মুম্বই, 5 নভেম্বর: জীবনের মধ্যগগনে এসে মৃত্যুর ভয় যখন দোরগোড়ায় কড়া নাড়ে তখন ঠিক-ভুলের অনেক হিসাব মেলাতে গিয়ে গুলিয়ে যায় ৷ ঠিক যেমনটা গুলিয়ে যাচ্ছে অর্জুন অর্থাৎ পর্দায় অভিষেক বচ্চনের ৷ অনেকদিন পর জুনিয়র বচ্চনকে বড়পর্দায় মনে হল ভীষণ পরিণত ৷
মুক্তি পেয়েছে সুজিত সিরকার পরিচালিত 'আই ওয়ান্ট টু টক' ছবির ট্রেলার ৷ এক ব্যক্তির ফেলে আসা দিনে ন্যায়-অন্যায়ের হিসাব করা, সম্পর্কের সুতোয় যে গাঁট পড়েছে তা ছাড়ানোর চেষ্টা ধরা পড়েছে ট্রেলারে ৷ ট্রেলার শেয়ার করে অভিষেক লিখেছেন, "আপনাদের সঙ্গে অর্জুন ৷ এমন এক মানুষ যে সাধারণ জীবনে এক্সট্রাঅর্ডিনারি নানা চ্যালেঞ্জের সম্মুখীন ৷"
আই ওয়ান্ট টু টক ট্রেলার
'আই ওয়ান্ট টু টক'-এর ট্রেলারে অর্জুন (অভিষেক বচ্চন) একজন অসুস্থ বাবা ৷ তাঁর সঙ্গে রয়েছে একমাত্র মেয়ে ৷ অভিষেক মেরুদণ্ডের রোগে ভুগছেন ৷ চিকিৎসক জানিয়ে দিয়েছেন তাঁর হাতে সময় খুব কম। একই সঙ্গে, তিনি অসুস্থতার মধ্যেও মেয়ের যত্ন করে চলেন ৷ একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা গিয়েছে অভিষেককে। বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন ও আবেগ মন ছুঁয়ে যায় ৷
অভিষেক বচ্চনের প্রথম ঝলক
'আই ওয়ান্ট টু টক'-এর ফার্স্ট লুকে, হলুদ প্রিন্টের শর্ট এবং গাউনে দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে। অভিষেকের ফার্স্ট লুকে, গাউনের মাঝখানে বড় পেট দেখা গিয়েছে ৷ সেখানে সেলাইয়ের মতো একটি রেখাও আঁকা ছিল। অভিষেকের বাঁ হাতে একটি হট ব্যান্ড ছিল। চোখে কালো চশমা পরেছিলেন অভিষেক। এই লুক সত্যিই দর্শকদের চমকে দেওয়ার মতো ৷
কবে মুক্তি পাবে এই ছবি?
'আই ওয়ান্ট টু টক' ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রিতেশ শাহ। ছবির প্রযোজক রনি লাহিড়ী ও শীল কুমার। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পার্লে দে, অহিলিয়া বাম্বারু, অভিষেক বচ্চন, জয়ন্ত কৃপালানি, ক্রিস্টিন গডার্ড এবং জনি লিভার। 22 নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'আই ওয়ান্ট টু টক'।