ETV Bharat / entertainment

ওটিটি প্ল্যাটফর্মে 'শ্যাম বাহাদুর', কবে এবং কোথায় দেখতে পাবেন ?

author img

By PTI

Published : Jan 22, 2024, 8:37 PM IST

Sam Bahadur Digital Release: ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে মেঘনা গুলজারের শ্যাম বাহাদুর ৷ 75তম প্রজাতন্ত্র দিবসেই দেশবাসী এই ছবি দেখতে পাবেন বলে জানান অভিনেতা ভিকি কৌশল ৷

Etv Bharat
ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'শ্যাম বাহাদুর'

মুম্বই, 22 জানুয়ারি: পয়লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেঘনা গুলজার পরিচালিত ও ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ৷ দর্শক দরবারে প্রশংসা পাওয়া এই ছবি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ প্রজাতন্ত্র দিবসেই এই ছবি ওটিটি-র দর্শক-দরবারে আসবে বলে জানা গিয়েছে ৷ সোমবার জানানো হয়েছে 75তম প্রজান্ত্র দিবসে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসবে 'শ্যামবাহাদুর' ৷ মেঘনার গুলজার পরিচালিত এই ছবি প্রযোজনা করেছে আরএসভিপি সংস্থা ৷

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতীয় সেনার প্রথম ফ্লিড মার্শাল শ্যাম মানেকশয়ের জীবন তুলে ধরা হয়েছে ছবির প্রেক্ষাপট হিসেবে ৷ জি ফাইভের চিফ বিজনেজ অফিসার মণীশ কালরা জানিয়েছেন, 'শ্যাম বাহাদুর' ডিজিটালে প্রিমিয়ার হতে চলেছে ৷ তিনি বলেন, "রণি স্ক্রুওয়ালার সঙ্গে আমাদের কোলাবরেশন উল্লেখযোগ্য ৷ এর ফলে একের পর দেশাত্মবোধক ছবি তেজস ও শ্যাম বাহাদুর, আমরা উপহার দিতে পারব দর্শকদের ৷ শ্যাম বাহাদুরের সাফল্যের পর আমাদের বিশ্বাস এই ছবি যে সকল দর্শকরা এখনও দেখেননি, তাঁরা আনন্দ পাবেন ৷"

আরএসভিপি প্রযোজনা সংস্থার প্রযোজক রণি স্ক্রুওয়ালা বলেন, "দেশবীর শ্যাম বাহাদুরের জীবন পর্দায় আনা উল্লেখ্যযোগ্য বিষয় ৷ জি ফাইভের সঙ্গে যুক্ত হয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল প্রিমিয়ার হওয়া সাধারণতন্ত্র দিবসে বড় ব্যাপার ৷" অভিনেতা ভিকি কৌশল জানান, এটা গর্বের বিষয় ৷ সাধারণতন্ত্র দিবসে দেশবাসীর সামনে এই ছবি আসছে বলে ভালো লাগছে ৷

উল্লেখ্য, ভিকি কৌশল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ফতিমা সানা শেখ, সানায়া মালহোত্রা ও জীশান আয়ুবকে ৷ ফতিমা সানা শেখকে ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা গিয়েছে ৷ অন্যদিকে, সানায়া ফুটিয়ে তোলেন শ্যাম বাহাদুরের স্ত্রীর চরিত্র ৷ ডিসেম্বরের শুরুতে একসঙ্গে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ও মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ৷ রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' বক্সঅফিসে ম্যাসিভ হিট করলেও পিছিয়ে পড়ে ভিকি কৌশলের এই ছবি ৷ তবে ধীরে ধীরে এগোলেও 50 কোটি বাজেটের এই ছবি ঘরে তুলে নেয় 100 কোটি টাকা ৷

আরও পড়ুন:

1. অযোধ্যায় 'রাম আ গয়ে', বিশেষ দিনে উচ্ছ্বসিত কঙ্গনা-দীপিকা

2. রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা, সিনেমার ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর আরবে

