ETV Bharat / entertainment

কটাক্ষকে 'ডোন্ট কেয়ার', নাচের মাধ্যমেই ট্রোলারদের জবাব 'দুর্গতিনাশিনী' ডোনার - Dona Ganguly - DONA GANGULY

Dona Dance Show: হাজারো কটাক্ষ সহ্য করে নাচের মাধ্যমেই প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলতে চান নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ৷ নেটপাড়ায় তাঁকে নিয়ে সমালোচনার ঝড় উঠলেও কলকাতাবাসীর অনেকে আজও তাঁর পাশে রয়েছে, রবীন্দ্রসদনে দর্শকদের ভিড় তারই প্রমাণ ৷

Dona Dance Show
সমাজে অসুর বধে 'দুর্গতিনাশিনী' ডোনা (PR Handout)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 23, 2024, 3:47 PM IST

Updated : Sep 23, 2024, 3:54 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় যাই বলেন তাই এখন খবরের শিরোনামে ৷ কিছুদিন আগেই শিল্পীর লন্ডনে নাচের শো বাতিল হওয়া নিয়ে হইচই পড়ে ৷ বিবিধ কটাক্ষের মাঝে নৃত্য আরাধনা নিয়েই ব্যস্ত রয়েছেন সৌরভ পত্নী ৷ রবিবার অর্থাৎ 22 সেপ্টেম্বর রবীন্দ্র সদনে মঞ্চস্থ হয়েছে দীক্ষামঞ্জরীর আগমনী নিবেদন 'দুর্গতিনাশিনী'। নানা বিতর্কের মাঝে কেমন হল ডোনার অনুষ্ঠান খোঁজ নিল ইটিভি ভারত ৷

নৃত্য-গীতি আলেখ্যটি মঞ্চস্থ হয়েছে বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায়। ভাষ্যে ও স্তোত্র পাঠে ছিলেন কেতন সেনগুপ্ত। এদিন দর্শকাসন ছিল পরিপূর্ণ। ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "দুর্গা একজন দেবী, সর্বোপরি একজন নারী যার হাতে মহিষাসুরের তথা অশুভ শক্তির বিনাশ হয়েছিল। অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই উদ্যোগ সবসময় নিতে হবে। দুর্গা নারী শক্তির প্রতিভূ। তাঁর আরাধনা করা নারী শক্তিরই আরাধনা। দেবীর কাছে আমাদের প্রার্থণা সবার ভালো হোক, সমাজ থেকে অশুভ শক্তি নিপাত যাক।"

ট্রোলারদের জবাব 'দুর্গতিনাশিনী' ডোনার (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "মানুষের অনেক সাড়া পেয়েছি। হাউজ ফুল ছিল রবীন্দ্র সদন। খুব ভালো পারফর্ম করেছে আমার ছেলেমেয়েরা।" পাশাপাশি এদিন তিনি জানিয়েছে, লন্ডনে একটা অনুষ্ঠান বাতিল হলেও পঞ্চমী ও ষষ্ঠী লন্ডনের আরও দুই জায়গায় তাঁদের নাচের অনুষ্ঠান রয়েছে ৷ ফলে সমালোচনায় কান দিয়ে নাচের মধ্য দিয়েই দেবী আরাধনা ও প্রতিবাদে থাকতে চান শিল্পী ডোনা ৷

প্রসঙ্গত, মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা। দেবীর মর্তে আগমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতিভু। এই উৎসব নারী শক্তির উদযাপন। গানে, নাচে, স্তোত্র পাঠে দেবীর আখ্যান অশুভের উপর পুণ্যের বিজয় চিত্রিত করে। দীক্ষামঞ্জরীর 'দুর্গতিনাশিনী' নিবেদনে শক্তির আরাধনা নানা গান দিয়ে সাজানো ছিল। কিংবদন্তি হওয়া গানের মধ্যে রেডিওর বিশেষ প্রভাতি অনুষ্ঠান 'মহিষাসুরমর্দিনী'র বেশ কিছু গানের পাশাপাশি ছিল শরৎকালের গান এবং দেবী বন্দনা।
রবিবারের সন্ধ্যায় রবীন্দ্র সদনের অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। লন্ডনে তাঁর এই নিবেদন বাতিল হয়ে গেলেও কলকাতা প্রত্যেকবারের মতো এবারেও উপভোগ করল ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দীক্ষামঞ্জরীর নৃত্য পরিবেশনা।

