মুম্বই, 24 ফেব্রুয়ারি: মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে সাক্ষী ধোনির চরিত্রে অভিনয় করে এসেছিলেন পাদপ্রদীপের আলোয় ৷ পরবর্তীতে একাধিক কমেডি এবং রোম্যান্টিক ছবি উপহার দিয়ে বি-টাউনে জায়গা পোক্ত করেছেন কিয়ারা আদবানি ৷ কিন্তু তাঁর ফিল্মি কেরিয়ার লক্ষ্য করলে দেখা যায়, কোনও রকম অ্যাকশন ছবিতে বা স্টান্ট করতে দেখা যায়নি 'শেরশাহ' অভিনেত্রীকে ৷ এবার অনুরাগীদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে ৷ ফারহান আখতার পরিচালিত 'ডন 3' ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে কিয়ারা আদবানিকে ৷ ধুন্ধুমার অ্যাকশন করতে প্রস্তুত 'সত্যপ্রেম কী কথা' অভিনেত্রী ৷ রণবীর সিংয়ের বিপরীতে কিয়ারাকে দেখতে উৎসুক সিনে অনুরাগীরাও ৷
এই বিষয়ে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, "আমার বাড়িতে অ্যাকশন হিরো (সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারার স্বামী) রয়েছে ৷ যে অ্যাকশনে তুখোড় ৷ আমিও সেই রকম আলাদা কিছু করতে চাইছিলাম ৷ ফিল্মি কেরিয়ারে এই পরিবর্তন নিজের জন্যই দরকার ৷ ফলে এই অ্যাকশন জোনে কাজ করার ইচ্ছে আমার ছিল দীর্ঘদিন ধরেই ৷ এর আগে যেভাবে কাজ করে অভ্যস্ত, সেই অভ্যাসটা বদলানো খুব দরকার ছিল ৷ ফলে ফারহান আখতারের কাছ থেকে অ্যাকশন ছবির প্রস্তাব পেতেই আমি উচ্ছ্বসিত হয়ে পড়ি ৷"
তিনি আরও বলেন, "একজন অভিনেতা হিসাবে প্রতিনিয়ত অন্য চরিত্র পর্দায় তুলে ধরতে হয় ৷ বিশ্বাস করাতে হয়, পর্দায় যে চরিত্র ফুটিয়ে তুলছ, সেটাই তুমি ৷ ফলে 'ডন 3'র ক্ষেত্রেও জার্নিটা একই রকম ৷ আমাকে এর জন্য একাধিক প্রস্তুতি নিতে হচ্ছে ৷ আমি এর আগে কখনও অ্যাকশন ছবি করিনি ৷ ফলে এখন সময় এসেছে সেই জোনেও নিজেকে ভালো ভাবে মেলে ধরা ৷"
1978 সালে মুক্তি পাওয়া অমিতাভ বচ্চন-জিনত আমন অভিনীত 'ডন' আলোড়ন ফেলেছিল বক্সঅফিসে ৷ পরবর্তীতে আবারও 'ডন' পর্দায় ফিরিয়ে আনেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া ৷ 2006 সালে ও 2011 সালে মুক্তি পাওয়া 'ডন' ও 'ডন 2' ছবিতে ফারহান আখতার শাহরুখের বিপরীতে রোমা চরিত্রে আনেন 'দেশি গার্ল'কে ৷ এবার সেই জুতোয় পা গলাতে চলেছেন কিয়ারা ৷ রোমা চরিত্র যেভাবে মানুষের মনে ছাপ ফেলে রেখেছে তা ধরে রাখতে পারবেন বলে আশাবাদী কিয়ারা ৷ উল্লেখ্য, 2014 সালে ফাগলি ছবি দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ কিয়ারার ৷ পরবর্তী সময়ে 2018 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের লাস্ট স্টোরিজ ছবিতে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী ৷
সেই শুরু ৷ তারপর একে একে 'কবীর সিং', 'গুড নিউজ', 'ভুল ভুলাইয়া', 'জুগজুগ জিও', 'শেরশাহ', 'সত্যপ্রেম কী কথা' ছবিতে নিজের অভিনয়গুণের পরিচয় দিয়েছেন কিয়ারা ৷ তিনি সম্মেলনে উপস্থিত হয়ে জানিয়েছেন, সমালোচনা নিতে তিনি পছন্দ করেন ৷ কারণ এই সমালোচনা তাঁকে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায় ৷ ভালো কাজ করার তাগিদ তৈরি করে৷ প্রতিটা চরিত্র করার সময় আরও বেশি পরিশ্রম কার প্রেরণা আসে ৷ যা ফিল্মি কেরিয়ারে তাঁকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ৷ এবার নতুন এই চরিত্র কীভাবে পর্দায় মেলে ধরেন কিয়ারা, তা সময় বলবে ৷
আরও পডু়ন:
1. গোধূলি আলোয় একে অপরের হলেন রাকুল-জ্যাকি, দেখুন ম্যাজিক্যাল ভিডিয়ো
2. অম্বানি পুত্রের বিয়েতে বড় চমক, নিমন্ত্রিত বিশ্বের অন্যতম ধনীরা
3. ফের জুটিতে বরুণ-জাহ্নবী, শেষ হল 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ছবির শুটিং