3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

মুম্বই, 22 জানুয়ারি: পয়লা ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় মেঘনা গুলজার পরিচালিত ও ভিকি কৌশল অভিনীত 'শ্যাম বাহাদুর' ৷ দর্শক দরবারে প্রশংসা পাওয়া এই ছবি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে ৷ প্রজাতন্ত্র দিবসেই এই ছবি ওটিটি-র দর্শক-দরবারে আসবে বলে জানা গিয়েছে ৷ সোমবার জানানো হয়েছে 75তম প্রজান্ত্র দিবসে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসবে 'শ্যামবাহাদুর' ৷ মেঘনার গুলজার পরিচালিত এই ছবি প্রযোজনা করেছে আরএসভিপি সংস্থা ৷

ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতীয় সেনার প্রথম ফ্লিড মার্শাল শ্যাম মানেকশয়ের জীবন তুলে ধরা হয়েছে ছবির প্রেক্ষাপট হিসেবে ৷ জি ফাইভের চিফ বিজনেজ অফিসার মণীশ কালরা জানিয়েছেন, 'শ্যাম বাহাদুর' ডিজিটালে প্রিমিয়ার হতে চলেছে ৷ তিনি বলেন, "রণি স্ক্রুওয়ালার সঙ্গে আমাদের কোলাবরেশন উল্লেখযোগ্য ৷ এর ফলে একের পর দেশাত্মবোধক ছবি তেজস ও শ্যাম বাহাদুর, আমরা উপহার দিতে পারব দর্শকদের ৷ শ্যাম বাহাদুরের সাফল্যের পর আমাদের বিশ্বাস এই ছবি যে সকল দর্শকরা এখনও দেখেননি, তাঁরা আনন্দ পাবেন ৷"

আরএসভিপি প্রযোজনা সংস্থার প্রযোজক রণি স্ক্রুওয়ালা বলেন, "দেশবীর শ্যাম বাহাদুরের জীবন পর্দায় আনা উল্লেখ্যযোগ্য বিষয় ৷ জি ফাইভের সঙ্গে যুক্ত হয়ে ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটাল প্রিমিয়ার হওয়া সাধারণতন্ত্র দিবসে বড় ব্যাপার ৷" অভিনেতা ভিকি কৌশল জানান, এটা গর্বের বিষয় ৷ সাধারণতন্ত্র দিবসে দেশবাসীর সামনে এই ছবি আসছে বলে ভালো লাগছে ৷

উল্লেখ্য, ভিকি কৌশল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ফতিমা সানা শেখ, সানায়া মালহোত্রা ও জীশান আয়ুবকে ৷ ফতিমা সানা শেখকে ছবিতে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চরিত্রে দেখা গিয়েছে ৷ অন্যদিকে, সানায়া ফুটিয়ে তোলেন শ্যাম বাহাদুরের স্ত্রীর চরিত্র ৷ ডিসেম্বরের শুরুতে একসঙ্গে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ও মেঘনা গুলজারের 'শ্যাম বাহাদুর' ৷ রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' বক্সঅফিসে ম্যাসিভ হিট করলেও পিছিয়ে পড়ে ভিকি কৌশলের এই ছবি ৷ তবে ধীরে ধীরে এগোলেও 50 কোটি বাজেটের এই ছবি ঘরে তুলে নেয় 100 কোটি টাকা ৷

আরও পড়ুন:

1. অযোধ্যায় 'রাম আ গয়ে', বিশেষ দিনে উচ্ছ্বসিত কঙ্গনা-দীপিকা

2. রিয়াধে আলিয়ার 'জয়' যাত্রা, সিনেমার ম্যাজিক ছড়িয়ে পড়ল সুদূর আরবে

3. বক্সঅফিসে দখলে ইদে মুখোমুখি অজয় দেবগণ-অক্ষয় কুমার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.