ETV Bharat / entertainment

ব্রায়ান অ্যাডাম্সে মুগ্ধ কলকাতা, সুরের সুনামিতে ডুবল 'সিটি অফ জয়' - BRYAN ADAMS IN KOLKATA

কলকাতায় এসে তাঁর গানে ভক্তদের মুগ্ধ করলেন ব্রায়ান অ্যাডাম্স ৷ অক্লান্ত, প্রাণোচ্ছ্বল বছর পঁয়ষট্টির তরুণের রবিবাসরীয় গানের জলসায় মুগ্ধ 'সিটি অফ জয়'৷

Bryan Adams
কলকাতায় ব্রায়ান অ্যাডাম্স (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 9:22 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর: একজন 65 বছর বয়সী রক স্টারের কলকাতায় পা রাখার অপেক্ষায় ছিলেন হাজার হাজার সঙ্গীতপ্রেমী । অবশেষে সেই অপেক্ষার অবসান হল ৷ কলকাতায় এসে তাঁর গানে ভক্তদের মুগ্ধ করলেন ব্রায়ান অ্যাডাম্স ৷ কলকাতা ছিল এই কিংবদন্তি রক স্টারের 'সো হ্যাপি ইট হার্টস ইন্ডিয়া ট্যুর 24'-এর প্রথম গন্তব্য। ব্রায়ানের অন্যান্য গন্তব্যগুলি হল শিলং, গুরগাঁও, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ।

ব্রায়ান-জোয়ারে গা ভাসিয়ে খুশি কলকাতার অসংখ্য সঙ্গীতপ্রেমী ৷ অ্যাকোয়াটিকায় পরনে সাদা জিনস, টি-শার্ট আর সাদা জ্যাকেট। রবিবারের ঐতিহাসিক রাতে সাক্ষী থাকল তিলোত্তমা। আকাশছোঁয়া টিকিটের দাম পেরিয়ে এক আকাশ প্রত্যাশা পূরণ হল 'সিটি অফ জয়'-এর হাজার হাজার সঙ্গীতপ্রেমীর ৷ তাঁর ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’-এ ভর করে ফিরল অনেকের শৈশবের স্মৃতি ৷

এই প্রথম কলকাতায় এলেন ব্রায়ান অ্যাডাম্স। শনিবার (7 ডিসেম্বর) বিকেলে ব্রায়ানের বিমান কলকাতায় নামে। ভক্তদের অপেক্ষা ফুরলো অক্লান্ত, প্রাণোচ্ছ্বল বছর পঁয়ষট্টির তরুণের রবিবাসরীয় গানের জলসায় ৷ অ্যাকোয়াটিকার আনাচ-কানাচে ব্রায়ান ভক্তদের হাত আর শরীরী ঢেউয়ের দোলা। কলকাতা তো বটেই, রাজ্যের বাইরে থেকেও ব্রায়ান অ্যাডাম্সের কনসার্টে এসেছিলেন অসংখ্য মানুষ। ভক্তদের একে একে শোনালেন, সামার অফ 69, প্লিজ ফরগিভ মি, হোয়াট এভার আই ডু... আই ডু ইট ফর ইউ । গানে গানে জুড়ে নিলেন তাঁর ভক্তদের কণ্ঠ, গাইতে দিলেন তাঁদেরও।

রবিবারের এই কনসার্টে ‘চাঁদের হাট’ বসেছিল ৷ বাংলার সঙ্গীত ও অভিনয় জগতের অনেক গুণী, তারকারা আজ তাঁদের ভালোলাগা আর স্মৃতিতে ভর করে ব্রায়ান অ্যাডাম্সের ভক্ত রূপে ধরা দিয়েছিলেন। এই ‘চাঁদের হাট’-এ ছিলেন রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়, জয় সরকার, শিলাজিৎ মজুমদার, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা।

কলকাতা, 9 ডিসেম্বর: একজন 65 বছর বয়সী রক স্টারের কলকাতায় পা রাখার অপেক্ষায় ছিলেন হাজার হাজার সঙ্গীতপ্রেমী । অবশেষে সেই অপেক্ষার অবসান হল ৷ কলকাতায় এসে তাঁর গানে ভক্তদের মুগ্ধ করলেন ব্রায়ান অ্যাডাম্স ৷ কলকাতা ছিল এই কিংবদন্তি রক স্টারের 'সো হ্যাপি ইট হার্টস ইন্ডিয়া ট্যুর 24'-এর প্রথম গন্তব্য। ব্রায়ানের অন্যান্য গন্তব্যগুলি হল শিলং, গুরগাঁও, মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ।

ব্রায়ান-জোয়ারে গা ভাসিয়ে খুশি কলকাতার অসংখ্য সঙ্গীতপ্রেমী ৷ অ্যাকোয়াটিকায় পরনে সাদা জিনস, টি-শার্ট আর সাদা জ্যাকেট। রবিবারের ঐতিহাসিক রাতে সাক্ষী থাকল তিলোত্তমা। আকাশছোঁয়া টিকিটের দাম পেরিয়ে এক আকাশ প্রত্যাশা পূরণ হল 'সিটি অফ জয়'-এর হাজার হাজার সঙ্গীতপ্রেমীর ৷ তাঁর ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’-এ ভর করে ফিরল অনেকের শৈশবের স্মৃতি ৷

এই প্রথম কলকাতায় এলেন ব্রায়ান অ্যাডাম্স। শনিবার (7 ডিসেম্বর) বিকেলে ব্রায়ানের বিমান কলকাতায় নামে। ভক্তদের অপেক্ষা ফুরলো অক্লান্ত, প্রাণোচ্ছ্বল বছর পঁয়ষট্টির তরুণের রবিবাসরীয় গানের জলসায় ৷ অ্যাকোয়াটিকার আনাচ-কানাচে ব্রায়ান ভক্তদের হাত আর শরীরী ঢেউয়ের দোলা। কলকাতা তো বটেই, রাজ্যের বাইরে থেকেও ব্রায়ান অ্যাডাম্সের কনসার্টে এসেছিলেন অসংখ্য মানুষ। ভক্তদের একে একে শোনালেন, সামার অফ 69, প্লিজ ফরগিভ মি, হোয়াট এভার আই ডু... আই ডু ইট ফর ইউ । গানে গানে জুড়ে নিলেন তাঁর ভক্তদের কণ্ঠ, গাইতে দিলেন তাঁদেরও।

রবিবারের এই কনসার্টে ‘চাঁদের হাট’ বসেছিল ৷ বাংলার সঙ্গীত ও অভিনয় জগতের অনেক গুণী, তারকারা আজ তাঁদের ভালোলাগা আর স্মৃতিতে ভর করে ব্রায়ান অ্যাডাম্সের ভক্ত রূপে ধরা দিয়েছিলেন। এই ‘চাঁদের হাট’-এ ছিলেন রূপম ইসলাম, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী, উজ্জ্বয়িনী মুখোপাধ্যায়, জয় সরকার, শিলাজিৎ মজুমদার, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়রা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.