ETV Bharat / entertainment

গ্র্যামির মঞ্চে ফের ভারতীয় সঙ্গীতের জয়, শঙ্কর মহাদেবন-জাকির হুসেনের ঝুলিতে সেরার শিরোপা - Shankar Mahadevan

Grammy Awards: বিদেশের মাটিতে ভারতীয় সঙ্গীতের জয়জয়কার ৷ শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের অ্যালবাম 'দিস মোমেন্ট' বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে জিতে নিল গ্র্যামি পুরস্কার ৷

Etv Bharat
গ্র্যামি অ্যাওয়ার্ডের সন্ধ্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 9:30 AM IST

Updated : Feb 5, 2024, 1:54 PM IST

লস অ্যাঞ্জেলস, 5 ফেব্রুয়ারি: ভারতীয় হিসাবে আজ গর্বের দিন ৷ সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের ফিউশন ব্যান্ড 'শক্তি' সম্মানিত হল বিদেশের মাটিতে ৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে 'দিস মোমেন্ট'-এর ঝুলিতে এল গ্র্যামি ৷ 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় সঙ্গীত শিল্পীদের এই সম্মানে স্বভাবতই উচ্ছ্বসিত দেশবাসী ৷

গ্র্যামি অ্যাওয়ার্ডসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে বলেছে, "অভিনন্দন বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম বিজেতাদের ৷ 'দিস মোমেন্ট' শক্তি ৷" এই অ্যালবামে মোট আটটি গান রয়েছে ৷ অ্যালবামের সঙ্গে জড়িত রয়েছেন জন ম্যাকলাফলিন (গিটার), জাকির হুসেন (তবলা), শঙ্কর মহাদেবন (ভোকালিস্ট), ভি সেলভাগনেশ (পারকিউশনিস্ট) ও গণেশ রাজাগোপালন (ভায়োলিনিস্ট) ৷ শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের এই সাফল্যে খুশি দেশবাসী তথা সঙ্গীত জগতের তারকারা ৷ সোশাল মিডিয়ায় সকলেই শুভেচ্ছা জানিয়েছেন বিজেতাদের ৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম প্রতিযোগিতায় নমিনেশনে ছিল সুসানা বাকা, বোকান্তে, বুরনা বয় ও ডাভিডোর মতো তারকারা ৷

ধীরে ধীরে হলেও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শিল্পকলার স্বীকৃতি প্রশংসনীয় ৷ 2023 সালে সেরা আঞ্চলিক গান হিসাবে 'নাতু নাতু'র ঝুলিতে এসেছিল অস্কার ৷ প্রথম কোনও তেলুগু গান যা অস্কারের অরজিনাল সং বিভাগে নমিনেশন পেয়েছিল ৷ নাতু নাতু গান শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে ৷ যার ফলে প্রতিযোগিতার দৌড়ে লেগি গাগা ও রিহানাকে পিছনে ফেলে অস্কার ছিনিয়ে নেয় এমএম কীরাবানির নাতু নাতু ৷ গানটি গেয়েছিলেন পাহুল সিপলিগুঞ্জ ও কালা ভৈরব ৷ কোরিয়োগ্রাফি করেছিলেন প্রেম রকশিথ ৷ গানের কথা লিখেছিলেন চন্দ্রবোস ৷ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআরআর ছবির পরিচালক এসএস রাজামৌলি-সহ জুনিয়র এনটিআর ও রামচরণ ৷

'নাতু নাতু' গানের সঙ্গে প্রতিযোগিতায় ছিল 'টেল ইট লাইক আ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লোজ', 'টপ গান:ম্যাভরিক' ছবির গান 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির গান 'লিফট মি আপ ও এভরিথিং', 'এভরিহোয়্যার অল অ্যাট অয়ান্স' ছবির গান 'দিজ ইস লাইফ' ৷

আরও পড়ুন:

