হায়দরাবাদ, 12 এপ্রিল: নানা ঝড়ঝাপটা পেরিয়ে অজয় দেবগনের দীর্ঘ প্রতীক্ষিত ফিল্ম ময়দান অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৷ আর শুরুতেই ভক্ত এবং সমালোচক উভয়ের কাছেই ইতিবাচক পর্যালোচনা পেয়েছে এই স্পোর্টস ড্রামা । তবে বক্স অফিসে প্রথম দিনে সেই ছাপ ফেলতে পারেনি অজয় দেবগনের ছবি ৷
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক অনুমান, মুভিটির উদ্বোধনী সপ্তাহান্তে উপার্জন হয়েছে প্রায় 7.10 কোটি টাকা । এর মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ ঈদের ছুটিতে সংগৃহীত হয়েছে 4.50 কোটি টাকা ৷ বুধবার প্রিভিউ শো থেকে 2.6 কোটি টাকা আয় হয়েছে ৷ অবশেষে একটি শালীন পরিসংখ্যানে পৌঁছনোর জন্য এবং ছবিটিকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য শনিবার এবং রবিবার দ্বিগুণ অঙ্কের আয় প্রয়োজন । এই স্পোর্টস ড্রামার হিন্দি শো 14.56 শতাংশ দখল করেছে বলে জানা গিয়েছে ৷ এই ছবি দেখার জন্য সিনেমা হলে সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় ৷
উল্লেখ্য, ওই দিনে বলিউডে শুধু যে ময়দান এককভাবে মুক্তি পেয়েছে তা নয় ৷ বক্স অফিসে এই ছবিকে টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার অভিনীত বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে । বুধবার রাতে দুটি চলচ্চিত্রেরই প্রিভিউ উপস্থাপনা হওয়ারও কথা ছিল । তবে অক্ষয় ও টাইগারের ফিল্মের নির্মাতারা শেষ পর্যন্ত প্রিভিউ থেকে বেরিয়ে আসেন, ঈদে তাঁদের ছবিটি মুক্তি দেওয়ার জন্য ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আনুমানিক 100 কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে ময়দান ৷ তবে নির্ধারিত সময়সূচি থেকে চার বছর পিছিয়ে গিয়েছে এই ছবি । এই স্পোর্টস ড্রামার প্রযোজনা শুরু হয়েছিল 2020 সালে ৷ কিন্তু তারপর থেকে এটির মুক্তি বিলম্বিত হয়েছে । ছবিটি পরিচালনা করেছেন অমিত রবিন্দরনাথ শর্মা ৷ এটি ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনকে ভিত্তি করে তৈরি হয়েছে, যিনি বিশ্ববাসীর সামনে ভারতের অবস্থানকে উন্নীত করেছিলেন । রহিমের চরিত্রে অভিনয় করেছেন অজয় ৷ এ ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, প্রিয়মণি এবং গজরাজ রাও ৷
আরও পড়ুন: