হায়দরাবাদ, 8 অগস্ট: পাম অ্যাভিনিউয়র বাড়ি ছেড়ে শেষ যাত্রার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ প্রবীণ সিপিএম নেতার প্রয়াণে সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা দেব থেকে কমলেশ্বর মুখোপাধ্যায়, জিতু কমল ৷ শোক জ্ঞাপন করেছেন পরিচালক গৌতম ঘোষও ৷
এদিন পিস হেভেনে পৌঁছন পরিচালক গৌতম ঘোষ ৷ সেখানে তিনি জানান, কিছুদিন আগেই বুদ্ধবাবুকে নিয়ে লেখা একটি বই পড়ছিলেন তিনি ৷ আর আজ আচমকাই তাঁর মৃত্যুর খবর সামনে এল ৷ খুবই খারাপ লাগছে ৷ এক্স হ্যান্ডেলে দেব বুদ্ধবাবুর একটি ছবি শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "একজন সত্যিকারের জেন্টলম্যান ৷ একজন সত্যিকারের নেতা ৷ রেস্ট ইন পিস স্যার ৷" দেব যে ধরনের রাজনীতি করেন সেখানে তাঁর মতাদর্শ বা চিন্তার মিল নির্দিষ্ট দলের প্রতি হলেও অন্যান্য রাজনৈতিক দলকে বরাবরই সম্মান জানিয়ে এসেছেন অভিনেতা-প্রযোজক দেব ৷ ফলে বর্ষীয়ান সিপিএম নেতার প্রয়াণে শ্রদ্ধা জানান দেব ৷
A True Gentleman. A true Leader. Rest in peace Sir 🙏🏻 pic.twitter.com/qL2J1bn2Yr
— Dev (@idevadhikari) August 8, 2024
শোকজ্ঞাপন করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "একজন সত্যিকারের ভালো গুণী মানুষ চলে গেলেন ৷ ভালো থাকবেন ৷ বুদ্ধ বাবুর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা।"
অভিনেত্রী শ্রীলেখা মিত্র লালঘেষা, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ এদিন বুদ্ধবাবুর প্রয়াণে তিনি লেখেন, "বুদ্ধদেব ভট্টাচার্য, একটা অধ্যায়ের অবসান ৷ কমরেড লাল সেলাম ৷ ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না.... আপনি চলে গিয়ে বেঁচে গিয়েছেন ৷"
পরিচালক অনীক দত্ত লেখেন, "গভীর অন্ধকারে কোথাও এক কোণে নিভৃতে একটা ছোট প্রদীপ জ্বলছিল ৷ সেটাও নিভে গেল ৷" পাশাপাশি পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও লাল সেলাম জানান সোশাল মিডিয়ায় ৷
অভিনেতা জিতু কমল এদিন বুদ্ধবাবুকে নিয়ে দীর্ঘ পোস্ট করেন ৷ তিনি লেখেন, "হিড়িক পড়েছে ছবি দিয়ে ব্যতিক্রমী পোস্ট করার, হিড়িক পড়েছে শ্রদ্ধার ঝুলি খুলে দিয়ে রাজপথে ফুল ঝরানোর, হিড়িক পড়েছে ওর সাথে জড়িত সমস্ত সুখ স্মৃতি উজাড় করার, হিড়িক পড়েছে কমরেড বলে একে অপরকে সম্মোধন জানানোর। আজ থেকে আর কমরেড বলে আমায় নাইবা ডাকলেন। আর যদি ডেকেও ফেলেন, দয়া করে একটি বারের জন্য অনুমতি চাইবেন।..."
বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে বুদ্ধবাবুর নশ্বর দেহ ৷ শুক্রবার সকাল 11টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজ্য বিধানসভায় ৷ সেখান থেকে বেলা 12টা নাগাদ দেহ নিয়ে আসা হবে সিপিএমের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে ৷ সেখানেই মরদেহ রাখা থাকবে বিকেল 3টে পর্যন্ত ৷ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে ৷ শ্রদ্ধাজ্ঞাপনের পর মিছিল করে দেহ নিয়ে যাওয়া হবে হাসপাতালে ৷ সেখানেই দেহ গান করা হবে ভবিষ্যতের চিকিৎসার গবেষণার কাজে ৷