ETV Bharat / entertainment

আইন ব্যবস্থাকে অপমান ! আল্লু অর্জুন-সুকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেস নেতার - ALLU ARJUN

আরও একটা অভিযোগ দায়ের অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে ৷ অভিযোগ দায়ের কংগ্রেস নেতার ৷ পুষ্পা 2 ছবির দৃশ্য বাতিলের দাবি ৷

Allu Arjun
আল্লু অর্জুন-সুকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের কংগ্রেস নেতার (ফাইল ছবি/ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 14 hours ago

হায়দরাবাদ, 24 ডিসেম্বর: আরও একটা এফআইআর দায়ের অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে ৷ পাশাপাশি অভিযোগে নাম উঠে এসেছে 'পুষ্পা 2' ছবির পরিচালক সুকুমার ও প্রযোজকদের নাম ৷ রাচাকোন্ডা পুলিশ থানায় দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা চিন্তাপান্ডু নবীন ৷ তিনি বেশি পরিচিত থিনমার মাল্লান্না নামেই ৷

সোমবার এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে এই অভিযোগ সন্ধ্যা হলের ঘটনা নিয়ে নয় ৷ 'পুষ্পা 2: দ্য রুল' ছবিতে দেখানো বিশেষ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন কংগ্রেস নেতা ৷ অভিযোগে বলা হয়েছে, সিনেমায় পুলিশকে দুর্নীতির সঙ্গে জড়িত দেখানো হয়েছে ৷ শুধু তাই নয়, সিনেমায় একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে সুইমিং পুলে হিরো আল্লু অর্জুন অর্থাৎ পুষ্পারাজ প্রস্রাব করছেন একজন আইপিএস অফিসারের উপস্থিতিতে ৷ এই দৃশ্য পুলিশ কর্মীদের জন্য অপমানমূলক বলে অভিযোগে জানানো হয়েছে ৷

মালান্না অভিযোগে আরও জানিয়েছেন, সিনেমায় এই ধরনের দৃশ্য দেখানোর মানে সমাজের অন্যতম স্তম্ভ আইন ব্যবস্থাকে অপমান করা ৷ এর ফলে মানুষ আইন ও পুলিশের প্রতি বিশ্বাস-নির্ভরতা হারাবে বলে অভিযোগে উঠে এসেছে ৷ এরপরেই ছবি থেকে সেই সব দৃশ্য বাদ দেওয়ার দাবির পাশাপাশি কংগ্রেস নেতা অভিনেতা আল্লু অর্জুন, পরিচালক সুকুমার ও ছবির প্রযোজকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ৷

উল্লেখ্য, সোমবারই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তেলেঙ্গনা পুলিশ নোটিশ পাঠায় আল্লু অর্জুনকে ৷ সেই মতো মঙ্গলবার সকাল 11টা নাগাদ চিক্করপল্লী থানায় পৌঁছন অভিনেতা ৷ সেখানে সন্ধ্যা হলে পদপিষ্ট হলে মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন অভিনেতাকে করা হবে বলে জানা গিয়েছে ৷

হায়দরাবাদ, 24 ডিসেম্বর: আরও একটা এফআইআর দায়ের অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে ৷ পাশাপাশি অভিযোগে নাম উঠে এসেছে 'পুষ্পা 2' ছবির পরিচালক সুকুমার ও প্রযোজকদের নাম ৷ রাচাকোন্ডা পুলিশ থানায় দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতা চিন্তাপান্ডু নবীন ৷ তিনি বেশি পরিচিত থিনমার মাল্লান্না নামেই ৷

সোমবার এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তবে এই অভিযোগ সন্ধ্যা হলের ঘটনা নিয়ে নয় ৷ 'পুষ্পা 2: দ্য রুল' ছবিতে দেখানো বিশেষ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন কংগ্রেস নেতা ৷ অভিযোগে বলা হয়েছে, সিনেমায় পুলিশকে দুর্নীতির সঙ্গে জড়িত দেখানো হয়েছে ৷ শুধু তাই নয়, সিনেমায় একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে সুইমিং পুলে হিরো আল্লু অর্জুন অর্থাৎ পুষ্পারাজ প্রস্রাব করছেন একজন আইপিএস অফিসারের উপস্থিতিতে ৷ এই দৃশ্য পুলিশ কর্মীদের জন্য অপমানমূলক বলে অভিযোগে জানানো হয়েছে ৷

মালান্না অভিযোগে আরও জানিয়েছেন, সিনেমায় এই ধরনের দৃশ্য দেখানোর মানে সমাজের অন্যতম স্তম্ভ আইন ব্যবস্থাকে অপমান করা ৷ এর ফলে মানুষ আইন ও পুলিশের প্রতি বিশ্বাস-নির্ভরতা হারাবে বলে অভিযোগে উঠে এসেছে ৷ এরপরেই ছবি থেকে সেই সব দৃশ্য বাদ দেওয়ার দাবির পাশাপাশি কংগ্রেস নেতা অভিনেতা আল্লু অর্জুন, পরিচালক সুকুমার ও ছবির প্রযোজকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন ৷

উল্লেখ্য, সোমবারই অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তেলেঙ্গনা পুলিশ নোটিশ পাঠায় আল্লু অর্জুনকে ৷ সেই মতো মঙ্গলবার সকাল 11টা নাগাদ চিক্করপল্লী থানায় পৌঁছন অভিনেতা ৷ সেখানে সন্ধ্যা হলে পদপিষ্ট হলে মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন অভিনেতাকে করা হবে বলে জানা গিয়েছে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.