কলকাতা, 27 জুন: মুক্তি পেল নাগ অশ্বিন পরিচালিত দক্ষিণী ছবি 'কল্কি 2898 এডি'। কলকাতার বুকে বিভিন্ন সিনেমা হলে একাধিক শো টাইম পেয়েছে মাইথোলজিক্যাল সায়েন্স-ফিকশন এই ছবি। ইতিমধ্যেই ছবির পজিটিভ রিভিউ ছড়িয়ে পড়েছে সোশাল মাধ্যমে ৷ শহর কলকাতায় তার রেশ কতটা, ঘুরে দেখল ইটিভি ভারত ৷
কলকাতার বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন, সকাল থেকেই দর্শক টানতে শুরু করেছে প্রভাস, অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, কমল হাসান ও শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত 'কল্কি 2898 এডি' ৷ বিশেষ করে সিনেমা হলের বাইরে লম্বা লাইন দেখা যায় ওয়াই জেনেরশনকে ৷ কোন অভিনেতার টানে তাঁরা এই ছবি দেখছেন? ইটিভি ভারতের প্রশ্নে একবাক্যে সকলে স্বীকার করেন প্রভাস ও অমিতাভ বচ্চনের জন্য এই ছবি তাঁরা দেখতে এসেছেন ৷ আবার কোনও অনুরাগী জানান, দীপিকা পাড়ুকোন আছেন, সিনেমা দেখার জন্য এই কারণ যথেষ্ট ৷
হলিউডের মতো ভিএফএক্সের ম্যাজিকের ছোট্ট ঝলক ট্রেলারেই দেখা গিয়েছে ৷ এমনকী, নির্মাতাদের তরফে মুক্তি পাওয়া ছবির নেপথ্যে শুটিং সেটের ভিডিয়ো দেখেও আন্দাজ করা গিয়েছে ৷ কিন্তু 70 এমএম-এর পর্দায় প্রভাস-অমিতাভকে দেখার যে আলাদা মজা রয়েছে, তাও স্বীকার করেছেন প্রেক্ষাগৃহের সামনে উপস্থিত দর্শকরা ৷ ইতিমধ্যেই, জানা গিয়েছে, ছবিতে নেতিবাচক চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ৷ পর্দায় তাঁর বস অভিনেতা কমল হাসন ৷ বলা বাহুল্য, দক্ষিণী সিনে জগতে বাংলার অভিনেতার এই জার্নি গৌরবের ৷ ফলে, নেতিবাচক চরিত্রে প্রভাস-অমিতাভ ও বিগবি'র সঙ্গে সমান তালে বাংলার অপু কেমন টেক্কা দেন, তা দেখতেও আগ্রহী অনুরাগীরা ৷
প্রথম দিনে টিকিট বিক্রির ক্ষেত্রে অজন্তার তরফে শতদীপ সাহা বলেন, "হিন্দি ভাষায় কল্কির টিকিট ভালোই বিক্রি হয়েছে ৷" অশোকা সিনেমা হলের তরফে প্রবীর বলেন, "প্রথম দিনের কালেকশন মোটামুটি ৷ আশা করা যায়, এই উইকএন্ডে ছবির কালেকশন ভালোই হবে ৷" প্রিয়া প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ দত্ত বলেন, "ভালো বিক্রি হয়েছে টিকিট। জানুয়ারি মাস থেকে যে সমস্যা ছিল সেই অনুপাতে এই ছবির প্রথম দিনেই বিক্রি বেশ ভালো।"
দক্ষিণী ছবির মুক্তি নিয়ে বাংলায় উচ্ছ্বাস সবসময়ই দেখা যায় ৷ বাহুবলি থেকে পুষ্পা প্রতিটি ছবিই বাংলা তথা কলকাতায় ভালো ব্যবসা করেছে ৷ তবে তাঁর মাঝেই প্রশ্ন ওঠে বিগ বাজেটের ছবিকে হল দিতে গিয়ে, অনেক বাংলা ছবি নামিয়ে নেওয়া হয় ৷ তবে এবার নাকি, এমনটা হয়নি ৷ প্রিয়া প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ বলেন, "এমন অভিযোগ প্রায় সময় ওঠে ৷ তবে দিনের শেষে ব্যবসা কথা বলে ৷ সকলেই ব্যবসা করতে চান ৷ এখন কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত অযোগ্য ভালো কালেকশন দিচ্ছে ৷ তাই সেই ছবির শো-ও ভালো মতো চলছে ৷ পাশাপাশি, 'কল্কি'ও ভালো ব্যবসা দিচ্ছে ৷" দক্ষিণ কলকাতার অশোকা, অজন্তা হলের তরফেও তেমনই বার্তা দেওয়া হয়েছে ৷ 'কল্কি'র পাশাপাশি অন্য সময়ে বহাল তবিয়তে চলছে 'অযোগ্য', 'মুঞ্জা'।
উল্লেখ্য, হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, ইংরেজি ভাষায় মুক্তি পেয়েছে নাগ অশ্বিনের কল্কি 2898 এডি ৷ ছবির শ্যুটিং হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটিতে। ছবির শুরুতেই তাই রামোজি রাওকে শ্রদ্ধা জানিয়ে স্ক্রিনে ভেসে ওঠে 'লেজেন্ডস লিভ ফরএভার'।