ETV Bharat / entertainment

এ যেন 'কেজিএফ' 3! যশকে পিছনে ফেলতে পারে দেবের 'খাদান' - Khadaan Teaser Out - KHADAAN TEASER OUT

Khadaan Teaser: পুলিশের পোশাক ছেড়ে এবার মাফিয়া লুকে দেব ৷ প্রকাশ্যে এল 'খাদান' ছবির টিজার ৷ অ্যাকশন চরিত্রে দেব আরও রাফ অ্যান্ড টাফ ৷

Khadaan Teaser
'খাদান' টিজারের দৃশ্য (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 29, 2024, 12:20 PM IST

হায়দরাবাদ, 29 অগস্ট: বড়দিনে বড় ছবি নিয়ে পর্দায় আসছেন অভিনেতা দেব ৷ বৃহস্পতিবার সকালেই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন 'খাদান' ছবির টিজার ৷ কয়লাখনিতে মাফিয়া রাজ, বন্ধুত্ব-ভালোবাসা ও মারকাটারি অ্যাকশন, বিনোদন ও মশালার ভরপুর আমেজ রয়েছে এই টিজারে ৷

এদিন সোশাল মিডিয়ায় টিজার শেয়ার করে দেব লেখেন, "বন্ধুত্বের এক ঐতিহাসিক জার্নি শুরু হতে চলেছে ৷ তৈরি থাকুন খাদানের দুনিয়া দেখতে ৷ যেখানে ক্ষমতা আছে, লোভ আছে আর আছে সংঘাত ৷" অনেকদিন ধরেই এই ছবির খুঁটিনাটি বিষয় নিয়ে সামনে আনছিলেন দেব ৷ কখনও চরিত্রের মোশন পোস্টার আবার কখনও চরিত্রদের লুক ৷ প্রত্যেকবারই দর্শকদের আগ্রহ বাড়ছিল এই ছবি ঘিরে ৷ কারণ বিগত কয়েকবছর দেবকে পারিবারিক ছবিতে যেভাবে দেখা গিয়েছে সেখানে খাদান তাঁর কেরিয়ারে বড় গেম চেঞ্জার বলা যায় ৷

কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে 'খাদান' তৈরি করেছেন দেব ৷ এদিনের টিজার দেখার পর বিদ্যুতের মতো মাথায় খেলে যেতে পারে 'কেজিএফ'- সিনেমার দৃশ্য ৷ আবার কখনও মনে হতে পারে 'গুণ্ডে' ছবির দৃশ্য ভেসে উঠেছে৷ বিশেষ করে বাইকে চেপে দেব ও সঙ্গী যীশুর চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙা দেখে 'গুণ্ডে' সিনেমার কথা মনে আসতেই পারে ৷

টিজারে আরও একটা বিষয় নজর কাড়ল তা হল দেবের লুক ৷ একগাল দাড়ি, টল-ডার্ক-হ্যান্ডসাম দেবের ঠোঁটে জ্বলন্ত বিড়ি ৷ কথায় আঞ্চলিক ভাষার টান, সব মিলিয়ে, এই দেবকে পর্দায় চেনা দায় হবে দর্শকদের ৷ বোঝাই যাচ্ছে গত বছর 'প্রধান' চরিত্রে যে দেবের মুখে আদর্শের কথা শোনা গিয়েছে, সত্যের পথে হাঁটার কথা শোনা গিয়েছে, যেখানে দাঁড়িয়ে এই দেব হাতে দাঁ নিয়ে যেভাবে বিরোধীদের নাশ করছে, তা দেখে অবাক হবেন দর্শকরা ৷ বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুজিত দত্ত (রিনো) পরিচালিত 'খাদান' ৷ মুখ্যচরিত্রে দেব ও যীশু সেনগুপ্তর পাশাপাশি রয়েছেন বর্খা, ইধিকা-সহ আরও অনেকে ৷

হায়দরাবাদ, 29 অগস্ট: বড়দিনে বড় ছবি নিয়ে পর্দায় আসছেন অভিনেতা দেব ৷ বৃহস্পতিবার সকালেই সোশাল মিডিয়ায় শেয়ার করলেন 'খাদান' ছবির টিজার ৷ কয়লাখনিতে মাফিয়া রাজ, বন্ধুত্ব-ভালোবাসা ও মারকাটারি অ্যাকশন, বিনোদন ও মশালার ভরপুর আমেজ রয়েছে এই টিজারে ৷

এদিন সোশাল মিডিয়ায় টিজার শেয়ার করে দেব লেখেন, "বন্ধুত্বের এক ঐতিহাসিক জার্নি শুরু হতে চলেছে ৷ তৈরি থাকুন খাদানের দুনিয়া দেখতে ৷ যেখানে ক্ষমতা আছে, লোভ আছে আর আছে সংঘাত ৷" অনেকদিন ধরেই এই ছবির খুঁটিনাটি বিষয় নিয়ে সামনে আনছিলেন দেব ৷ কখনও চরিত্রের মোশন পোস্টার আবার কখনও চরিত্রদের লুক ৷ প্রত্যেকবারই দর্শকদের আগ্রহ বাড়ছিল এই ছবি ঘিরে ৷ কারণ বিগত কয়েকবছর দেবকে পারিবারিক ছবিতে যেভাবে দেখা গিয়েছে সেখানে খাদান তাঁর কেরিয়ারে বড় গেম চেঞ্জার বলা যায় ৷

কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে 'খাদান' তৈরি করেছেন দেব ৷ এদিনের টিজার দেখার পর বিদ্যুতের মতো মাথায় খেলে যেতে পারে 'কেজিএফ'- সিনেমার দৃশ্য ৷ আবার কখনও মনে হতে পারে 'গুণ্ডে' ছবির দৃশ্য ভেসে উঠেছে৷ বিশেষ করে বাইকে চেপে দেব ও সঙ্গী যীশুর চলন্ত মালগাড়ির ওয়াগন ভাঙা দেখে 'গুণ্ডে' সিনেমার কথা মনে আসতেই পারে ৷

টিজারে আরও একটা বিষয় নজর কাড়ল তা হল দেবের লুক ৷ একগাল দাড়ি, টল-ডার্ক-হ্যান্ডসাম দেবের ঠোঁটে জ্বলন্ত বিড়ি ৷ কথায় আঞ্চলিক ভাষার টান, সব মিলিয়ে, এই দেবকে পর্দায় চেনা দায় হবে দর্শকদের ৷ বোঝাই যাচ্ছে গত বছর 'প্রধান' চরিত্রে যে দেবের মুখে আদর্শের কথা শোনা গিয়েছে, সত্যের পথে হাঁটার কথা শোনা গিয়েছে, যেখানে দাঁড়িয়ে এই দেব হাতে দাঁ নিয়ে যেভাবে বিরোধীদের নাশ করছে, তা দেখে অবাক হবেন দর্শকরা ৷ বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুজিত দত্ত (রিনো) পরিচালিত 'খাদান' ৷ মুখ্যচরিত্রে দেব ও যীশু সেনগুপ্তর পাশাপাশি রয়েছেন বর্খা, ইধিকা-সহ আরও অনেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.