ETV Bharat / entertainment

দীপাবলির উপহার, কাঞ্চন-শ্রীময়ীর কোলে ছোট্ট 'কৃষভি' - KANCHAN SREEMOYEE HAVE BABY GIRL

ফের বাবা হলেন কাঞ্জন মল্লিক ৷ দুই থেকে তিনে পরিণত টলিকাপল কাঞ্চন ও শ্রীময়ী ৷ বিয়ের 8 মাসের মাথায় কোল আলো করে লক্ষ্মী এল ৷

Etv Bharat
কাঞ্চন-শ্রীময়ীর কোলে ছোট্ট 'কৃষভি' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 2, 2024, 11:03 PM IST

কলকাতা, 2 নভেম্বর: দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়ে আনন্দে আত্মহারা কাঞ্চন। স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (মল্লিক) কন্যা সন্তানের জন্ম দিতেই সোশাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করলেন ৷ তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক সোশালে লিখলেন, "আমরা এখন তিন জনের পরিবার। দয়া করে আমাদের ছোট্ট মেয়েকে আশীর্বাদ করুন..."৷ পাশাপাশি কাঞ্চন এবং শ্রীময়ী তাঁদের মেয়ের নামও জানিয়ে দিয়েছেন সোশালে ৷

পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা অনুরাগীদের। ছোট্ট 'কৃষভি'কে দীপাবলির উপহারই বলছেন নেটাগরিকরা ৷ আলোর উৎসবে লক্ষ্মীও এল ঘর আলো করে, এমনটাও কোনও ভক্ত লিখেছেন টলি সেলেবের শেয়ার করা পোস্টের নীচে ৷ মা এবং মেয়ে দু'জনেই ভালো আছে। এখন বেজায় খুশি কাঞ্চন মল্লিক। বাবা না মায়ের মতো হয়েছেন কৃষভি তা এখনই বোঝা যাচ্ছে না বলে কাঞ্চনের মত।

গতবছর 2 মার্চ সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। প্রায়ই তারকা দম্পতির একে অপরের সঙ্গে আদুরে ছবি নজরে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় তাঁরা। আত্মীয়স্বজন এবং কাছের মামুষদের নিয়ে চার হাত এক হয় দু'জনের ৷ দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। সেখানে সমস্ত নিয়মকানুন মেনেই বিয়ে সারেন তাঁরা। নিজের বিয়ের বেনারসীর ডিজাইন নিজেই করেছিলেন শ্রীময়ী। কারণ এই বিষয়ে কাউকে ভরসা করতে পারেননি তিনি। বিয়ের রাতে তাঁকে লাল বেনারসীর সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায়। অন্যদিকে, কাঞ্চনের পরনে ছিল লাল পাড়ের কাজ করা সাদা পঞ্জাবি এবং ধুতি। খাদ্যতালিকাতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া।

কলকাতা, 2 নভেম্বর: দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়ে আনন্দে আত্মহারা কাঞ্চন। স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (মল্লিক) কন্যা সন্তানের জন্ম দিতেই সোশাল মিডিয়ায় খুশির খবর শেয়ার করলেন ৷ তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক সোশালে লিখলেন, "আমরা এখন তিন জনের পরিবার। দয়া করে আমাদের ছোট্ট মেয়েকে আশীর্বাদ করুন..."৷ পাশাপাশি কাঞ্চন এবং শ্রীময়ী তাঁদের মেয়ের নামও জানিয়ে দিয়েছেন সোশালে ৷

পোস্ট করতেই শুভেচ্ছার বন্যা অনুরাগীদের। ছোট্ট 'কৃষভি'কে দীপাবলির উপহারই বলছেন নেটাগরিকরা ৷ আলোর উৎসবে লক্ষ্মীও এল ঘর আলো করে, এমনটাও কোনও ভক্ত লিখেছেন টলি সেলেবের শেয়ার করা পোস্টের নীচে ৷ মা এবং মেয়ে দু'জনেই ভালো আছে। এখন বেজায় খুশি কাঞ্চন মল্লিক। বাবা না মায়ের মতো হয়েছেন কৃষভি তা এখনই বোঝা যাচ্ছে না বলে কাঞ্চনের মত।

গতবছর 2 মার্চ সাত পাকে বাঁধা পড়েন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। প্রায়ই তারকা দম্পতির একে অপরের সঙ্গে আদুরে ছবি নজরে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় তাঁরা। আত্মীয়স্বজন এবং কাছের মামুষদের নিয়ে চার হাত এক হয় দু'জনের ৷ দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে বসেছিল তাঁদের বিয়ের আসর। সেখানে সমস্ত নিয়মকানুন মেনেই বিয়ে সারেন তাঁরা। নিজের বিয়ের বেনারসীর ডিজাইন নিজেই করেছিলেন শ্রীময়ী। কারণ এই বিষয়ে কাউকে ভরসা করতে পারেননি তিনি। বিয়ের রাতে তাঁকে লাল বেনারসীর সঙ্গে গা ভর্তি সোনার গয়না, শোলার মুকুট, আকন্দ ফুলের মালায় দেখা যায়। অন্যদিকে, কাঞ্চনের পরনে ছিল লাল পাড়ের কাজ করা সাদা পঞ্জাবি এবং ধুতি। খাদ্যতালিকাতেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.