1. 19 বছর পর ডিজিটালে সঞ্জয়লীলা বনশালির 'ব্ল্যাক' ম্যাজিক

2. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

3. লাপাতা লেডিসের অডিশনে আমিরকে রিজেক্ট, কিরণের পছন্দ রবি কিষাণ

লস অ্যাঞ্জেলস, 5 ফেব্রুয়ারি: ভারতীয় হিসাবে আজ গর্বের দিন ৷ সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের ফিউশন ব্যান্ড 'শক্তি' সম্মানিত হল বিদেশের মাটিতে ৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসাবে 'দিস মোমেন্ট'-এর ঝুলিতে এল গ্র্যামি ৷ 66তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় সঙ্গীত শিল্পীদের এই সম্মানে স্বভাবতই উচ্ছ্বসিত দেশবাসী ৷

গ্র্যামি অ্যাওয়ার্ডসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে বলেছে, "অভিনন্দন বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম বিজেতাদের ৷ 'দিস মোমেন্ট' শক্তি ৷" এই অ্যালবামে মোট আটটি গান রয়েছে ৷ অ্যালবামের সঙ্গে জড়িত রয়েছেন জন ম্যাকলাফলিন (গিটার), জাকির হুসেন (তবলা), শঙ্কর মহাদেবন (ভোকালিস্ট), ভি সেলভাগনেশ (পারকিউশনিস্ট) ও গণেশ রাজাগোপালন (ভায়োলিনিস্ট) ৷ শঙ্কর মহাদেবন ও জাকির হুসেনের এই সাফল্যে খুশি দেশবাসী তথা সঙ্গীত জগতের তারকারা ৷ সোশাল মিডিয়ায় সকলেই শুভেচ্ছা জানিয়েছেন বিজেতাদের ৷ বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম প্রতিযোগিতায় নমিনেশনে ছিল সুসানা বাকা, বোকান্তে, বুরনা বয় ও ডাভিডোর মতো তারকারা ৷

ধীরে ধীরে হলেও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় শিল্পকলার স্বীকৃতি প্রশংসনীয় ৷ 2023 সালে সেরা আঞ্চলিক গান হিসাবে 'নাতু নাতু'র ঝুলিতে এসেছিল অস্কার ৷ প্রথম কোনও তেলুগু গান যা অস্কারের অরজিনাল সং বিভাগে নমিনেশন পেয়েছিল ৷ নাতু নাতু গান শুধু ভারতেই নয়, বিদেশের মাটিতে ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করে ৷ যার ফলে প্রতিযোগিতার দৌড়ে লেগি গাগা ও রিহানাকে পিছনে ফেলে অস্কার ছিনিয়ে নেয় এমএম কীরাবানির নাতু নাতু ৷ গানটি গেয়েছিলেন পাহুল সিপলিগুঞ্জ ও কালা ভৈরব ৷ কোরিয়োগ্রাফি করেছিলেন প্রেম রকশিথ ৷ গানের কথা লিখেছিলেন চন্দ্রবোস ৷ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরআরআর ছবির পরিচালক এসএস রাজামৌলি-সহ জুনিয়র এনটিআর ও রামচরণ ৷

'নাতু নাতু' গানের সঙ্গে প্রতিযোগিতায় ছিল 'টেল ইট লাইক আ ওম্যান' ছবির গান 'অ্যাপ্লোজ', 'টপ গান:ম্যাভরিক' ছবির গান 'হোল্ড মাই হ্যান্ড', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার' ছবির গান 'লিফট মি আপ ও এভরিথিং', 'এভরিহোয়্যার অল অ্যাট অয়ান্স' ছবির গান 'দিজ ইস লাইফ' ৷

আরও পড়ুন:

1. 19 বছর পর ডিজিটালে সঞ্জয়লীলা বনশালির 'ব্ল্যাক' ম্যাজিক

2. তারকা সমারোহে বুর্জ খলিফায় মুক্তি পেল সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রোমো

3. লাপাতা লেডিসের অডিশনে আমিরকে রিজেক্ট, কিরণের পছন্দ রবি কিষাণ

Last Updated : Feb 5, 2024, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.