ETV Bharat / entertainment

'দাদাগিরি'র সেটে মেক আপ ভ্যানে আগুন, বেশ কিছুক্ষণ বন্ধ শুটিং - Fire on Dadagiri Set - FIRE ON DADAGIRI SET

Dadagiri Set on Fire: সোমবার সকালে আচমকাই 'দাদাগিরি'র সেট সংলগ্ন মেকআপ ভ্যানে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় ৷ দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷

Dadagiri Set on Fire
'দাদাগিরি'র সেটের মেক আপ ভ্যানে আগুন
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 7:40 PM IST

'দাদাগিরি'র সেটে মেক আপ ভ্যানে আগুন

কলকাতা, 22 এপ্রিল: সপ্তাহের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড টলিপাড়ায়। সোমবার সকালে বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো 'দাদাগিরি'র সেট সংলগ্ন মেকআপ ভ্যানে আগুন লেগে যায়। রাজারহাটের ডিআরআর স্টুডিয়োতে মেকআপ ভ্যানে আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শুটিং সেটে ৷

এই ব্যাপারে 'দাদাগিরি'র পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখন কোনও শুটিং হচ্ছে না। সবাই ঠিক আছি। আগুন নিভেছে।" নিউটাউন জোনের ডিসি মানব সিংলা বলেন "আগুন বেশি ভয়াবহ হয়নি ৷ মেকআপ ভ্যানে আগুন লাগে ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ হতাহতের কোনও খবর নেই ৷ কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷ তবে ভ্যানে থাকা নানা জিনিস পুড়ে গিয়েছে ৷"

দীর্ঘদিন ধরে এই স্টুডিয়োতেই চলে আসছে 'দাদাগিরি', 'দিদি নম্বর ওয়ান', 'সারেগামাপা', 'ডান্স বাংলা ডান্স'-এর শুটিং। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তার আগেই পাশের জলাশয় থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন স্টুডিয়োর কর্মীরা। আগুনে দু'টি গাড়ি পুড়ে গিয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল সাড়ে 11টা নাগাদ ক্যান্টিন থেকে মেকআপ ভ্যানে আগুন লাগে বলে অনুমান। পরে তা ছড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্রের খবর। তবে ঠিক কী কারণে আগুন লাগলে তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার সকালে নতুন শো ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে এই দুর্ঘটনা। এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন

1. মৃণাল সেনের জন্মশতবর্ষে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পাচ্ছে 'চালচিত্র এখন', দেখুন প্রথম ঝলক

2. 21 বছর পর 'বস' হয়ে বাংলা ছবিতে ফিরলেন রাখি গুলজার, প্রকাশ্যে মোশন পোস্টার

3. কীভাবে জমে উঠল আবির-মিমির 'আলাপ' ? মনের কোণে উঁকি দিল ইটিভি ভারত

'দাদাগিরি'র সেটে মেক আপ ভ্যানে আগুন

কলকাতা, 22 এপ্রিল: সপ্তাহের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড টলিপাড়ায়। সোমবার সকালে বাংলা টেলিভিশনের জনপ্রিয় শো 'দাদাগিরি'র সেট সংলগ্ন মেকআপ ভ্যানে আগুন লেগে যায়। রাজারহাটের ডিআরআর স্টুডিয়োতে মেকআপ ভ্যানে আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শুটিং সেটে ৷

এই ব্যাপারে 'দাদাগিরি'র পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এখন কোনও শুটিং হচ্ছে না। সবাই ঠিক আছি। আগুন নিভেছে।" নিউটাউন জোনের ডিসি মানব সিংলা বলেন "আগুন বেশি ভয়াবহ হয়নি ৷ মেকআপ ভ্যানে আগুন লাগে ৷ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে ৷ হতাহতের কোনও খবর নেই ৷ কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি ৷ তবে ভ্যানে থাকা নানা জিনিস পুড়ে গিয়েছে ৷"

দীর্ঘদিন ধরে এই স্টুডিয়োতেই চলে আসছে 'দাদাগিরি', 'দিদি নম্বর ওয়ান', 'সারেগামাপা', 'ডান্স বাংলা ডান্স'-এর শুটিং। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তার আগেই পাশের জলাশয় থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন স্টুডিয়োর কর্মীরা। আগুনে দু'টি গাড়ি পুড়ে গিয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সকাল সাড়ে 11টা নাগাদ ক্যান্টিন থেকে মেকআপ ভ্যানে আগুন লাগে বলে অনুমান। পরে তা ছড়িয়ে পড়ে বলে পুলিশ সূত্রের খবর। তবে ঠিক কী কারণে আগুন লাগলে তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার সকালে নতুন শো ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। তার আগেই ঘটে এই দুর্ঘটনা। এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন

1. মৃণাল সেনের জন্মশতবর্ষে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ্য, মুক্তি পাচ্ছে 'চালচিত্র এখন', দেখুন প্রথম ঝলক

2. 21 বছর পর 'বস' হয়ে বাংলা ছবিতে ফিরলেন রাখি গুলজার, প্রকাশ্যে মোশন পোস্টার

3. কীভাবে জমে উঠল আবির-মিমির 'আলাপ' ? মনের কোণে উঁকি দিল ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.