কলকাতা, 23 সেপ্টেম্বর: নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় যাই বলেন তাই এখন খবরের শিরোনামে ৷ কিছুদিন আগেই শিল্পীর লন্ডনে নাচের শো বাতিল হওয়া নিয়ে হইচই পড়ে ৷ বিবিধ কটাক্ষের মাঝে নৃত্য আরাধনা নিয়েই ব্যস্ত রয়েছেন সৌরভ পত্নী ৷ রবিবার অর্থাৎ 22 সেপ্টেম্বর রবীন্দ্র সদনে মঞ্চস্থ হয়েছে দীক্ষামঞ্জরীর আগমনী নিবেদন 'দুর্গতিনাশিনী'। নানা বিতর্কের মাঝে কেমন হল ডোনার অনুষ্ঠান খোঁজ নিল ইটিভি ভারত ৷

নৃত্য-গীতি আলেখ্যটি মঞ্চস্থ হয়েছে বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায়। ভাষ্যে ও স্তোত্র পাঠে ছিলেন কেতন সেনগুপ্ত। এদিন দর্শকাসন ছিল পরিপূর্ণ। ডোনা গঙ্গোপাধ্যায় বলেন, "দুর্গা একজন দেবী, সর্বোপরি একজন নারী যার হাতে মহিষাসুরের তথা অশুভ শক্তির বিনাশ হয়েছিল। অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই উদ্যোগ সবসময় নিতে হবে। দুর্গা নারী শক্তির প্রতিভূ। তাঁর আরাধনা করা নারী শক্তিরই আরাধনা। দেবীর কাছে আমাদের প্রার্থণা সবার ভালো হোক, সমাজ থেকে অশুভ শক্তি নিপাত যাক।"

ট্রোলারদের জবাব 'দুর্গতিনাশিনী' ডোনার (ইটিভি ভারত)

তিনি আরও বলেন, "মানুষের অনেক সাড়া পেয়েছি। হাউজ ফুল ছিল রবীন্দ্র সদন। খুব ভালো পারফর্ম করেছে আমার ছেলেমেয়েরা।" পাশাপাশি এদিন তিনি জানিয়েছে, লন্ডনে একটা অনুষ্ঠান বাতিল হলেও পঞ্চমী ও ষষ্ঠী লন্ডনের আরও দুই জায়গায় তাঁদের নাচের অনুষ্ঠান রয়েছে ৷ ফলে সমালোচনায় কান দিয়ে নাচের মধ্য দিয়েই দেবী আরাধনা ও প্রতিবাদে থাকতে চান শিল্পী ডোনা ৷

প্রসঙ্গত, মহালয়া থেকে দেবীপক্ষের সূচনা। দেবীর মর্তে আগমন অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতিভু। এই উৎসব নারী শক্তির উদযাপন। গানে, নাচে, স্তোত্র পাঠে দেবীর আখ্যান অশুভের উপর পুণ্যের বিজয় চিত্রিত করে। দীক্ষামঞ্জরীর 'দুর্গতিনাশিনী' নিবেদনে শক্তির আরাধনা নানা গান দিয়ে সাজানো ছিল। কিংবদন্তি হওয়া গানের মধ্যে রেডিওর বিশেষ প্রভাতি অনুষ্ঠান 'মহিষাসুরমর্দিনী'র বেশ কিছু গানের পাশাপাশি ছিল শরৎকালের গান এবং দেবী বন্দনা।
রবিবারের সন্ধ্যায় রবীন্দ্র সদনের অডিটোরিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। লন্ডনে তাঁর এই নিবেদন বাতিল হয়ে গেলেও কলকাতা প্রত্যেকবারের মতো এবারেও উপভোগ করল ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দীক্ষামঞ্জরীর নৃত্য পরিবেশনা।

Last Updated : Sep 23, 2024, 3:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.