ETV Bharat / entertainment

ভক্ত-সমালোচকদের তারিফ সত্ত্বেও বক্স অফিসে ধীর সূচনা ময়দানের - Maidaan Box Office Day 1

Maidaan Box Office Day 1: বেশকিছু বিলম্বের পর, অজয় দেবগনের জীবনীমূলক স্পোর্টস ড্রামা ময়দান অবশেষে 11 এপ্রিল ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । অনুরাগী এবং সমালোচকদের তারিফ পেলেও প্রথম দিনের বক্স অফিসে তার প্রতিফলন ঘটেনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 12:23 PM IST

হায়দরাবাদ, 12 এপ্রিল: নানা ঝড়ঝাপটা পেরিয়ে অজয় দেবগনের দীর্ঘ প্রতীক্ষিত ফিল্ম ময়দান অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ আর শুরুতেই ভক্ত এবং সমালোচক উভয়ের কাছেই ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই স্পোর্টস ড্রামা । তবে বক্স অফিসে প্রথম দিনে সেই ছাপ ফেলতে পারেনি অজয় দেবগনের ছবি ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান, মুভিটির উদ্বোধনী সপ্তাহান্তে উপার্জন হয়েছে প্রায় 7.10 কোটি টাকা । এর মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ ঈদের ছুটিতে সংগৃহীত হয়েছে 4.50 কোটি টাকা ৷ বুধবার প্রিভিউ শো থেকে 2.6 কোটি টাকা আয় হয়েছে ৷ অবশেষে একটি শালীন পরিসংখ্যানে পৌঁছনোর জন্য এবং ছবিটিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য শনিবার এবং রবিবার দ্বিগুণ অঙ্কের আয় প্রয়োজন । এই স্পোর্টস ড্রামার হিন্দি শো 14.56 শতাংশ দখল করেছে বলে জানা গিয়েছে ৷ এই ছবি দেখার জন্য সিনেমা হলে সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় ৷

উল্লেখ্য, ওই দিনে বলিউডে শুধু যে ময়দান এককভাবে মুক্তি পেয়েছে তা নয় ৷ বক্স অফিসে এই ছবিকে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে । বুধবার রাতে দুটি চলচ্চিত্রেরই প্রিভিউ উপস্থাপনা হওয়ারও কথা ছিল । তবে অক্ষয় ও টাইগারের ফিল্মের নির্মাতারা শেষ পর্যন্ত প্রিভিউ থেকে বেরিয়ে আসেন, ঈদে তাঁদের ছবিটি মুক্তি দেওয়ার জন্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আনুমানিক 100 কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে ময়দান ৷ তবে নির্ধারিত সময়সূচি থেকে চার বছর পিছিয়ে গিয়েছে এই ছবি । এই স্পোর্টস ড্রামার প্রযোজনা শুরু হয়েছিল 2020 সালে ৷ কিন্তু তারপর থেকে এটির মুক্তি বিলম্বিত হয়েছে । ছবিটি পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ শর্মা ৷ এটি ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে, যিনি বিশ্ববাসীর সামনে ভারতের অবস্থানকে উন্নীত করেছিলেন । রহিমের চরিত্রে অভিনয় করেছেন অজয় ৷ এ ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, প্রিয়মণি এবং গজরাজ রাও ৷

আরও পড়ুন:

  1. অগ্রিম বুকিংয়ে অজয়ের ময়দানকে ছাঁপিয়ে গেল অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
  2. 'রিটেক চেয়ে আমায় সরি বলেছিলেন অজয় স্যর', ময়দান নিয়ে আবেগতাড়িত আরিয়ান
  3. জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার

হায়দরাবাদ, 12 এপ্রিল: নানা ঝড়ঝাপটা পেরিয়ে অজয় দেবগনের দীর্ঘ প্রতীক্ষিত ফিল্ম ময়দান অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ আর শুরুতেই ভক্ত এবং সমালোচক উভয়ের কাছেই ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই স্পোর্টস ড্রামা । তবে বক্স অফিসে প্রথম দিনে সেই ছাপ ফেলতে পারেনি অজয় দেবগনের ছবি ৷

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান, মুভিটির উদ্বোধনী সপ্তাহান্তে উপার্জন হয়েছে প্রায় 7.10 কোটি টাকা । এর মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ ঈদের ছুটিতে সংগৃহীত হয়েছে 4.50 কোটি টাকা ৷ বুধবার প্রিভিউ শো থেকে 2.6 কোটি টাকা আয় হয়েছে ৷ অবশেষে একটি শালীন পরিসংখ্যানে পৌঁছনোর জন্য এবং ছবিটিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য শনিবার এবং রবিবার দ্বিগুণ অঙ্কের আয় প্রয়োজন । এই স্পোর্টস ড্রামার হিন্দি শো 14.56 শতাংশ দখল করেছে বলে জানা গিয়েছে ৷ এই ছবি দেখার জন্য সিনেমা হলে সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় ৷

উল্লেখ্য, ওই দিনে বলিউডে শুধু যে ময়দান এককভাবে মুক্তি পেয়েছে তা নয় ৷ বক্স অফিসে এই ছবিকে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে । বুধবার রাতে দুটি চলচ্চিত্রেরই প্রিভিউ উপস্থাপনা হওয়ারও কথা ছিল । তবে অক্ষয় ও টাইগারের ফিল্মের নির্মাতারা শেষ পর্যন্ত প্রিভিউ থেকে বেরিয়ে আসেন, ঈদে তাঁদের ছবিটি মুক্তি দেওয়ার জন্য ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আনুমানিক 100 কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে ময়দান ৷ তবে নির্ধারিত সময়সূচি থেকে চার বছর পিছিয়ে গিয়েছে এই ছবি । এই স্পোর্টস ড্রামার প্রযোজনা শুরু হয়েছিল 2020 সালে ৷ কিন্তু তারপর থেকে এটির মুক্তি বিলম্বিত হয়েছে । ছবিটি পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ শর্মা ৷ এটি ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে, যিনি বিশ্ববাসীর সামনে ভারতের অবস্থানকে উন্নীত করেছিলেন । রহিমের চরিত্রে অভিনয় করেছেন অজয় ৷ এ ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, প্রিয়মণি এবং গজরাজ রাও ৷

আরও পড়ুন:

  1. অগ্রিম বুকিংয়ে অজয়ের ময়দানকে ছাঁপিয়ে গেল অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
  2. 'রিটেক চেয়ে আমায় সরি বলেছিলেন অজয় স্যর', ময়দান নিয়ে আবেগতাড়িত আরিয়ান
  3. জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.