মুম্বই, 21 ফেব্রুয়ারি: দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের আসর ঘিরে মঙ্গলবার রাতে চাঁদের হাট বসল মুম্বইয়ে ৷ ছিলেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, করিনা কাপুর খান-সহ হিন্দি ফিল্ম এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকারা ৷ বিজয়ীদের তালিকায় উপরের দিকে রয়েছে কিং খানের জওয়ান ৷ ওই ছবি থেকেই শাহরুখ ও নয়নতারা যথাক্রমে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ৷ অনিরুদ্ধ রবিচন্দ্র জওয়ানের জন্য পেয়েছেন সেরা সঙ্গীতের পুরস্কার ৷ আর সন্দীপ রেড্ডি ভাঙ্গা অ্যানিমালের জন্য সেরা পরিচালক হিসেবে সম্মানিত হয়েছেন ।
স্যাম বাহাদুরে অভিনয়ের জন্য ভিকি কৌশল সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন । সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়, অ্যানিমালের জন্য সেরা খলনায়ক হিসেবে পুরস্কৃত হয়েছেন ববি দেওল ৷
এই অনুষ্ঠানে টেলিভিশন এবং ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রির অবদানকেও স্বীকৃত দেওয়া হয়েছে ৷ গুম হ্যায় কিসিকে পেয়ার মেইন এবং স্কুপের মতো সিরিজের কুশীলবদের পুরস্কার দেওয়া হয়েছে । পাশাপাশি চলচ্চিত্র এবং সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়েছে যথাক্রমে মৌসুমী চট্টোপাধ্যায় ও কেজে যেসুদাসকে ৷
বিজয়ীদের সম্পূর্ণ তালিকা:
সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)
শ্রেষ্ঠ অভিনেত্রী: নয়নতারা (জওয়ান)
সেরা অভিনেত্রী (সমালোচক): রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে)
সেরা পরিচালক: সন্দীপ রেড্ডি ভাঙ্গা (প্রাণী)
সেরা অভিনেতা (সমালোচক): ভিকি কৌশল (স্যাম বাহাদুর)
সেরা সঙ্গীত পরিচালক: অনিরুদ্ধ রবিচন্দ্র (জওয়ান)
সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ): বরুণ জৈন, (জরা হটকে জরা বচকের তেরে ভাস্তের জন্য)
নেতিবাচক চরিত্রে সেরা অভিনেতা: ববি দেওল (অ্যানিমাল)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেত্রী: রূপালী গঙ্গোপাধ্যায় (অনুপমা)
টেলিভিশন সিরিজের সেরা অভিনেতা: নীল ভাট (গুম হ্যায় কিসিকে পেয়ার মেইন)
বছরের সেরা টেলিভিশন সিরিজ: গুম হ্যায় কিসিকে পেয়ার মেইন
ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী: করিশ্মা তান্না (স্কুপ)
চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান: মৌসুমী চট্টোপাধ্যায়
সঙ্গীত শিল্পে অসামান্য অবদান: কেজে যেসুদাস
এই ইভেন্ট চলাকালীন রানি মুখোপাধ্যায়কে উষ্ণ অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে শাহরুখ খানকে ৷ তাঁরা একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন ৷ যদিও শহিদ কাপুরকে করিনা কাপুরের উপেক্ষা করার দৃশ্য নজর এড়ায়নি ভক্তদের ৷ অ্যাটলি পরিচালিত জওয়ান, বিশ্বব্যাপী 1000 কোটি টাকারও বেশি ব্যবসা করে বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করেছে । শাহরুখ খান, নয়নতারার এই ছবিটি গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় ।
অপরদিকে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমাল 2023 সালের আরেকটি ব্লকবাস্টার ছিল ৷ রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর ও তৃপ্তি দিমরির এই ছবি বক্স অফিসে আটশো কোটি টাকারও বেশি আয় করেছে ।
আরও পড়ুন: