হায়দরাবাদ, 8 ডিসেম্বর: রাজারহাটে অনুষ্ঠান করতে গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী তা চর্চিত নেটপাড়ায় ৷ কিছু দর্শকের বাংলা গান না শোনার আবদার না রেখে ইমন যে প্রতিবাদ করেছেন, শিল্পীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই ৷
রবিবার সেই বিষয় নিয়ে ফের একবার সরব হলেন ইমন ৷ সোশাল মিডিয়ায় বার্তা দিলেন, মাতৃভাষা মায়ের সমান ৷ তার অপমান হলে তিনি ফের প্রতিবাদে সরব হবেন ৷ ইমন লেখেন, "আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই। স্টেজে উঠে পারফর্ম করি, বা রেকর্ডিং স্টুডিও-তে গিয়ে গান গাই বা স্টুডিওতে শ্যুট করি। সবটা ঘিরেই গান, ওটাই পারি আমি। তাই ওটাই করি... সঙ্গীত আমার কাছে সব, মানে সব।"
সঙ্গীতশিল্পী জানান, সব ধরনের গান গাওয়ার ইচ্ছা তাঁর বহুদিনের ৷ তিনি কোথাও কখনও বলেননি শুধু, বাংলা ভাষাতেই গান করবেন ৷ কারণ আজ তিনি যে জায়গায় রয়েছেন তা আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষের জন্যই ৷ ইমন লেখেন, "আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা একটা মেয়ে, বাংলা ভাষায় কথা বলতে পারা একটা মেয়ে। এখানে আমার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন থাকেন। আমার গোটা পৃথিবী এখানে থাকেন। কোথাও কেউ কোনোভাবে আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব।"
আসলে এই বাংলা গানের জন্যই ইমন যেমন জাতীয় পুরস্কার পেয়েছেন তেমনই অস্কার প্রতিযোগিতায় দৌড়ে নাম লিখিয়েছেন ৷ ফলে বাংলা তথা বাংলা ভাষা যে শিল্পীর কাছে বড় আবেগের তা বলার অপেক্ষা রাখে না ৷ তারপরেই ইমন লেখেন, "কেউ যদি ভাবেন যে আমার স্বার্থ এতে চরিতার্থ হচ্ছে তাহলে সেটা তাদের ভাবনা, আমার না। সব ভাষার সমান গুরুত্ব আছে অবশ্যই। আমার মাকে যেমন খারাপ বলার অধিকার কেউ দেয়নি। ঠিক সেইভাবে আমার ভাষাকে ছোট করার অধিকারও কেউ কাউকে দেয়নি।"