মুম্বই, 12 অক্টোবর: মায়ানগরী তাঁর সবকিছু হলেও মনেপ্রাণে তিনি বাঙালি ৷ আর তা দুর্গাপুজো এলেই যেন বেশি করে বোঝা যায়। কথা হচ্ছে বলি ডিভা কাজলকে নিয়ে ৷ প্রতিবারই মুম্বইয়েই দুর্গাপুজোয় মেতে ওঠেন দেবগণ ঘরনী কাজল। তাঁর বাড়ির পুজোয় হাজির হন বহু সেলেব ৷ নজর কাড়েন রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, বিপাশা বসু, আলিয়া ভাট-সহ অন্যান্যরা ৷
কিন্তু মহাষ্টমীর পুজোর মাঝে অর্থাৎ যখন চারিদিকে ঢাক বাজছে, পুরোহিত মন্ত্রোচ্চারণ করছেন ঠিক তখনই রণংদেহি কাজল ৷ কেন এমন করলেন তিনি? কাজলের বাড়ির পুজোর দৃশ্য প্রতিবারের মতো এবারও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাতে যেমন কাজলকে বাঙালি বেশে অসাধারণ দেখতে লাগছিল । ডে-স্পেশাল কালারফুল শাড়িতে বলি ডিভা যেন পুরো বঙ্গতনয়া! এর পাশাপাশি কাজলের আরও দু-একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তাতে দেখা যাচ্ছে তিনি হাত নেড়ে, আঙুল উঁচিয়ে চিৎকার করছেন ৷ কাজলের চোখেমুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট।
তারপর মাইক হাতে নিয়ে নেন। বলেন, "যাঁরা যাঁরা জুতো পরে রয়েছেন দয়া করে পিছিয়ে যান। দয়া করে একটু সম্মান দেখান, এটা তো পুজো! ধন্যবাদ।" পুজোর আয়োজনে যেমন কাজলরা কোনও খামতি রাখেন না, সেই পুজো নিষ্ঠাভরে হচ্ছে কিনা তা দেখভালের দায়িত্বও তাঁর কাঁধে। এরপর পিছনে থাকা দর্শনার্থীদের ব্যারিকেড ঠেলতে বারণ করেন অভিনেত্রী। নয়তো চোট, আঘাত লাগতে পারে বলেও জানান। কাজলের ঠিক কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন আলিয়া ভাট ৷ সুন্দর লাল রঙের শাড়ি পরেছেন কাপুর বাড়ির বউ ৷
এর পাশাপাশি সোশাল মিডিয়ায় এবারের কাজলের বাড়ির পুজোর দৃশ্য ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তাতে দেখা গিয়েছে, কখনও তিনি পাপারাৎজিদের উপর চোটপাট করেছেন, কখনও আবার দর্শনার্থীদের উপর গোঁসা করেছেন।