ETV Bharat / entertainment

মাথা নোয়ালেন কঙ্গনা, ছবির জন্য চরম হার স্বীকার বলিউড কুইনের - Kangana Ranaut Emergency - KANGANA RANAUT EMERGENCY

Emergency Movie Release Update: 'এমারজেন্সি' বিতর্কে হতে চলেছে নিষ্পত্তি ? মনে করা হচ্ছে খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কঙ্গনা রানাওয়াত পরিচালত-অভিনীত এই ছবি ৷ সিবিএফসি-র সঙ্গে দ্বন্দ্ব মেটাতে কী কী শর্ত মানছে হচ্ছে বলিউড 'কুইন'কে?

Emergency Movie Release Update
কবে মুক্তি পাচ্ছে 'এমারজেন্সি'? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 30, 2024, 5:20 PM IST

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: প্রায় একমাস নানা টালবাহানা-বিতর্ক সামলে অবশেষে আশার আলো দেখছে কঙ্গনা রানাওয়াত পরিচালিত ও অভিনীত 'এমারজেন্সি' ছবি ৷ 6 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ছবির মুক্তির কথা থাকলেও বাধ সাধে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ৷ জল গড়ায় আদালত পর্যন্ত ৷ সোমবার ছবিকে ঘিরে খুশির খবর এলেও একপ্রকার হার মানতে বাধ্য হলেন বলিউডের 'ঝাঁসির রানি' ৷ সিবিএফসি-র সংশোধন কমিটির কথা মেনে ছবিতে বিশেষ কিছু দৃশ্য বদলাতে রাজি হয়েছে ছবির প্রযোজকরা ৷

সিবিএফসি-র তরফে ছবির শংসাপত্র না পাওয়ায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রযোজক কোম্পানি জি স্টোডিয়োজ ৷ সোমবার সেই মামলার শুনানিতে প্রযোজকের তরফে আইনজীবী জানিয়েছেন, সংশোধন কমিটি সিনেমার দৃশ্যে যে সকল পরিবর্তনের কথা বলেছে তা মেনে নিচ্ছে ছবির টিম ৷ ইতিমধ্যেই সংশোধন কমিটির প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য কাজ শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার, 3 অক্টোবর ৷

এর আগে এক্স হ্যান্ডেলে কঙ্গনা সিবিএফসি-র সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ৷ তিনি সিবিএফসি'র সমালোচনা করে লেখেন, "বিষয়টা সম্পূর্ণ অবৈধ ৷" এমনকী, আদালতে যে সিবিএফসি-র মুখ পুড়েছে সেই নিয়েও এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন কঙ্গনা ৷ আইএএনএস-এ দেওয়া এক সাক্ষাৎকারে 'কুইন' বলেন, "ছবির মুক্তিতে অনেক দেরি হচ্ছে ৷ আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ৷ আমি দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাব ৷ আমি আমার সিনেমাকে রক্ষা করার জন্য আদালতেরও শরনাপন্ন হব ৷ শুধুমাত্র হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে ইতিহাস বদলানো যায় না ৷"

তিনি আরও বলেন, "আমাদের পর্দায় সত্যিটা দেখাতে হবে ৷ একজন 70 বছর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে তাঁর বাড়ির বাগানে 30-35 বার গুলি চালিয়ে খুন করা হয়েছে ৷ কেউ তো তাঁকে খুন করেছে ৷ আর সেটাই দেখাতে চাইলে বলা হচ্ছে মানুষের ভাবাবেগে আঘাত করা হচ্ছে ৷ কিন্তু তোমাকে তো ইতিহাসটা দেখাতে হবে যে তিনি কিভাবে মারা গিয়েছেন ৷"

