ETV Bharat / entertainment

'মেকআপ করার পর শরীর ভার হয়ে আসত', ভৈরবী চরিত্রে অদ্ভুত অভিজ্ঞতা মল্লিকার

Mallika Banerjee: টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় তারকা মল্লিকা বন্দ্যোপাধ্যায় ৷ এ বার তাঁকে অন্যরকম চরিত্রে দেখবেন দর্শকরা ৷ মুক্তি পেয়েছে রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ৷ ছবিতে কেমন ছিল তাঁর জার্নি, অভিজ্ঞতা ভাগ করে নেন ইটিভি ভারতের সঙ্গে ৷

Etv Bharat
ভৈরবী চরিত্র করতে গিয়ে অদ্ভুত অনুভূতি মল্লিকার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 3:03 PM IST

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বড়পর্দায় মুক্তি পেল রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরসেনী মৈত্র, রিচা শর্মা, অরিন্দম শীল, শুভ্রজিৎ মিত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার কে নেই ছবিতে ? এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় । ভৈরবীর চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবি মুক্তির পর তাঁর চরিত্র নিয়ে নিজের অনুভূতির কথা জানান মল্লিকা বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী ইটিভি ভারতকে বলেন, "আমার জন্য তিনটে চরিত্রের অপশন দিয়েছিল রাজর্ষি । আমি এটাই বেছে নিই । আর রাজর্ষিও বলেছিল যে আমি এই চরিত্রটা করলে খুশি হবে এবং আমাকে মানাবে । আর সত্যিই আমি খুব খুশি চরিত্রটাতে নিজেকে দেখে । সাজগোজ থেকে শুরু করে চরিত্রের ভাঁজ সবেতেই আছে 'অন্যরকম'এর ছোঁয়া । খুব শক্তিশালী একটা চরিত্র । অনেক শেড আছে চরিত্রটাতে ।"

কতক্ষণ সময় লাগত মেক আপ করতে ? মল্লিকা বলেন, "চুলটা রেডি করতেই বেশি সময় লাগত । বাকিটা অত সময় নিত না ।" তিনি এই প্রসঙ্গে আরও বলেন, "আমি মহাদেবের ভক্ত । উনিই আমার সব । আর বেনারস মহাদেবের জায়গা । সেই সময়ে ওখানে থাকাকালীন আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে, যেটা শেয়ার করতেই হয় । শরীর ভারী হয়ে আসত যখন মেক আপটা করতাম । মনে হত যেন আমি আসলেও ওই ভৈরবীই । প্যাক আপ বলার পরেও বেরোতে পারতাম না চরিত্রটা থেকে । আমি মেকআপ তুলতাম না, পোশাক ছাড়তে পারতাম না কিছুতেই । প্যাকআপেরও অনেক পরে আমি নিজেকে ফ্রি করতাম । অদ্ভুত কী যেন হত আমার মধ্যে । ভাবতাম আমি যদি বাস্তবেও এরকম ভাবে জীবনটা কাটিয়ে দিতে পারতাম । আমি সাংঘাতিক ঈশ্বরে বিশ্বাসী । মহাদেবই আমার সব । কিন্তু কেন ওই সময়ে আমার সঙ্গে ওরকম হত তার কোনও উত্তর আমি খুঁজে পাই না।"

ছবিতে ভৈরবী এমন একটা চরিত্র, যিনি তাঁর কাছের মানুষদের জীবনে আসন্ন ভালো-খারাপটা দেখতে পান । তাঁদের রক্ষা করেন ৷ ভৈরবীর জীবনেও আছে এক নিকষ কালো অতীত । যে কারণে বিধবা হওয়ার পর তারও ঠাঁই হয় বেনারসে । অলৌকিক ক্ষমতার জোরে সে প্রভাবশালী । তাঁকে মান্যি করেন সবাই । ফলে এই চরিত্র চিত্রনাট্যের সঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন অভিনেত্রী মল্লিকা ৷

উল্লেখ্য, 'সাদা রঙের পৃথিবী' জায়গা পেয়েছে নন্দনে । তাই খুশি অভিনেত্রী মল্লিকা । মল্লিকা বাংলা টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী । 'সাহেবের চিঠি', 'তুঁতে'র পর এই মুহূর্তে 'গীতা এলএলবি' ধারাবাহিক নিয়ে ব্যস্ত মল্লিকা । কখনও পজিটিভ আবার কখনও নেগেটিভ চরিত্রে টেলিজগৎকে সমৃদ্ধ করেছেন তিনি । পাশাপাশি বেশ কিছু বাংলা ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন । সম্প্রতি একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী । তবে, সেই নিয়ে এখনই মুখ খোলা বারণ তাঁর । মল্লিকা জানিয়েছেন, তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য কাজ হতে চলেছে পরবর্তী ছবিটা । সঠিক সময় এলেই সকলে জানতে পারবেন ৷

আরও পড়ুন

1. সত্যজিৎ-পৌত্র সৌরদীপের বিয়ে, নতুন বউমাকে নিয়ে খুশি ললিতা রায়

2. স্বনামধন্য ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে চৈতি পুত্র অর্মত্য, জানালেন অভিজ্ঞতা

3. সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল, সঙ্গে তোপসে ও সন্দীপ রায়

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বড়পর্দায় মুক্তি পেল রাজর্ষি দে পরিচালিত 'সাদা রঙের পৃথিবী' ৷ শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরসেনী মৈত্র, রিচা শর্মা, অরিন্দম শীল, শুভ্রজিৎ মিত্র, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার কে নেই ছবিতে ? এই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় । ভৈরবীর চরিত্রে দেখা যাবে তাঁকে । ছবি মুক্তির পর তাঁর চরিত্র নিয়ে নিজের অনুভূতির কথা জানান মল্লিকা বন্দ্যোপাধ্যায়।

অভিনেত্রী ইটিভি ভারতকে বলেন, "আমার জন্য তিনটে চরিত্রের অপশন দিয়েছিল রাজর্ষি । আমি এটাই বেছে নিই । আর রাজর্ষিও বলেছিল যে আমি এই চরিত্রটা করলে খুশি হবে এবং আমাকে মানাবে । আর সত্যিই আমি খুব খুশি চরিত্রটাতে নিজেকে দেখে । সাজগোজ থেকে শুরু করে চরিত্রের ভাঁজ সবেতেই আছে 'অন্যরকম'এর ছোঁয়া । খুব শক্তিশালী একটা চরিত্র । অনেক শেড আছে চরিত্রটাতে ।"

কতক্ষণ সময় লাগত মেক আপ করতে ? মল্লিকা বলেন, "চুলটা রেডি করতেই বেশি সময় লাগত । বাকিটা অত সময় নিত না ।" তিনি এই প্রসঙ্গে আরও বলেন, "আমি মহাদেবের ভক্ত । উনিই আমার সব । আর বেনারস মহাদেবের জায়গা । সেই সময়ে ওখানে থাকাকালীন আমার সঙ্গে এমন এক ঘটনা ঘটেছে, যেটা শেয়ার করতেই হয় । শরীর ভারী হয়ে আসত যখন মেক আপটা করতাম । মনে হত যেন আমি আসলেও ওই ভৈরবীই । প্যাক আপ বলার পরেও বেরোতে পারতাম না চরিত্রটা থেকে । আমি মেকআপ তুলতাম না, পোশাক ছাড়তে পারতাম না কিছুতেই । প্যাকআপেরও অনেক পরে আমি নিজেকে ফ্রি করতাম । অদ্ভুত কী যেন হত আমার মধ্যে । ভাবতাম আমি যদি বাস্তবেও এরকম ভাবে জীবনটা কাটিয়ে দিতে পারতাম । আমি সাংঘাতিক ঈশ্বরে বিশ্বাসী । মহাদেবই আমার সব । কিন্তু কেন ওই সময়ে আমার সঙ্গে ওরকম হত তার কোনও উত্তর আমি খুঁজে পাই না।"

ছবিতে ভৈরবী এমন একটা চরিত্র, যিনি তাঁর কাছের মানুষদের জীবনে আসন্ন ভালো-খারাপটা দেখতে পান । তাঁদের রক্ষা করেন ৷ ভৈরবীর জীবনেও আছে এক নিকষ কালো অতীত । যে কারণে বিধবা হওয়ার পর তারও ঠাঁই হয় বেনারসে । অলৌকিক ক্ষমতার জোরে সে প্রভাবশালী । তাঁকে মান্যি করেন সবাই । ফলে এই চরিত্র চিত্রনাট্যের সঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছেন অভিনেত্রী মল্লিকা ৷

উল্লেখ্য, 'সাদা রঙের পৃথিবী' জায়গা পেয়েছে নন্দনে । তাই খুশি অভিনেত্রী মল্লিকা । মল্লিকা বাংলা টেলিভিশনের ব্যস্ত অভিনেত্রী । 'সাহেবের চিঠি', 'তুঁতে'র পর এই মুহূর্তে 'গীতা এলএলবি' ধারাবাহিক নিয়ে ব্যস্ত মল্লিকা । কখনও পজিটিভ আবার কখনও নেগেটিভ চরিত্রে টেলিজগৎকে সমৃদ্ধ করেছেন তিনি । পাশাপাশি বেশ কিছু বাংলা ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন । সম্প্রতি একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী । তবে, সেই নিয়ে এখনই মুখ খোলা বারণ তাঁর । মল্লিকা জানিয়েছেন, তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য কাজ হতে চলেছে পরবর্তী ছবিটা । সঠিক সময় এলেই সকলে জানতে পারবেন ৷

আরও পড়ুন

1. সত্যজিৎ-পৌত্র সৌরদীপের বিয়ে, নতুন বউমাকে নিয়ে খুশি ললিতা রায়

2. স্বনামধন্য ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে চৈতি পুত্র অর্মত্য, জানালেন অভিজ্ঞতা

3. সোনার কেল্লার 50 বছরে নিজের পাড়ায় ফিরল মুকুল, সঙ্গে তোপসে ও সন্দীপ রায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.