কলকাতা, 16 এপ্রিল: ভারতীয় ফুটবলের স্বর্ণযুগের তিনিও ছিলেন অন্যতম অংশীদার ৷ ইতিহাস তাঁর নাম সেভাবে মনে রাখেনি ৷ মনে রাখলেন না 'ময়দান' সিনেমার রিসার্চের দায়িত্বে থাকা টিমও ৷ অমিত শর্মা পরিচালিত 'ময়দান' ছবিতে ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনীকে পর্দায় তুলে ধরেন অভিনেতা অজয় দেবগণ ৷ সেই ছবিতে দেখানো হয়েছে ফুটবলার প্রশান্ত সিনহাকেও। তবে তাঁকে নিয়ে তুলে ধরা তথ্য সঠিক নয় বলে অভিযোগ পরিবারের সদস্যের ৷
ছবিতে 1962 সালের এশিয়ান গেমসের নানা কাহিনি উঠে এসেছে। এশিয়ান গেমসের যে ম্যাচটিকে ঘিরে এগিয়েছে গল্প তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন খ্যাতনামা ভারতীয় ফুটবলার প্রশান্ত সিনহা। অথচ তাঁকে ছবিতে সেভাবে দেখানোই হয়নি বলে অভিযোগ একমাত্র মেয়ে সোনালি সরকার সিনহার। তিনি ইটিভি ভারতকে বলেন, "বাবার ব্যাপারে আরও রিসার্চের প্রয়োজন ছিল পরিচালক এবং ছবির টিমের। আমাদের সঙ্গেও কথা বলা যেত। ছবিটিতে তথ্য বিকৃতি হয়েছে। বাবার ভূমিকা দেখানোই হয়নি। অনেক আশা নিয়ে দেখতে গিয়েছিলাম। আশাহত হয়ে ফিরেছি।"
জানা যায়, গ্রুপ লিগে কোনও ম্যাচেই সুযোগ পাননি প্রশান্ত। সুযোগ আসে সেমিফাইনালে দক্ষিণ ভিয়েতনামের বিপক্ষে। তার আগে নিয়মিত খেলছিলেন রাম বাহাদুর ও ফ্রাঙ্কো। খেলেছেন আফজলও। কিন্তু সেমিফাইনালে রামবাহাদুর আহত থাকায় সুযোগটা এসে গেল। প্রশান্ত সিনহার কাছে রহিম সাহেব এবং দলের ম্যানেজার জিয়াউদ্দিন জানতে চেয়েছিলেন "তুমি কি পারবে?" প্রশান্ত সিনহা সেদিন এক বাক্যে বলেছিলেন, "হ্যাঁ পারব।" এবং খেলেছিলেন সদর্পে।
1967 সাল পর্যন্ত তাঁকে বাদ দিয়ে ভারতীয় দলের মাঝ মাঠ ভাবাই যেত না। 1962 সালের সোনা জয়ে তাঁর ভূমিকাও ছিল অসামান্য। খেলেছেন 1966 সালের এশিয়ান গেমসেও। এহেন ফুটবলারের চরিত্র সিনেপর্দায় সঠিকভাবে তুলে না ধরার অভিযোগ পরিবারের ৷ যদিও, 'ময়দান' মুক্তির পর থেকে সকলেই ছবির প্রশংসা করেছেন ৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছবির প্রশংসা করেছেন ৷
আরও পড়ুন: