কলকাতা, 3 ফেব্রুয়ারি: খেলাধূলার প্রতি বরাবরই আগ্রহ রয়েছে জিতু কমলের ৷ তা সে ক্রিকেট হোক বা ফুটবল ৷ তবে, ক্রিকেট তাঁর রন্ধ্রে রন্ধ্রে ৷ কারণ, নিজে একজন ভালো ক্রিকেটার তিনি ৷ আর সেই কারণেই ক্রীড়া সাংবাদিক দুলাল দে'র 'অরণ্যর প্রাচীন প্রবাদ' ছবিতে অভিনয় করতে আসা জিতু কমলের ৷ এমনটাই জানালেন ইটিভি ভারতের প্রতিনিধিকে ৷ এই ছবির গল্প পরিচালক দুলাল দে'র হাতেই গড়া ৷
অরণ্য চট্টোপাধ্যায় এই গল্পের নায়ক ৷ তিনি একদিকে ডাক্তারির ছাত্র, অন্যদিকে ভালো ক্রিকেট খেলেন ৷ তিনি পেশাদার গোয়েন্দা নন ৷ তবে, ঘটনার নিরিখে তিনি গোয়েন্দা হয়ে উঠছেন ৷ ওখানেই ছবির আসল মজা ৷ আর দুলাল দে'র অরণ্যর চরিত্রে কাজ করছেন জিতু কমল ৷ ক্রিকেট খেলা তাঁকে রহস্য সমাধানে সাহায্য করবে, এমন ঘটনাও থাকবে গল্পে ৷
রাণাঘাটের ঠিক আগের স্টেশন পায়রাডাঙা ৷ সেখানেই নদীর পাড়ে জিতুর গ্রামবাসীদের সঙ্গে ক্রিকেট খেলার শ্যুটিং চলছিল শুক্রবার ৷ ভোর চারটে থেকে শুরু হয়েছিল সেদিনের শ্যুটিং ৷ এ দিনই ছিল শেষ দিন ৷ নদীর পাড়ে ধুধু মাঠ, চারদিকে গাছগাছালি, পাশে ইট ভাটা, কলাবাগান, চূর্ণী নদী বয়ে চলেছে অবিরাম গতিতে ৷ বলে রাখি, চূর্ণী নদী নদিয়া জেলার মাজদিয়া মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে পায়রাডাঙার কাছে শিবপুরে হুগলি নদীতে মিশেছে ৷ পরিচালকের দাদুর বাড়ি ছিল এখানেই ৷ তাই এই জায়গাটি বড় চেনা তাঁর ৷ সেই কারণেই শুটিংয়ের জন্য এই জায়গাটি বেছে নিয়েছেন বলে জানান দুলাল দে ৷
এবার আসি গল্পে, অরণ্যর রহস্য অনুসন্ধানের কাহিনি লেখেন তাঁর জামাইবাবু সুদর্শন হালদার ৷ এই সুদর্শনের চরিত্রেই দেখা যাবে শিলাজিৎকে ৷ সুদর্শন হালদার একজন সিআইডি ইন্সপেক্টর ৷ রানাঘাটের পটভূমিকায় তৈরি হয়েছে গল্প ৷ এক চিকিৎসকের মৃত্যু হয় সেখানে ৷ অরণ্য সেখানে গিয়ে জড়িয়ে পড়েন খুনের রহস্যের সঙ্গে ৷ তিনি কিছু প্রবাদ লিখে রেখেছিলেন ৷ সেগুলির মাধ্যমেই রহস্যের সমাধান করেন অরণ্য ৷ তাই ছবির নাম 'অরণ্যর প্রাচীন প্রবাদ' ৷ রফিয়াত রশিদ মিথিলাকে দেখা যাবে একজন নার্সের চরিত্রে ৷
ক্যামেরায় প্রতীপ মুখোপাধ্যায় এবং ছবির সঙ্গীত পরিচালনা করছেন শুভদীপ গুহ ৷ এই ছবিতে অভিনয় নিয়ে বেশ উচ্ছ্বসিত জিতু কমল ৷ তিনি বলেন, "আমার রন্ধ্রে রন্ধ্রে ক্রিকেট ৷ সেই কারণেই আরও এই ছবিটা করতে আসা যে খেলতে পারব ৷ পরিচালক-সহ গোটা টিম দারুণ ৷ ভবিষ্যতে আবারও অরণ্য গোয়েন্দা হিসেবে নিজেকে দেখতে চাই আমি ৷"
আরও পড়ুন: