ETV Bharat / entertainment

অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী-রাজ, কেমন আছেন মহাগুরু? - Mithun Chakraborty Hospitalised

Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর একাধিক ছবির নায়িকা দেবশ্রী রায় ৷ অভিনেতাকে দেখতে গেলেন হাসপাতালে ৷ মিঠুনকে দেখতে হাসপাতালে যান পরিচালক রাজ চক্রবর্তীও ৷ কেমন আছেন মহাগুরু ?

Etv Bharat
হাসপাতালে মিঠুন চক্রবর্তীর খোঁজ নিলেন দেবশ্রী রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 6:03 PM IST

Updated : Feb 10, 2024, 7:57 PM IST

মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী-রাজ

কলকাতা, 10 ফেব্রুয়ারি: অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি শনিবার সকালে তাঁকে ভরতি করা হয় বেসরকারি হাসপাতালে ৷ এদিন বিকেলে হাসপাতালে তাঁকে দেখতে যান তাঁর সহ-অভিনেত্রী দেবশ্রী রায় ও পরিচালক রাজ চক্রবর্তী ৷ কেমন আছেন অভিনেতা, জানালেন দেবশ্রী-রাজ ৷

হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেত্রী বলেন, "ভালো আছেন, কথা বলেছেন ৷ শুনলাম আজকেই ওনাকে কেবিনে দিয়ে দেবে ৷" পরিচালক রাজ বলেন, "ব্রেনস্ট্রোক নয়, শরীরে শর্করার মাত্রা বেড়ে গিয়েই অসুস্থ হন তিনি। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো।" এমন অবস্থা থাকলে আগামীকালই হাসপাতাল থেকে ছুটি মিলতে পারেন মিঠুন চক্রবর্তীর বলেই জানালেন রাজ।

'শাস্ত্রী' ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। জানা যায়, ছবির শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশকিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, শনিবারের রাতটা অভিনেতাকে থাকতে হবে হাসপাতালে ৷ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ পথিকৃৎ বসু পরিচালিত 'শাস্ত্রী' ছবির শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব অভিনেতা।

জানা যায়, শুক্রবার রাত থেকেই শারীরিক সমস্যা দেখা দেয় 'পদ্মবিভূষণে' সম্মানিত মিঠুন চক্রবর্তীর ৷ এরপর শনিবার সকালে বাড়াবাড়ি হলে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসেন ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী। নিউরোলজিস্ট সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে অভিনেতা ভরতি রয়েছেন বলে জানা যায়। এমআরআই রিপোর্টে জানা গিয়েছে অ্যাকিউট স্ট্রোকে আক্রান্ত 'মহাগুরু' ৷

'শাস্ত্রী' ছবিতে বহুবছর পর পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। ছবিটির প্রযোজনায় রয়েছন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী-সহ আরও অনেককে ৷ দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। 'শাস্ত্রী'র চিত্রনাট্য তৈরি করেছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগে দেবশ্রী-মিঠুন জুটি বেঁধেছেন একাধিক ছবিতে ৷ 1976 সালে মুক্তি পেয়েছিল অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত 'নদী থেকে সাগরে'। এই ছবিতে জুটি বেঁধেছিলেন মিঠুন-দেবশ্রী। এটাই ছিল নায়িকা হিসাবে দেবশ্রীর প্রথম ছবি। এরপর 1982 সালে মুক্তি পায় সুপারহিট ছবি 'ত্রয়ী'। 2005 সালে মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত 'যুদ্ধ'। ছবিতে মিঠুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী। এছাড়াও 2006 সালে মুক্তি পায় মিঠুন অভিনীত জনপ্রিয় 'এমএলএ ফাটাকেষ্ট' । পরের বছর মুক্তি পায় অনুপ সেনগুপ্ত পরিচালিত ছবি 'মহাগুরু'। দুটি ছবিতেই মিঠুন এবং দেবশ্রীকে দর্শক পেয়েছিল স্বামী-স্ত্রীর চরিত্রে । এছাড়াও 'ফেরারি ফৌজ', 'অভিমন্যু', 'টাইগার' এবং 'শুকনো লঙ্কা' ছবিতেও এক সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় ।

আরও পড়ুন:

1. শুটিংয়ের মাঝে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি মিঠুন, অবস্থা স্থিতিশীল

2. 'মাধবীদি'র মধ্যে বিস্ফোরণ লুকিয়ে', 'চারুলতা'র 82তম জন্মদিনে বললেন শীর্ষেন্দু

3. কোরিয়ান ভাষার পর এবার স্প্যানিশে ডাবিং হবে 'অভিযাত্রিক'

