ETV Bharat / entertainment

'আমাদের ধিয়ান!' প্রথমবার প্রকাশ্যে ঐন্দ্রিলা-দুর্নিবারের পুত্র সন্তান - DURNIBAR SAHA SON PICS - DURNIBAR SAHA SON PICS

Durnibar Saha and Mohor Sen Baby Picture: রবিবার বড় উপরহার দিলেন গায়ক দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন ৷ প্রথমবার সোশাল মিডিয়ায় আনলেন ছেলে ধিয়ানের ছবি ৷ কেমন দেখতে ধিয়ানকে, দেখে নিন ৷

Durnibar Saha and Mohor Sen Baby Picture
প্রকাশ্যে ঐন্দ্রিলা-দুর্নিবারের ছেলের ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 28, 2024, 5:12 PM IST

হায়দরাবাদ, 28 জুলাই: একঝলকে দেখলে মনে হবে এআই দিয়ে বানানো কোনও মিষ্টি শিশুর ছবি ৷ তবে ভালো করে দেখলে বোঝা যাবে, যে না, এটা কোনও আর্টিফিসিয়াল ছবি নয় ৷ প্রথমবার ছেলে ধিয়ানের নানা মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন মোহর তথা ঐন্দ্রিলা সেন ৷ দুর্নিবার ও মোহরের প্রথম সন্তান ধিয়ানের ছবি দেখে অনুরাগীদের কমেন্টের বন্যা সোশাল মিডিয়ায় ৷

রবিবারটা যেন আরও সুন্দর হয়ে গিয়েছে এই ছবিগুলি আসার পর ৷ মোট পাঁচটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা ৷ ক্যাপশনে লিখেছেন মনের কথাও ৷ তিনি লিখেছেন, "অন্ধকার তো সবাই চেনে,তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস। তুই শুধু ‘তুই‘ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান ৷"

2023 সালের 9 মার্চ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গায়ক দুর্নিবার সাহা ৷ 2024 সালের ফেব্রুয়ারিতে ঐন্দ্রিলা-দুর্নিবারের কোল আলো করে আসে প্রথম পুত্র সন্তান ৷ খুশির সেই খবর সোশাল মিডিয়ায় ভাগও করে নেন সদ্য বাবা-মা হওয়া দুই তারকা ৷ তবে এতদিন ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেও কোনওদিন সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি ৷ ছ'মাস পেরোতেই ছেলে ধিয়ানের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন দুর্নিবার-ঐন্দ্রিলা ৷

প্রথম ছবিতেই দেখা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে ধুতি-পাঞ্জাবি পড়ে ছোট্ট ধিয়ান তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে ৷ তাঁকে আদরের চুমু বাবা-মায়ের ৷ পাশাপাশি ধিয়ানের নানা মুডের ছবিও এদিন সামনে আনেন তারকা জুটি ৷ কখনও কালো রঙের চশমা পড়ে, আবার কখনও দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে, আবার কখনও শুয়ে রয়েছে ধিয়ান ৷ মিষ্টি ছবি সামনে আসতেই কমেন্ট বক্স আদরে ভরালেন অনুরাগীরা ৷

হায়দরাবাদ, 28 জুলাই: একঝলকে দেখলে মনে হবে এআই দিয়ে বানানো কোনও মিষ্টি শিশুর ছবি ৷ তবে ভালো করে দেখলে বোঝা যাবে, যে না, এটা কোনও আর্টিফিসিয়াল ছবি নয় ৷ প্রথমবার ছেলে ধিয়ানের নানা মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন মোহর তথা ঐন্দ্রিলা সেন ৷ দুর্নিবার ও মোহরের প্রথম সন্তান ধিয়ানের ছবি দেখে অনুরাগীদের কমেন্টের বন্যা সোশাল মিডিয়ায় ৷

রবিবারটা যেন আরও সুন্দর হয়ে গিয়েছে এই ছবিগুলি আসার পর ৷ মোট পাঁচটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা ৷ ক্যাপশনে লিখেছেন মনের কথাও ৷ তিনি লিখেছেন, "অন্ধকার তো সবাই চেনে,তুই শুধু ভালোটাই খুঁজিস। মিথ্যে তো বড়ই সহজ, তুই শুধু সত্যিটাই বলিস। তুই শুধু ‘তুই‘ হয়ে বেড়ে ওঠ। আমাদের ধিয়ান ৷"

2023 সালের 9 মার্চ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন গায়ক দুর্নিবার সাহা ৷ 2024 সালের ফেব্রুয়ারিতে ঐন্দ্রিলা-দুর্নিবারের কোল আলো করে আসে প্রথম পুত্র সন্তান ৷ খুশির সেই খবর সোশাল মিডিয়ায় ভাগও করে নেন সদ্য বাবা-মা হওয়া দুই তারকা ৷ তবে এতদিন ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেও কোনওদিন সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি ৷ ছ'মাস পেরোতেই ছেলে ধিয়ানের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন দুর্নিবার-ঐন্দ্রিলা ৷

প্রথম ছবিতেই দেখা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে ধুতি-পাঞ্জাবি পড়ে ছোট্ট ধিয়ান তাকিয়ে রয়েছে ক্যামেরার দিকে ৷ তাঁকে আদরের চুমু বাবা-মায়ের ৷ পাশাপাশি ধিয়ানের নানা মুডের ছবিও এদিন সামনে আনেন তারকা জুটি ৷ কখনও কালো রঙের চশমা পড়ে, আবার কখনও দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে, আবার কখনও শুয়ে রয়েছে ধিয়ান ৷ মিষ্টি ছবি সামনে আসতেই কমেন্ট বক্স আদরে ভরালেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.