হায়দরাবাদ, 4 ফেব্রুয়ারি: চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও তাঁর ফিল্ম লাপাতা লেডিসের অডিশনে ফেল করিয়ে দিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী আমির খানকে ৷ ওই ছবির কাস্টিংয়ের জন্য কিরণের পছন্দ রবি কিষাণকে ৷ ধোবি ঘাট ফিল্ম দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশের পর থেকে 14 বছরের বিরতির পরে ফের পরিচালনায় প্রত্যাবর্তন করছেন কিরণ রাও ৷ লাপাতা লেডিসে শ্যাম মনোহর নামে রোগাপাতলা এক পুলিশকর্মীর ভূমিকায় কেন তিনি রবিকে নিতে চাইছেন তা খোলসা করেছেন কিরণ ৷
একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে কিরণ এই কাস্টিং সিদ্ধান্তের প্রেক্ষাপট শেয়ার করেছেন । লাপাতা লেডিসের প্রযোজক আমির খান এই ছবিতে একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন । যদিও কিরণ হাসতে হাসতে বলেন যে, তিনি রবি কিষাণের অডিশনে মোহিত হওয়ার পরে আমিরকে ওই চরিত্রের জন্য রিজেক্ট করেছিলেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
পোশাক এবং মেকআপ পরীক্ষা-সহ আমির যথেষ্ট ডেডিকেটেড থাকলেও, প্রয়োজনীয় চরিত্রের জন্য রবিকে বেশ রিফ্রেশিং বলে মনে হয়েছে কিরণের । তাঁর মতে, আমির যখন একটি ভূমিকায় থাকে, তখন এটি নির্দিষ্ট প্রত্যাশা থাকে তাঁর উপর, যেখানে কিষাণ বিস্ময়ের একটি উপাদান আনে, যেটা বেশ মনে ধরেছিল কিরণের ৷ এই গল্প বলতে গিয়ে মজার ছলে কিরণ বলেন, "আমি আমির খানকে প্রত্যাখ্যান করেছি ।"
তাঁকে প্রত্যাখ্যান পরেও আমির এ ক্ষেত্রে কিরণের সিদ্ধান্তের পক্ষে ছিলেন ৷ মিস্টার পারফেকশনিস্ট বুঝতে পেরেছিলেন যে, কিষাণের অনন্য পদ্ধতি চরিত্রটির প্রতি সুবিচার করবে । কিরণ অডিশনের সময় আমিরের প্রশংসনীয় অভিনয়ের কথা বলতে ভোলেননি ৷ কিরণের কথায়, "ও সত্যিই ভালো ৷"
লাপাতা লেডিসে নানা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব এবং নিতানশী গোয়েল । 2023 সালের আট সেপ্টেম্বর এই ছবির গ্র্যান্ড প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ 2001 সালের গ্রামীণ ভারত তুলে ধরা হয়েছে লাপাতা লেডিসে ৷ একটি ট্রেন থেকে দু'জন বধূ নিখোঁজ হওয়ার গল্প ঘিরে আবর্তিত হয়েছে ছবিটি ৷
আরও পড়ুন: