডকুমেন্টারি সিরিজ 'মডার্ন মাস্টার্স'-এর ট্রেলার ৷ যা শুরুই হচ্ছে ভারতের অন্যতম পরিচালক এসএস রাজামৌলির সিনেম্যাটিক জার্নি নিয়ে ৷ ট্রেলারের ঝলকেই সামনে এল পরিচালকের নানা ক্যারিশ্মা ৷

author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 22, 2024, 5:10 PM IST

Netflix documentary Modern Masters
প্রকাশ্যে ডকু-সিরিজ 'মডার্ন মাস্টার্স'-এর ট্রেলার (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 22 জুলাই: ভারতীয় সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ গল্প বলার ধরন, চিত্রনাট্য, অ্যাকশন সবকিছুর মিশেলে আধুনিক সময়ে দাঁড়িয়ে তিনি উপহার দিয়েছেন ব্লকব্লাস্টার হিট ছবি ৷ এবার তিনিই ডকু-সিরিজের সাবজেক্ট ৷ প্রকাশ্যে এল 'মডার্ন মাস্টার্স: এসএস রাজামৌলি'-র ট্রেলার ৷ ডকুমেন্টারি সিরিজে প্রথম পার্টে তুলে ধরা হবে এসএস রাজামৌলির পরিচালক হয়ে ওঠার কাহিনী ৷ 2 অগস্ট থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই সিরিজ ৷

ট্রেলারে ধরা পড়েছে পরিচালকের কাজের বেশ কিছু ঝলক ৷ যেখানে ট্রেলার শুরুই হচ্ছে পরিচালক রাজামৌলির ব্যাকগ্রাউন্ড ভয়েসে ৷ তিনি বলেন, "আমি আপনাদের দারুণ একটা গল্প বলতে চাই ৷ আমি শুধু চাই মানুষ সিনেমায় বিনিয়োগ করুক ৷" এরপরেই সামনে আসেন তাঁর ছবির অভিনেতা-প্রযোজকরা ৷ দেখা যায় জুনিয়র এনটিআর, রামচরণ, করণ জোহর ও প্রভাসকে ৷ পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁরা শেয়ার করেন এই ডকু সিরিজে ৷

যেখানে করণ জোহর রাজামৌলিকে 'লেজেন্ড' বলে উল্লেখ করেন ৷ অন্যদিকে জুনিয়র এনটিআর বলেন, "আসলে রাজামৌলি স্যারের জন্মই হয়েছে যেন গল্প বলার জন্য, যা কখনও বলা হয়নি ৷" ইন্সটাগ্রামে ট্রেলার সামনে আসে ৷ ক্যাপশনে লেখা হয়, "নেটফ্লিক্সের তরফে মডার্ন মাস্টার্স: এসএস রাজামৌলি ট্রেলার সামনে আনা হয়েছে ৷ স্বনামধন্য পরিচালককে নিয়ে এই ডকুমেন্টারি আনা হয়েছে ৷ প্রযোজনা করেছে এপপ্লজ এন্টারটেইনমেন্ট ও ফিল্ম কম্প্যানিয়ন স্টুডিয়োজ ৷ 2 অগস্ট সিরিজের স্ট্রিমিং শুরু হবে ৷"

পরিচালকের ফিল্মি কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, 'বাহুবলি' থেকে 'আরআরআর', আন্তর্জাতিক স্তরে ব্যাপক সাফল্য ও প্রশংসা পেয়েছে ৷ এমনকী, 'আরআরআর' ছবির হাত ধরেই ভারতে এসেছে অস্কার ৷ সেই পরিচালক পর্দার পিছনে থেকে কীভাবে পুরো টিম চালনা করেন, তারই কিছু ঝলক দেখার ও গল্প শোনার সাক্ষী থাকবেন দর্শকরা ৷

হায়দরাবাদ, 22 জুলাই: ভারতীয় সিনেমার সংজ্ঞা বদলে দিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ গল্প বলার ধরন, চিত্রনাট্য, অ্যাকশন সবকিছুর মিশেলে আধুনিক সময়ে দাঁড়িয়ে তিনি উপহার দিয়েছেন ব্লকব্লাস্টার হিট ছবি ৷ এবার তিনিই ডকু-সিরিজের সাবজেক্ট ৷ প্রকাশ্যে এল 'মডার্ন মাস্টার্স: এসএস রাজামৌলি'-র ট্রেলার ৷ ডকুমেন্টারি সিরিজে প্রথম পার্টে তুলে ধরা হবে এসএস রাজামৌলির পরিচালক হয়ে ওঠার কাহিনী ৷ 2 অগস্ট থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে এই সিরিজ ৷

ট্রেলারে ধরা পড়েছে পরিচালকের কাজের বেশ কিছু ঝলক ৷ যেখানে ট্রেলার শুরুই হচ্ছে পরিচালক রাজামৌলির ব্যাকগ্রাউন্ড ভয়েসে ৷ তিনি বলেন, "আমি আপনাদের দারুণ একটা গল্প বলতে চাই ৷ আমি শুধু চাই মানুষ সিনেমায় বিনিয়োগ করুক ৷" এরপরেই সামনে আসেন তাঁর ছবির অভিনেতা-প্রযোজকরা ৷ দেখা যায় জুনিয়র এনটিআর, রামচরণ, করণ জোহর ও প্রভাসকে ৷ পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁরা শেয়ার করেন এই ডকু সিরিজে ৷

যেখানে করণ জোহর রাজামৌলিকে 'লেজেন্ড' বলে উল্লেখ করেন ৷ অন্যদিকে জুনিয়র এনটিআর বলেন, "আসলে রাজামৌলি স্যারের জন্মই হয়েছে যেন গল্প বলার জন্য, যা কখনও বলা হয়নি ৷" ইন্সটাগ্রামে ট্রেলার সামনে আসে ৷ ক্যাপশনে লেখা হয়, "নেটফ্লিক্সের তরফে মডার্ন মাস্টার্স: এসএস রাজামৌলি ট্রেলার সামনে আনা হয়েছে ৷ স্বনামধন্য পরিচালককে নিয়ে এই ডকুমেন্টারি আনা হয়েছে ৷ প্রযোজনা করেছে এপপ্লজ এন্টারটেইনমেন্ট ও ফিল্ম কম্প্যানিয়ন স্টুডিয়োজ ৷ 2 অগস্ট সিরিজের স্ট্রিমিং শুরু হবে ৷"

পরিচালকের ফিল্মি কেরিয়ারের দিকে নজর দিলে দেখা যায়, 'বাহুবলি' থেকে 'আরআরআর', আন্তর্জাতিক স্তরে ব্যাপক সাফল্য ও প্রশংসা পেয়েছে ৷ এমনকী, 'আরআরআর' ছবির হাত ধরেই ভারতে এসেছে অস্কার ৷ সেই পরিচালক পর্দার পিছনে থেকে কীভাবে পুরো টিম চালনা করেন, তারই কিছু ঝলক দেখার ও গল্প শোনার সাক্ষী থাকবেন দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.