জলপাইগুড়ি,12 ডিসেম্বর: নতুন বছরে নতুন গান উপহার দিতে চলেছে জনপ্রিয় বাংলা ব্যান্ড 'ক্যাকটাস' ৷ আসছে নতুন গান 'আমি ফিরছি বাড়ি' ৷ জলপাইগুড়িতে একটি বেসরকারি কলেজের অনুষ্ঠানে নতুন বছরে ক্যাকটাসের তিনটি নতুন গান মুক্তি পেতে চলেছে বলে জানালেন সিধু। পাশাপাশি বাংলা গানকে কেন্দ্রকে ইমনের প্রতিবাদকে যুক্তিযুক্ত বলে সমর্থন করলেন ক্যাকটাস ব্যান্ডের প্রধান সিধু।
বৃহস্পতিবার জলপাইগুড়ি সরোজেন্দ্র দেব রায়কর কলাকেন্দ্রে উপস্থিত হন সিধু ৷ এদিন তিনি বলেন, "উত্তরবঙ্গ আমার কাছে আপন বাড়ির মত। আমি খুবই আনন্দিত। উত্তরবঙ্গে এলে অল্পেতে মন ভরে না। জলপাইগুড়িতে অনুষ্ঠান রয়েছে।এরপর চিলাপাতায় যাব ৷ সেখান থেকে রিসপে ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে ৷" পাশাপাশি তিনি জানিয়েছেন নতুন করে গানের শুটিং-এর কোনও বিষয় নেই। আগে উত্তরবঙ্গে বেশ কিছু শুটিং হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এআই (AI)- এর যুগ ৷ কাজেই এইআই-য়ের মাধ্যমে ভিডিয়ো তৈরি হয়েছে। এখন একটি গানের ভিডিয়ো তৈরি হয়েছে। আগামীতে অন্যান্য গানের ভিডিয়োগুলো হবে বলে জানালেন সিধু। 20 বছরের বেশি সময় ধরে বাংলা গান নিয়েই দাপিয়ে বেড়িয়েছে ক্যাকটাস ব্যান্ড।
সম্প্রতি সংগীত শিল্পী ইমনের একটি অনুষ্ঠানে বাংলা গানের বদলে হিন্দি গান শুনতে চেয়ে আবদার করেছিলেন জনৈক এক শ্রোতা ৷ সেই ঘটনায় মঞ্চে দাঁড়িয়েই প্রতিবাদ করেন ইমন চক্রবর্তী ৷ সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে সিধু বলেন, "ইমন খুবই ভালো বলেছে ৷ গান যে ভাষাতেই হোক না কেন সেটা তো আসলে গান ৷ সত্যি সত্যি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলা গান চলবে না এটা যদি কারও দাবি হয়ে থাকে এক্ষেত্রে অত্যন্ত অন্যায্য দাবি বলে আমার মনে হয়। ইমনের প্রতিবাদ একদমই ঠিক।"