প্রসঙ্গত, এই ছবির ট্রেলার সামনে আসার পরেই ক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন সংগঠন ৷ বিশেষ করে শিখ সম্প্রদায়ের তরফে এই ছবির মুক্তি নিয়ে আপত্তি জানানো হয় প্রথম থেকেই ৷ শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (SGPC)-ও এই ছবির মুক্তির বিপক্ষে যায় ৷ ছবি ব্যান করার জন্য আর্জি জানানো হয় ৷ এখন দেখার, ছবির কোন কোন দৃশ্য বাদ দিতে রাজি হন কঙ্গনা রানাওয়াত ও ছবির প্রযোজকগণ ৷

হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর: প্রায় একমাস নানা টালবাহানা-বিতর্ক সামলে অবশেষে আশার আলো দেখছে কঙ্গনা রানাওয়াত পরিচালিত ও অভিনীত 'এমারজেন্সি' ছবি ৷ 6 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ছবির মুক্তির কথা থাকলেও বাধ সাধে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) ৷ জল গড়ায় আদালত পর্যন্ত ৷ সোমবার ছবিকে ঘিরে খুশির খবর এলেও একপ্রকার হার মানতে বাধ্য হলেন বলিউডের 'ঝাঁসির রানি' ৷ সিবিএফসি-র সংশোধন কমিটির কথা মেনে ছবিতে বিশেষ কিছু দৃশ্য বদলাতে রাজি হয়েছে ছবির প্রযোজকরা ৷

সিবিএফসি-র তরফে ছবির শংসাপত্র না পাওয়ায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল প্রযোজক কোম্পানি জি স্টোডিয়োজ ৷ সোমবার সেই মামলার শুনানিতে প্রযোজকের তরফে আইনজীবী জানিয়েছেন, সংশোধন কমিটি সিনেমার দৃশ্যে যে সকল পরিবর্তনের কথা বলেছে তা মেনে নিচ্ছে ছবির টিম ৷ ইতিমধ্যেই সংশোধন কমিটির প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য কাজ শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার, 3 অক্টোবর ৷

এর আগে এক্স হ্যান্ডেলে কঙ্গনা সিবিএফসি-র সিদ্ধান্তের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ৷ তিনি সিবিএফসি'র সমালোচনা করে লেখেন, "বিষয়টা সম্পূর্ণ অবৈধ ৷" এমনকী, আদালতে যে সিবিএফসি-র মুখ পুড়েছে সেই নিয়েও এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন কঙ্গনা ৷ আইএএনএস-এ দেওয়া এক সাক্ষাৎকারে 'কুইন' বলেন, "ছবির মুক্তিতে অনেক দেরি হচ্ছে ৷ আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ৷ আমি দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাব ৷ আমি আমার সিনেমাকে রক্ষা করার জন্য আদালতেরও শরনাপন্ন হব ৷ শুধুমাত্র হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে ইতিহাস বদলানো যায় না ৷"

তিনি আরও বলেন, "আমাদের পর্দায় সত্যিটা দেখাতে হবে ৷ একজন 70 বছর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে তাঁর বাড়ির বাগানে 30-35 বার গুলি চালিয়ে খুন করা হয়েছে ৷ কেউ তো তাঁকে খুন করেছে ৷ আর সেটাই দেখাতে চাইলে বলা হচ্ছে মানুষের ভাবাবেগে আঘাত করা হচ্ছে ৷ কিন্তু তোমাকে তো ইতিহাসটা দেখাতে হবে যে তিনি কিভাবে মারা গিয়েছেন ৷"

প্রসঙ্গত, এই ছবির ট্রেলার সামনে আসার পরেই ক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন সংগঠন ৷ বিশেষ করে শিখ সম্প্রদায়ের তরফে এই ছবির মুক্তি নিয়ে আপত্তি জানানো হয় প্রথম থেকেই ৷ শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি (SGPC)-ও এই ছবির মুক্তির বিপক্ষে যায় ৷ ছবি ব্যান করার জন্য আর্জি জানানো হয় ৷ এখন দেখার, ছবির কোন কোন দৃশ্য বাদ দিতে রাজি হন কঙ্গনা রানাওয়াত ও ছবির প্রযোজকগণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.