ETV Bharat / entertainment

ধনুশ পরিচালিত 'রায়ান' ছবির চিত্রনাট্য জায়গা পেল অস্কার লাইব্রেরিতে - Dhanush Raayan in Oscar Library

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 5:29 PM IST

Dhanush's Movie Raayan in Oscars Library: ধনুশের ছবি জায়গা করে নিল অস্কার লাইব্রেরিতে ৷ কেরিয়ারের অর্ধশত ছবিতে বড় সাফল্য ও সম্মান অভিনেতার ঝুলিতে ৷ 'রায়ান' ছবির চিত্রনাট্য জায়গা পেল অস্কার লাইব্রেরিতে ৷ শুভেচ্ছা জানালেন নেটিজেনরা ৷

Dhanush's Movie Raayan in Oscars Library
'রায়ান' ছবির চিত্রনাট্য জায়গা পেল অস্কার লাইব্রেরিতে (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 2 অগস্ট: একদিকে জীবনের 50তম ছবি অন্যদিকে কেরিয়ারে দ্বিতীয় পরিচালিত ছবি 'রায়ান' ৷ দক্ষিণী তারকা ধনুশের জীবনে বড় মাইলস্টোন ৷ 26 জুলাই মুক্তি পেয়েছে ধনুশ পরিচালিত দ্বিতীয় ছবি 'রায়ান' ৷ যেখানে মুখ্যচরিত্রে অভিনেতার বিপরীতে দেখা গিয়েছে সন্দীপ কিষাণ ও কালিদাস জয়রামকে ৷ বক্সঅফিসে প্রথমদিন থেকেই ছবির কালেকশন দুর্দান্ত ৷ এবার তার থেকেও বড় খবর দিলেন নির্মাতারা ৷ 'রায়ান' ছবির চিত্রনাট্য জায়গা করে নিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস লাইব্রেরিতে ৷

আনন্দের খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছে ছবির প্রযোজনা সংস্থা সান পিকচার্স ৷ ইন্সটাগ্রামে লেখা হয়েছে, "হ্যাশট্যাগ রায়ান স্ক্রিনপ্লে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে ৷" ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে গ্যাংস্টারদের লড়াই নিয়ে ৷ যেখানে ধনুশ ও তাঁর দুই ভাইয়ের চরিত্রে কালিদাস ও সন্দীপ জড়িয়ে পড়েন ৷ তাঁরা প্রধানত উত্তর চেন্নাইয়ে ফাস্ট-ফুড খাবারের দোকান চালান ৷ তিনভাই কীভাবে গ্যাংস্টারদের সঙ্গে জড়িয়ে পড়েন, নানা সমস্যার সমাধান করেন, তা নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷

তিন তারকা ছাড়াও, ছবিতে সেলভারাঘভান, এসজে সূর্য, দুশারা বিজয়ন, অপর্ণা বালামুরালি, ভারলক্ষ্মী শরথকুমার, সারাভানন এবং অন্যান্যদের অভিনয় দেখার মতো ৷ মাত্র সাত দিনে বিশ্বব্যাপী 100 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷ এখনও পর্যন্ত ছবিটি ভারতে এবং বিদেশে ভালো দর্শক টানছে ৷ শুধু অনুরাগীরাই নয়, ধানুশের সহকর্মীরাও তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা করেছেন। সম্প্রতি, অভিনেতা মহেশ বাবু ছবিটির রিভিউ শেয়ার করেছেন ৷ তিনি জানিয়েছেন, সকলের অবশ্যই এই সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত ৷

হায়দরাবাদ, 2 অগস্ট: একদিকে জীবনের 50তম ছবি অন্যদিকে কেরিয়ারে দ্বিতীয় পরিচালিত ছবি 'রায়ান' ৷ দক্ষিণী তারকা ধনুশের জীবনে বড় মাইলস্টোন ৷ 26 জুলাই মুক্তি পেয়েছে ধনুশ পরিচালিত দ্বিতীয় ছবি 'রায়ান' ৷ যেখানে মুখ্যচরিত্রে অভিনেতার বিপরীতে দেখা গিয়েছে সন্দীপ কিষাণ ও কালিদাস জয়রামকে ৷ বক্সঅফিসে প্রথমদিন থেকেই ছবির কালেকশন দুর্দান্ত ৷ এবার তার থেকেও বড় খবর দিলেন নির্মাতারা ৷ 'রায়ান' ছবির চিত্রনাট্য জায়গা করে নিল অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস লাইব্রেরিতে ৷

আনন্দের খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেছে ছবির প্রযোজনা সংস্থা সান পিকচার্স ৷ ইন্সটাগ্রামে লেখা হয়েছে, "হ্যাশট্যাগ রায়ান স্ক্রিনপ্লে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস লাইব্রেরিতে জায়গা করে নিয়েছে ৷" ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে গ্যাংস্টারদের লড়াই নিয়ে ৷ যেখানে ধনুশ ও তাঁর দুই ভাইয়ের চরিত্রে কালিদাস ও সন্দীপ জড়িয়ে পড়েন ৷ তাঁরা প্রধানত উত্তর চেন্নাইয়ে ফাস্ট-ফুড খাবারের দোকান চালান ৷ তিনভাই কীভাবে গ্যাংস্টারদের সঙ্গে জড়িয়ে পড়েন, নানা সমস্যার সমাধান করেন, তা নিয়ে এগিয়েছে ছবির গল্প ৷

তিন তারকা ছাড়াও, ছবিতে সেলভারাঘভান, এসজে সূর্য, দুশারা বিজয়ন, অপর্ণা বালামুরালি, ভারলক্ষ্মী শরথকুমার, সারাভানন এবং অন্যান্যদের অভিনয় দেখার মতো ৷ মাত্র সাত দিনে বিশ্বব্যাপী 100 কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি ৷ এখনও পর্যন্ত ছবিটি ভারতে এবং বিদেশে ভালো দর্শক টানছে ৷ শুধু অনুরাগীরাই নয়, ধানুশের সহকর্মীরাও তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা করেছেন। সম্প্রতি, অভিনেতা মহেশ বাবু ছবিটির রিভিউ শেয়ার করেছেন ৷ তিনি জানিয়েছেন, সকলের অবশ্যই এই সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখা উচিত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.