হায়দরাবাদ, 7 মে: সব্যসাচী মুখোপাধ্যায়, তাঁর ডিজাইনার পোশাকে বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা নজর কেড়েছেন মঞ্চ থেকে অনুষ্ঠানে ৷ সেজেছেন বিয়ের সাজেও ৷ সেই ফ্যাশন ডিজাইনার এবার মেট গালার স্পটলাইট ৷ প্রথম ভারতীয় ফ্যাশন ডিজাইনার যিনি নিউইয়র্কের মেট গালা ফ্যাশনের লাল গালিচায় তাক লাগালেন সকলকে ৷
সোশাল মিডিয়ায় ডিজাইনার সব্যসাচীর কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "যান্ত্রিকীকরণ, আধুনিকীকরণ এবং অভিন্নতা যত বাড়বে ততই ভারতের নৈপুণ্য, ঐতিহ্য এবং বৈচিত্র্যের মূর্ত প্রতীক সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতিকে রক্ষা করবে।"
ফ্যাশন তারকাকে এদিন দেখা গিয়েছে সব্যসাচী রিসর্ট 2024 কালেকশনে ৷ যেখানে নানা হীরে, মুক্তো, পান্নার গয়নার পারফেক্ট মেলবন্ধন ঘটেছে সব্যসাচীর পোশাকের সঙ্গে ৷ এদিন পাপারাৎজিদের ক্যামেরায় লাল গালিচায় হাঁটার অভিজ্ঞতা শেয়ার করেছেন সব্যসাচী ৷ তারকা ডিজাইনারের এই অবতার দেখে উচ্ছ্বসিত অনুরাগীরাও ৷
এক অনুরাগী লিখেছেন, "নিজের ক্রিয়েশনকে এইভাবে সামনে এনেছেন দেখে ভালো লাগল ৷" আবার কেউ লিখেছেন, "অসাধারণ কালেকশন ! গর্বিত আপনাকে নিয়ে ৷" উল্লেখ্য, এই বছর সব্যসাচীর ডিজাইন করা পোশাকেই রেড কার্পেটে হেঁটেছেন আলিয়া ভাট ৷ মিন্ট-গ্রিন রঙের শাড়িতে দেখা যায় অভিনেত্রীকে ৷ এবারে মেট গালার থিম ছিল 'স্লিপিং বিউটি: রিওয়েকেনিং ফ্যাশন ৷' ড্রেস কোড ছিল 'দ্য গার্ডেন টাইম' ৷ আলিয়ার স্টাইলের বিষয়টি দেখেছেন অনাইতা শ্রফ ৷
মূলত, এদিন আলিয়া নিজের সোশাল সাইটে শেয়ার করেছেন মেট গালা লুক ৷ সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে নজর কাড়েন আলিয়া ৷ সব্যসাচীর তৈরি করা এই শাড়ি ছিল 23 ফুট লম্বা ৷ শাড়িটি তৈরি করতে সময় লেগেছে নাকি 1 হাজার 965 ঘণ্টা। সিল্ক ফ্লস, গ্লাস বিডিং এবং রত্নপাথর দিয়ে কারুকার্য করা শাড়িতে আলিয়া হয়ে উঠেছিলেন অপ্সরা !
আরও পড়ুন
1. মেট গালায় সব্যসাচীর শাড়িতে 'ঐশ্বরিক' আলিয়া, রণবীর-জায়ায় মুগ্ধ নেটপাড়া
2. জিয়াগঞ্জে ভোট দিলেন অরিজিৎ, বার্তা করণ-সিদ্ধার্থের
3. করিনা এবার ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত, ভিডিয়ো পোস্ট উচ্ছ্বসিত অভিনেত্রীর