মিঠুনকে দেখতে হাসপাতালে দেবশ্রী-রাজ

কলকাতা, 10 ফেব্রুয়ারি: অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি শনিবার সকালে তাঁকে ভরতি করা হয় বেসরকারি হাসপাতালে ৷ এদিন বিকেলে হাসপাতালে তাঁকে দেখতে যান তাঁর সহ-অভিনেত্রী দেবশ্রী রায় ও পরিচালক রাজ চক্রবর্তী ৷ কেমন আছেন অভিনেতা, জানালেন দেবশ্রী-রাজ ৷

হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেত্রী বলেন, "ভালো আছেন, কথা বলেছেন ৷ শুনলাম আজকেই ওনাকে কেবিনে দিয়ে দেবে ৷" পরিচালক রাজ বলেন, "ব্রেনস্ট্রোক নয়, শরীরে শর্করার মাত্রা বেড়ে গিয়েই অসুস্থ হন তিনি। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো।" এমন অবস্থা থাকলে আগামীকালই হাসপাতাল থেকে ছুটি মিলতে পারেন মিঠুন চক্রবর্তীর বলেই জানালেন রাজ।

'শাস্ত্রী' ছবিতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। জানা যায়, ছবির শুটিংয়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশকিছু শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, শনিবারের রাতটা অভিনেতাকে থাকতে হবে হাসপাতালে ৷ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ পথিকৃৎ বসু পরিচালিত 'শাস্ত্রী' ছবির শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন সত্তরোর্ধ্ব অভিনেতা।

জানা যায়, শুক্রবার রাত থেকেই শারীরিক সমস্যা দেখা দেয় 'পদ্মবিভূষণে' সম্মানিত মিঠুন চক্রবর্তীর ৷ এরপর শনিবার সকালে বাড়াবাড়ি হলে তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসেন ছবির প্রযোজক-অভিনেতা সোহম চক্রবর্তী। নিউরোলজিস্ট সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে অভিনেতা ভরতি রয়েছেন বলে জানা যায়। এমআরআই রিপোর্টে জানা গিয়েছে অ্যাকিউট স্ট্রোকে আক্রান্ত 'মহাগুরু' ৷

'শাস্ত্রী' ছবিতে বহুবছর পর পর্দায় জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। ছবিটির প্রযোজনায় রয়েছন অভিনেতা সোহম চক্রবর্তী ৷ মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে দেখা যাবে রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী-সহ আরও অনেককে ৷ দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবি। 'শাস্ত্রী'র চিত্রনাট্য তৈরি করেছেন অর্ণব ভৌমিক এবং অরিত্র বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, এর আগে দেবশ্রী-মিঠুন জুটি বেঁধেছেন একাধিক ছবিতে ৷ 1976 সালে মুক্তি পেয়েছিল অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত 'নদী থেকে সাগরে'। এই ছবিতে জুটি বেঁধেছিলেন মিঠুন-দেবশ্রী। এটাই ছিল নায়িকা হিসাবে দেবশ্রীর প্রথম ছবি। এরপর 1982 সালে মুক্তি পায় সুপারহিট ছবি 'ত্রয়ী'। 2005 সালে মুক্তি পায় রবি কিনাগি পরিচালিত 'যুদ্ধ'। ছবিতে মিঠুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন দেবশ্রী। এছাড়াও 2006 সালে মুক্তি পায় মিঠুন অভিনীত জনপ্রিয় 'এমএলএ ফাটাকেষ্ট' । পরের বছর মুক্তি পায় অনুপ সেনগুপ্ত পরিচালিত ছবি 'মহাগুরু'। দুটি ছবিতেই মিঠুন এবং দেবশ্রীকে দর্শক পেয়েছিল স্বামী-স্ত্রীর চরিত্রে । এছাড়াও 'ফেরারি ফৌজ', 'অভিমন্যু', 'টাইগার' এবং 'শুকনো লঙ্কা' ছবিতেও এক সঙ্গে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায় ।

আরও পড়ুন:

1. শুটিংয়ের মাঝে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে ভরতি মিঠুন, অবস্থা স্থিতিশীল

2. 'মাধবীদি'র মধ্যে বিস্ফোরণ লুকিয়ে', 'চারুলতা'র 82তম জন্মদিনে বললেন শীর্ষেন্দু

3. কোরিয়ান ভাষার পর এবার স্প্যানিশে ডাবিং হবে 'অভিযাত্রিক'

Last Updated : Feb 10, 2024, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.