ETV Bharat / entertainment

বাঙালি সাজে রণিত, চারশো বছরের পুরনো জমিদার বাড়িতে ছবির শুটিংয়ে কাজল - KAJOL NEW FILM - KAJOL NEW FILM

Kajol-Ronit New Movie: 29 বছর পর স্ক্রিন শেয়ার করছেন কাজল ও রণিত রায় ৷ শুটিং চলছে 'মা' ছবির ৷ আউসগ্রামে এক জমিদার বাড়িতে শুটিং দেখতে ঢল গ্রামবাসীদের ৷

Etv Bharat
পুরনো জমিদার বাড়িতে 'মা' ছবির শুটিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 10:53 PM IST

বীরভূম ও বর্ধমান, 6 এপ্রিল: বাংলায় ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কাজল ও রণিত রায় ৷ 5 দিন ধরে বীরভূম ও বর্ধমান সীমান্তে 400 বছরের প্রাচীন কালিকাপুর জমিদার বাড়িতে দুই অভিনেতাই ব্যস্ত শুটিংয়ে ৷ সোশাল মিডিয়ায় রণিতের পাশাপাশি কাজলও শেয়ার করেছেন ছবি ৷ পাশাপাশি সামনে এসেছে রণিত রায়ের লুকও ৷

কিছুদিন আগেই শান্তিনিকেতনে সতীপীঠ কঙ্কালিতলায় পুজো দেন অভিনেতা রণিত রায় ৷ সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ শনিবার কাজলও শেয়ার করেন একটি ছবি ৷ ক্যাপশনে লেখেন, "শান্ত হওয়ার আগে ঝড়ের মতো পরিস্থিতি ৷" ছবিতে দেখা যায় কাজল মেক-আপ করতে বসেছেন ৷ চারিদিকে রাখা নানা সরঞ্জাম ৷ অন্যদিকে, ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে রণিতের রাজবেশ ৷ অর্থাৎ জমিদার বাড়িতে সাদা রঙের পাজামা-পাঞ্জাবিতে রণিতকে দেখা গেল জমিদার মেজাজেই ৷ গ্রামবাসীদের মধ্যে থেকে অনেককেই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য নেওয়া হয়েছে। পুলিশি নিরাপত্তায় শুটিং করছেন কাজল ও রণিত।

বেশ কয়েকদিন ধরেই 'মা' ছবির শ্যুটিংয়ের জন্য বাংলায় রয়েছেন কাজল ৷ ছবিটি প্রযোজনা করছে অজয় দেবগণের প্রোডাকশন হাউস ৷ ছবিটি পরিচালনা করছেন বিশাল ফুরিয়া ৷ 'মা'-এর হাত ধরেই 'হরর' ছবিতে আত্মপ্রকাশ করছেন কাজল ৷ বীরভূম জেলা ও পূর্ব বর্ধমান জেলার সীমানা আউসগ্রামে কাঁকসার জঙ্গলের ভিতরে একটি গ্রাম রয়েছে ৷ এই গ্রামে প্রায় 400 বছরের প্রাচীন কালিকাপুর জমিদার বাড়ি রয়েছে। যা ভগ্নপ্রায়। এই বাড়িতেই 5 দিন ধরে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত বলিউড অভিনেত্রী কাজল ও রণিত রায় ৷ চলতি বছরের শেষেই এই ছবি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, 1995 সালে আনিস বাজমী পরিচালিত 'হালচাল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অজয় দেবগণ, কাজল ও রণিত রায় ৷ তবে জুটিতে প্রথমবার পর্দায় আসছেন কাজল ও রণিত ৷ এই মুহূর্তে ছবির বাকি বিষয় নিয়ে গোপনিয়তা বজায় রেখেছে গোটা টিম ৷ তবে সূত্রের খবর, শান্তিনিকেতনের পর কলকাতাতেও শুটিং করবেন কাজল ৷ সম্ভবত, 8 তারিখ কাজল কলকাতায় শুটিং করতে পারেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. ' নেহেরু নন, নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী', কেন এমন বললেন কঙ্গনা, দিলেন 'প্রমাণও'

2. কেমন লাগছে শ্রীভল্লিকে? রশ্মিকার জন্মদিনে 'পুষ্পা' টিমের উপহার

3. প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের

বীরভূম ও বর্ধমান, 6 এপ্রিল: বাংলায় ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কাজল ও রণিত রায় ৷ 5 দিন ধরে বীরভূম ও বর্ধমান সীমান্তে 400 বছরের প্রাচীন কালিকাপুর জমিদার বাড়িতে দুই অভিনেতাই ব্যস্ত শুটিংয়ে ৷ সোশাল মিডিয়ায় রণিতের পাশাপাশি কাজলও শেয়ার করেছেন ছবি ৷ পাশাপাশি সামনে এসেছে রণিত রায়ের লুকও ৷

কিছুদিন আগেই শান্তিনিকেতনে সতীপীঠ কঙ্কালিতলায় পুজো দেন অভিনেতা রণিত রায় ৷ সেই ছবি সোশাল মিডিয়াতেও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে ৷ শনিবার কাজলও শেয়ার করেন একটি ছবি ৷ ক্যাপশনে লেখেন, "শান্ত হওয়ার আগে ঝড়ের মতো পরিস্থিতি ৷" ছবিতে দেখা যায় কাজল মেক-আপ করতে বসেছেন ৷ চারিদিকে রাখা নানা সরঞ্জাম ৷ অন্যদিকে, ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়েছে রণিতের রাজবেশ ৷ অর্থাৎ জমিদার বাড়িতে সাদা রঙের পাজামা-পাঞ্জাবিতে রণিতকে দেখা গেল জমিদার মেজাজেই ৷ গ্রামবাসীদের মধ্যে থেকে অনেককেই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য নেওয়া হয়েছে। পুলিশি নিরাপত্তায় শুটিং করছেন কাজল ও রণিত।

বেশ কয়েকদিন ধরেই 'মা' ছবির শ্যুটিংয়ের জন্য বাংলায় রয়েছেন কাজল ৷ ছবিটি প্রযোজনা করছে অজয় দেবগণের প্রোডাকশন হাউস ৷ ছবিটি পরিচালনা করছেন বিশাল ফুরিয়া ৷ 'মা'-এর হাত ধরেই 'হরর' ছবিতে আত্মপ্রকাশ করছেন কাজল ৷ বীরভূম জেলা ও পূর্ব বর্ধমান জেলার সীমানা আউসগ্রামে কাঁকসার জঙ্গলের ভিতরে একটি গ্রাম রয়েছে ৷ এই গ্রামে প্রায় 400 বছরের প্রাচীন কালিকাপুর জমিদার বাড়ি রয়েছে। যা ভগ্নপ্রায়। এই বাড়িতেই 5 দিন ধরে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত বলিউড অভিনেত্রী কাজল ও রণিত রায় ৷ চলতি বছরের শেষেই এই ছবি মুক্তি পেতে পারে বলে জানা গিয়েছে ৷

উল্লেখ্য, 1995 সালে আনিস বাজমী পরিচালিত 'হালচাল' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অজয় দেবগণ, কাজল ও রণিত রায় ৷ তবে জুটিতে প্রথমবার পর্দায় আসছেন কাজল ও রণিত ৷ এই মুহূর্তে ছবির বাকি বিষয় নিয়ে গোপনিয়তা বজায় রেখেছে গোটা টিম ৷ তবে সূত্রের খবর, শান্তিনিকেতনের পর কলকাতাতেও শুটিং করবেন কাজল ৷ সম্ভবত, 8 তারিখ কাজল কলকাতায় শুটিং করতে পারেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. ' নেহেরু নন, নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী', কেন এমন বললেন কঙ্গনা, দিলেন 'প্রমাণও'

2. কেমন লাগছে শ্রীভল্লিকে? রশ্মিকার জন্মদিনে 'পুষ্পা' টিমের উপহার

3. প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.