ETV Bharat / entertainment

'ভুল ভুলাইয়া 3' শুটিংয়ের প্রথম দিনের ঝলক শেয়ার কার্তিকের - Bhool Bhulaiyaa 3

'Bhool Bhulaiyaa 3' Shoot: ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি ৷ 'ভুল ভুলাইয়া 3' নিয়ে উচ্ছ্বসিত কার্তিক আরিয়ান ৷ সোশাল মিডিয়ায় শুটিংয়ের প্রথম দিনের ঝলক শেয়ার করলেন অভিনেতা । সঙ্গে কী লিখলেন তিনি ?

Bhool Bhulaiyaa 3
ভুল ভুলাইয়া 3
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 5:39 PM IST

মুম্বই, 10 মার্চ: কার্তিক আরিয়ানের আসন্ন ছবি 'ভুল ভুলাইয়া 3' ৷ এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের 'রুহ বাবা'কে ৷ 'ভুল ভুলাইয়া 3' তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি, তা আগেই ঘোষণা করেছেন কার্তিক আরিয়ান ৷ শনিবার থেকে শুটিং শুরু হয়েছে 'ভুল ভুলাইয়া 3' ছবির ৷ এবার সেই শুটিয়ের কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই হ্যান্সাম হ্যাঙ্ক ৷ ইনস্টাগ্রামে 'শেহজাদা' খ্যাত অভিনেতা ছবির ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে লেখেন, "আমরা যাত্রা শুরু করলাম ।" ছবির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে 'ভুল ভুলইয়া 2'-এর টাইটেল ট্র্যাকও যুক্ত করেছেন তিনি ।

'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির থার্ড সিনেমাটি পরিচালনা করছেন আনিস বাজমি ৷ 'ভুল ভুলাইয়া 3' প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান এবং তৃপ্তি দিমরির মতো অভিনেত্রীরা ৷ চলতি বছরের দিওয়ালিতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে । আনিস বাজমি 'ভুল ভুলাইয়া 2'-এর পরিচালক ছিলেন ৷ তবে প্রথম ফিল্ম 'ভুল ভুলাইয়া' পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন এবং এতে বিদ্যার পাশাপাশি অভিনয় করেছিলেন অক্ষয় কুমার । দ্বিতীয়টিতে, তাবু ও কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কার্তিক ।

Bhool Bhulaiyaa 3
শুটিংয়ের প্রথম দিনের ঝলক শেয়ার কার্তিকের

চলচ্চিত্র নির্মাতা ভূষণ কুমার 'ভুল ভুলাইয়া' নিয়ে বলেন, "ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে ৷ আনিসের মতো একটি সৃজনশীল মন এবং কার্তিকের মতো অবিশ্বাস্য প্রতিভাবান অভিনেতার সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুব খুশি ৷ আমরা একটি সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রস্তুত যা ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলিকে সম্মান দেবে এবং আগামীতে দর্শকদের দ্বিগুণ হাসি ও রোমাঞ্চে ভরিয়ে তুলবে ।"

কার্তিক আরিয়ান সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'চান্দু চ্যাম্পিয়ন'-এর শুটিং শেষ করেছেন । কবির খান পরিচালিত 'চান্দু চ্যাম্পিয়ন' একজন ক্রীড়াবিদের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত । চান্দু চরিত্রে অভিনয় করেছেন কার্তিক । 'চান্দু চ্যাম্পিয়ন' হল পরিচালক কবির খানের সঙ্গে কার্তিকের প্রথম কাজ । 'ভুল ভুলাইয়া 3' ছাড়াও পরিচালক অনুরাগ বসুর পরবর্তী ছবি 'আশিকি 3'তেও দেখা যাবে কার্তিককে ।

আরও পড়ুন:

  1. কেরিয়ারের সবচেয়ে বড় ছবির শুটিং শুরুর আগে এ কী করলেন কার্তিক !
  2. রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে
  3. প্রাক্তন প্রেমিক কার্তিকের জন্মদিনে শুভেচ্ছা সারার

