ETV Bharat / entertainment

বিটাউনের 'বাজিগর'কে হারালেন প্রভাস, ভারতীয় সিনেমায় বিশেষ জায়গা পেলেন 'বাহুবলি' তারকা - Kalki 2898 AD Beats Jawan

Kalki 2898 AD become biggest hit of the year: 'জওয়ান' শাহরুখ খানকে হারালেন প্রভাস ৷ বক্সঅফিসে 'কল্কি'র বাজিমাত ৷ 40তম দিনে ভারতে ছবির কালেকশনের দিক থেকে বাদশাকে পিছনে ফেললেন 'বাহুবলি' তারকা ৷

Kalki 2898 AD become biggest hit of the year
ভারতীয় সিনেমায় বিশেষ জায়গা পেলেন 'বাহুবলি' তারকা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 6, 2024, 7:04 PM IST

হায়দরাবাদ, 6 অগস্ট: চলতি বছর প্রভাসের 'কল্কি 2898 এডি' ফিল্ম ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় গেম চেঞ্জার বলা যায় ৷ বিগত 40 দিন ধরে বক্সঅফিস ধরে রেখেছে নাগ অশ্বিনের এই ছবি ৷ এবার কালেকশনের দিক থেকে অবশেষে এই ছবি মাত দিল শাহরুখ খানের 'জওয়ান'কে ৷

ভারতীয় সিনেমায় 'কল্কি' জায়গা করে নিয়েছে চতুর্থতম সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় ৷ প্রথম স্থানে রয়েছে 'বাহুহলি 2 দ্য কনক্লুশন', দ্বিতীয় স্থানে রয়েছে 'কেজিএফ 2' ও তৃতীয় স্থানে রয়েছে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ৷ চতুর্থতম স্থানে ছিল অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ৷ ভারতে এই ছবি আয় করেছিল 640.25 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, সব ভাষা মিলিয়ে কল্কি ভারতীয় বক্সঅফিসে 640.38 কোটি টাকা আয় করে নিয়েছে ৷ যা জওয়ান ছবির লাইফটাইম রেকর্ডকে ক্রস করে গিয়েছে ৷ শুধু তাই নয়, নেট ও গ্রস দুদিক থেকেই 'জওয়ান'কে পিছনে ফেলেছে প্রভাসের 'কল্কি' ৷

Kalki 2898 AD become biggest hit of the year
স্যাকনিল্ক অনুযায়ী তালিকা (ইটিভি ভারত)

প্রথম সপ্তাহেই 'কল্কি' আয় করে নেয় 414.45 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে আয় হয় 128.5 কোটি টাকা ৷ তৃতীয় সপ্তাহে ছবির ঝুলিতে আসে 56.1 কোটি ও চতুর্থ সপ্তাহে আসে 24.4 কোটি টাকা ৷ পঞ্চম সপ্তাহেও বক্সঅফিসে ভালো ব্যবসার মুখ দেখে নাগ দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত এই ছবি ৷ আয় হয় 12.1 কোটি টাকা ৷ ছয় সপ্তাহের মাথায় শুক্রবার আয় হয় 65 লাখ, শনিবার আয় হয় 1.35 কোটি ও রবিবার আয় হয় 1.85 কোটি টাকা ৷ সবমিলিয়ে মোট আয় গিয়ে দাঁড়ায় 640.15 কোটি টাকায় ৷

বক্সঅফিসে একাধিক ছবির সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে নিজের জায়গা ধরে রাখতে পারল প্রভাসের ছবি ৷ সামনে রয়েছে আরও বেশ কিছু বড় বাজেটের সিনেমা ৷ 15 অগস্ট যা মুক্তি পাবে ৷ সেই ছবির সঙ্গে কেমন টক্কর দেয় 'কল্কি 2898 এডি', তা বলবে সময় ৷

হায়দরাবাদ, 6 অগস্ট: চলতি বছর প্রভাসের 'কল্কি 2898 এডি' ফিল্ম ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় গেম চেঞ্জার বলা যায় ৷ বিগত 40 দিন ধরে বক্সঅফিস ধরে রেখেছে নাগ অশ্বিনের এই ছবি ৷ এবার কালেকশনের দিক থেকে অবশেষে এই ছবি মাত দিল শাহরুখ খানের 'জওয়ান'কে ৷

ভারতীয় সিনেমায় 'কল্কি' জায়গা করে নিয়েছে চতুর্থতম সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় ৷ প্রথম স্থানে রয়েছে 'বাহুহলি 2 দ্য কনক্লুশন', দ্বিতীয় স্থানে রয়েছে 'কেজিএফ 2' ও তৃতীয় স্থানে রয়েছে এসএস রাজামৌলি পরিচালিত 'আরআরআর' ৷ চতুর্থতম স্থানে ছিল অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ৷ ভারতে এই ছবি আয় করেছিল 640.25 কোটি টাকা ৷ ইন্ডাষ্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, সব ভাষা মিলিয়ে কল্কি ভারতীয় বক্সঅফিসে 640.38 কোটি টাকা আয় করে নিয়েছে ৷ যা জওয়ান ছবির লাইফটাইম রেকর্ডকে ক্রস করে গিয়েছে ৷ শুধু তাই নয়, নেট ও গ্রস দুদিক থেকেই 'জওয়ান'কে পিছনে ফেলেছে প্রভাসের 'কল্কি' ৷

Kalki 2898 AD become biggest hit of the year
স্যাকনিল্ক অনুযায়ী তালিকা (ইটিভি ভারত)

প্রথম সপ্তাহেই 'কল্কি' আয় করে নেয় 414.45 কোটি টাকা ৷ দ্বিতীয় সপ্তাহে আয় হয় 128.5 কোটি টাকা ৷ তৃতীয় সপ্তাহে ছবির ঝুলিতে আসে 56.1 কোটি ও চতুর্থ সপ্তাহে আসে 24.4 কোটি টাকা ৷ পঞ্চম সপ্তাহেও বক্সঅফিসে ভালো ব্যবসার মুখ দেখে নাগ দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান অভিনীত এই ছবি ৷ আয় হয় 12.1 কোটি টাকা ৷ ছয় সপ্তাহের মাথায় শুক্রবার আয় হয় 65 লাখ, শনিবার আয় হয় 1.35 কোটি ও রবিবার আয় হয় 1.85 কোটি টাকা ৷ সবমিলিয়ে মোট আয় গিয়ে দাঁড়ায় 640.15 কোটি টাকায় ৷

বক্সঅফিসে একাধিক ছবির সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে নিজের জায়গা ধরে রাখতে পারল প্রভাসের ছবি ৷ সামনে রয়েছে আরও বেশ কিছু বড় বাজেটের সিনেমা ৷ 15 অগস্ট যা মুক্তি পাবে ৷ সেই ছবির সঙ্গে কেমন টক্কর দেয় 'কল্কি 2898 এডি', তা বলবে সময় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.