ETV Bharat / entertainment

নববর্ষে হয়ে যাক 'হইচই', একগুচ্ছ সিরিজের ঘোষণা সোশাল মিডিয়ায় - Hoichoi New Series - HOICHOI NEW SERIES

Hoichoi Upcoming Series: একগুচ্ছ বিনোদনের রসদ নিয়ে হাজির হইচই ৷ নববর্ষ উপলক্ষ্যে দর্শকদের উপহার 14টি নতুন ওয়েব সিরিজ ৷ থাকছে বাংলাদেশের সিরিজও ৷

Etv Bharat
নববর্ষে হয়ে যাক 'হইচই'
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 2:14 PM IST

হায়দরাবাদ, 15 এপ্রিল: নববর্ষে বিনোদনের একঝাঁক ডালি নিয়ে হাজির হইচই ৷ নতুন গল্প, নতুন রহস্য, ছক ভাঙা কাহিনী উপহার দিতে চলেছে হইচই ৷ কী কী থাকছে সেই চমকে, সোমবার সোশাল মিডিয়ায় ছোট্ট ঝলক শেয়ার করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের তরফে ৷

ওটিটি-র পর্দায় বিনোদন মূলক কাহিনী নিয়ে দর্শকদের ড্রইং রুম থেকে বেড রুমে ঢুকে গিয়েছে হইচই ৷ প্ল্যটফর্মের তরফে 14টি নতুন ওয়েব সিরিজ ঘোষণা করা হয়েছে ৷ যার মধ্যে বেশ কিছু সিরিজের যেমন দ্বিতীয় পার্ট আসছে, তেমনই থাকছে 5টি নতুন গল্পও ৷ তবে চমক এখানেই শেষ নয় ৷ থাকছে বাংলাদেশের 5টি নতুন শো ৷

প্রথমেই নজর দেওয়া যাক অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর দিকে ৷ গোরা সিরিজে দর্শক তাঁকে পেয়েছেন গোয়েন্দা চরিত্রে যিনি রহস্যের সমাধান করেন অন্যরকম স্টাইলে ৷ এবার দর্শক তাঁকে দেখতে চলেছে একজন আইনজীবীর চরিত্রে ৷ আসছে নতুন ওয়েব সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'। 26 এপ্রিলই এই সিরিজের স্ট্রিমিং শুরু হতে চলেছে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়, দুলাল লাহিড়ী, খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, ভবানী মুখোপাধ্যায় প্রমুখ।

পরিচালক জয়দীপ জানিয়েছেন, অচিন্ত্য এক স্বনামধন্য আইনজীবির কাছে প্র‍্যাকটিস শুরু করেন। তবে সেখানেও এমন একটা ঘটনা ঘটে যে সে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপরে ওর জীবনে এমন একখানি কেস আসবে যে কেসটা ওর কেরিয়ারে অন্য মাত্রা এনে দেবে এবং পালটে দেবে জীবনটা। তাই নিয়েই এগিয়েছে সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ' ৷

সাহিত্যধর্মী গল্প হিসাবে হইচই-তে আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পরিণীতা' ৷ অদিতি রায় পরিচালিত এই সিরিজে দেখা যাবে গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহরায়কে ৷ আসছে দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ 'বোকা বাক্সতে বন্দি' ৷ মুখ্য চরিত্রে শোলাঙ্কি রায় ৷ তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত দুটি সিরিজ ৷ যার মধ্যে 'নিঁখোজ 2' যেমন আছে টোটা রায় চৌধুরীর সঙ্গে তেমনই আসছে সায়ন্তন ঘোষাল পরিচালিত নতুন সিরিজ 'বিজয়া' ৷

নজরে থাকবে সৌভিক কুণ্ডু পরিচালিত 'গুটিপোকা' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে পাওলি দাম ও সৌরভ চক্রবর্তীকে ৷ পাশাপাশি আসছে 'নষ্টনীড় 2', সৌরভ চক্রবর্তী পরিচালিত 'আবার রাজনীতি' ও সাহানা দত্ত পরিচালিত 'গভীর জলের মাছ 2' ৷ বাংলাদেশের পাঁচটি সিরিজে থাকছে অনম বিশ্বাসের 'রঙ্গিলা কিতাব' ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে পরীমণিকে ৷ শিয়াব শাহিন পরিতচালিত 'গোলাম মামুন' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে ৷ এছাড়া তালিকায় রয়েছে জয়া আহসানের 'জিম্মি', মোশারফ করিমের 'বোহেমিয়ান ঘোড়া', মেহজাবীন চৌধুরীর 'মিথ্যেবাদী' ৷ বাংলা নতুন বছরে বিনোদনের ভরপুর রসদ নিয়ে হাজির হইচই ৷ এখন প্রতিটা সিরিজ মুক্তির অপেক্ষায় দর্শকরা ৷

আরও পড়ুন

1. রক্মিণীর সোশাল প্রোফাইল হ্যাকড, নেপথ্যে কারা? ফাঁস গোপন তথ্য

2. শার্টলেসে হট আবির, মিষ্টি শুভশ্রী; নববর্ষে জমে ক্ষীর 'বাবলি'র প্রেম

3. কেমন হল 'ময়দান'? ছবি দেখে রিভিউ দিলেন 'দাদা'

হায়দরাবাদ, 15 এপ্রিল: নববর্ষে বিনোদনের একঝাঁক ডালি নিয়ে হাজির হইচই ৷ নতুন গল্প, নতুন রহস্য, ছক ভাঙা কাহিনী উপহার দিতে চলেছে হইচই ৷ কী কী থাকছে সেই চমকে, সোমবার সোশাল মিডিয়ায় ছোট্ট ঝলক শেয়ার করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মের তরফে ৷

ওটিটি-র পর্দায় বিনোদন মূলক কাহিনী নিয়ে দর্শকদের ড্রইং রুম থেকে বেড রুমে ঢুকে গিয়েছে হইচই ৷ প্ল্যটফর্মের তরফে 14টি নতুন ওয়েব সিরিজ ঘোষণা করা হয়েছে ৷ যার মধ্যে বেশ কিছু সিরিজের যেমন দ্বিতীয় পার্ট আসছে, তেমনই থাকছে 5টি নতুন গল্পও ৷ তবে চমক এখানেই শেষ নয় ৷ থাকছে বাংলাদেশের 5টি নতুন শো ৷

প্রথমেই নজর দেওয়া যাক অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর দিকে ৷ গোরা সিরিজে দর্শক তাঁকে পেয়েছেন গোয়েন্দা চরিত্রে যিনি রহস্যের সমাধান করেন অন্যরকম স্টাইলে ৷ এবার দর্শক তাঁকে দেখতে চলেছে একজন আইনজীবীর চরিত্রে ৷ আসছে নতুন ওয়েব সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'। 26 এপ্রিলই এই সিরিজের স্ট্রিমিং শুরু হতে চলেছে। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, সুরঙ্গণা বন্দ্যোপাধ্যায়, দুলাল লাহিড়ী, খেয়া চট্টোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য, ভবানী মুখোপাধ্যায় প্রমুখ।

পরিচালক জয়দীপ জানিয়েছেন, অচিন্ত্য এক স্বনামধন্য আইনজীবির কাছে প্র‍্যাকটিস শুরু করেন। তবে সেখানেও এমন একটা ঘটনা ঘটে যে সে বেরিয়ে আসতে বাধ্য হন। এরপরে ওর জীবনে এমন একখানি কেস আসবে যে কেসটা ওর কেরিয়ারে অন্য মাত্রা এনে দেবে এবং পালটে দেবে জীবনটা। তাই নিয়েই এগিয়েছে সিরিজ 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ' ৷

সাহিত্যধর্মী গল্প হিসাবে হইচই-তে আসতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পরিণীতা' ৷ অদিতি রায় পরিচালিত এই সিরিজে দেখা যাবে গৌরব চক্রবর্তী ও দেবচন্দ্রিমা সিংহরায়কে ৷ আসছে দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ 'বোকা বাক্সতে বন্দি' ৷ মুখ্য চরিত্রে শোলাঙ্কি রায় ৷ তালিকায় রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত দুটি সিরিজ ৷ যার মধ্যে 'নিঁখোজ 2' যেমন আছে টোটা রায় চৌধুরীর সঙ্গে তেমনই আসছে সায়ন্তন ঘোষাল পরিচালিত নতুন সিরিজ 'বিজয়া' ৷

নজরে থাকবে সৌভিক কুণ্ডু পরিচালিত 'গুটিপোকা' ৷ মুখ্যচরিত্রে দেখা যাবে পাওলি দাম ও সৌরভ চক্রবর্তীকে ৷ পাশাপাশি আসছে 'নষ্টনীড় 2', সৌরভ চক্রবর্তী পরিচালিত 'আবার রাজনীতি' ও সাহানা দত্ত পরিচালিত 'গভীর জলের মাছ 2' ৷ বাংলাদেশের পাঁচটি সিরিজে থাকছে অনম বিশ্বাসের 'রঙ্গিলা কিতাব' ৷ মুখ্য চরিত্রে দেখা যাবে পরীমণিকে ৷ শিয়াব শাহিন পরিতচালিত 'গোলাম মামুন' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে জিয়াউল ফারুক অপূর্বকে ৷ এছাড়া তালিকায় রয়েছে জয়া আহসানের 'জিম্মি', মোশারফ করিমের 'বোহেমিয়ান ঘোড়া', মেহজাবীন চৌধুরীর 'মিথ্যেবাদী' ৷ বাংলা নতুন বছরে বিনোদনের ভরপুর রসদ নিয়ে হাজির হইচই ৷ এখন প্রতিটা সিরিজ মুক্তির অপেক্ষায় দর্শকরা ৷

আরও পড়ুন

1. রক্মিণীর সোশাল প্রোফাইল হ্যাকড, নেপথ্যে কারা? ফাঁস গোপন তথ্য

2. শার্টলেসে হট আবির, মিষ্টি শুভশ্রী; নববর্ষে জমে ক্ষীর 'বাবলি'র প্রেম

3. কেমন হল 'ময়দান'? ছবি দেখে রিভিউ দিলেন 'দাদা'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.