মুম্বই, 10 মার্চ: কার্তিক আরিয়ানের আসন্ন ছবি 'ভুল ভুলাইয়া 3' ৷ এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউডের 'রুহ বাবা'কে ৷ 'ভুল ভুলাইয়া 3' তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি, তা আগেই ঘোষণা করেছেন কার্তিক আরিয়ান ৷ শনিবার থেকে শুটিং শুরু হয়েছে 'ভুল ভুলাইয়া 3' ছবির ৷ এবার সেই শুটিয়ের কিছু ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই হ্যান্সাম হ্যাঙ্ক ৷ ইনস্টাগ্রামে 'শেহজাদা' খ্যাত অভিনেতা ছবির ক্ল্যাপবোর্ডের ছবি শেয়ার করে লেখেন, "আমরা যাত্রা শুরু করলাম ।" ছবির সঙ্গে ব্যাকগ্রাউন্ডে 'ভুল ভুলইয়া 2'-এর টাইটেল ট্র্যাকও যুক্ত করেছেন তিনি ।

'ভুল ভুলাইয়া' ফ্র্যাঞ্চাইজির থার্ড সিনেমাটি পরিচালনা করছেন আনিস বাজমি ৷ 'ভুল ভুলাইয়া 3' প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান এবং তৃপ্তি দিমরির মতো অভিনেত্রীরা ৷ চলতি বছরের দিওয়ালিতে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে । আনিস বাজমি 'ভুল ভুলাইয়া 2'-এর পরিচালক ছিলেন ৷ তবে প্রথম ফিল্ম 'ভুল ভুলাইয়া' পরিচালনা করেছিলেন প্রিয়দর্শন এবং এতে বিদ্যার পাশাপাশি অভিনয় করেছিলেন অক্ষয় কুমার । দ্বিতীয়টিতে, তাবু ও কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কার্তিক ।

Bhool Bhulaiyaa 3
শুটিংয়ের প্রথম দিনের ঝলক শেয়ার কার্তিকের

চলচ্চিত্র নির্মাতা ভূষণ কুমার 'ভুল ভুলাইয়া' নিয়ে বলেন, "ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে ৷ আনিসের মতো একটি সৃজনশীল মন এবং কার্তিকের মতো অবিশ্বাস্য প্রতিভাবান অভিনেতার সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুব খুশি ৷ আমরা একটি সিনেমাটিক অভিজ্ঞতা দিতে প্রস্তুত যা ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলিকে সম্মান দেবে এবং আগামীতে দর্শকদের দ্বিগুণ হাসি ও রোমাঞ্চে ভরিয়ে তুলবে ।"

কার্তিক আরিয়ান সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'চান্দু চ্যাম্পিয়ন'-এর শুটিং শেষ করেছেন । কবির খান পরিচালিত 'চান্দু চ্যাম্পিয়ন' একজন ক্রীড়াবিদের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত । চান্দু চরিত্রে অভিনয় করেছেন কার্তিক । 'চান্দু চ্যাম্পিয়ন' হল পরিচালক কবির খানের সঙ্গে কার্তিকের প্রথম কাজ । 'ভুল ভুলাইয়া 3' ছাড়াও পরিচালক অনুরাগ বসুর পরবর্তী ছবি 'আশিকি 3'তেও দেখা যাবে কার্তিককে ।

আরও পড়ুন:

  1. কেরিয়ারের সবচেয়ে বড় ছবির শুটিং শুরুর আগে এ কী করলেন কার্তিক !
  2. রাজবাড়িতেই ফিরছে মঞ্জুলিকা বিদ্যা-কার্তিক, 'ভুলভুলাইয়া 3' মুক্তির তারিখ প্রকাশ্যে
  3. প্রাক্তন প্রেমিক কার্তিকের জন্মদিনে শুভেচ্ছা সারার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.